মিথ্যা চিৎকারে সত্য চাপা পড়ে না, সময় একদিন মুখোশ খুলবেই।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
জীবনের নানা পর্যায়ে আমরা প্রায়ই দেখি, কেউ কেউ মিথ্যা বলে নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। চিৎকার করে, গলা উঁচিয়ে, নাটক করে যেন সবাইকে বোঝাতে চায়, তার কথাই শেষ সত্য। কিন্তু বাস্তবতা হলো,মিথ্যা যত বড় গলায় বলা হোক না কেন, তা সত্য হয়ে যায় না। সত্য হচ্ছে এমন এক শক্তি, যা সময়ের সাথে নিজেই প্রমাণিত হয়, কোনো চিৎকার ছাড়াই।
একজন মানুষ যখন মিথ্যার আশ্রয় নেয়, তখন সে প্রথমে নিজের কাছেই সৎ থাকতে পারে না। তারপর ধীরে ধীরে সে মানুষদের ঠকাতে শুরু করে, নিজের ভুল ঢাকতে গিয়ে অন্যের দোষ খোঁজে। অনেক সময় সমাজে এই ধরনের মানুষরা সাময়িকভাবে সত্যকে আড়াল করে ফেলে। তারা নিজেদের মিথ্যা সাজিয়ে সত্যর রঙে রাঙিয়ে তোলে, কিন্তু সত্য কখনো হারিয়ে যায় না। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে এবং ঠিক সময়েই সে মুখোশ খুলে দেয়।
আমাদের চারপাশে এরকম বহু উদাহরণ আছে। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও দেখা যায়, মিথ্যা প্রচারণা, দোষারোপ, গুজব দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। কিন্তু কিছু সময় পরে দেখা যায়, সেই মিথ্যা ভেঙে পড়ে, আর সত্য মাথা উঁচু করে সামনে আসে। যেমন নদীর পানি যতই বাঁধ দিয়ে থামিয়ে রাখো, একসময় সে নিজের পথ নিজেই খুঁজে নেয়।
সত্য কখনো তাড়াহুড়োর পথ বেছে নেয় না। সত্য ধৈর্যের পথে চলে, সময়ের শক্তিকে সাথে নিয়ে এগোয়। অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে, যখন তারা দেখে মিথ্যা বিজয়ী হয়ে যাচ্ছে, আর সত্য নীরব। কিন্তু এখানেই ভুলটা হয় কারণ সত্যর শক্তি গলা নয়, বরং তার অন্তর্নিহিত বিশ্বাস ও ধৈর্য।
মুখোশ পরে কেউ বেশি দিন থাকতে পারে না। কারণ মুখোশের পেছনে যে মুখটা আছে, সেটা একদিন না একদিন প্রকাশ পেতেই পায়। যারা সত্য পথে চলে, তারা জানে তাদের চিৎকার করে প্রমাণ করতে হয় না, বরং সময়ই তাদের পক্ষ নেয়।এই জন্যই বলা হয় মিথ্যা চিৎকারে সত্য চাপা পড়ে না, সময় একদিন মুখোশ খুলবেই। এটা শুধু একটি উক্তি নয়, এটা বাস্তব জীবনের গভীর শিক্ষা। এটি আমাদের শেখায়, সত্যের পথে থাকো, ধৈর্য ধরো, এবং সময়ের ওপর বিশ্বাস রাখো। কেননা, সময়ই সত্যের সবচেয়ে বড় সাক্ষী।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। কোনো এক সময় প্রকাশ পায়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। কথাগুলো একদম বাস্তববাদী।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5