ভালোবাসার মানুষদের সাথে সাথে তারাও ভালো থাকুক, যারা প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
জীবনে চলার পথে আমরা অনেকের সাথেই সম্পর্ক গড়ি। কেউ পাশে থাকে ভালোবেসে, কেউ আসে স্বার্থ নিয়ে। কেউ ভালো সময়ের সাথী হয়, আবার কেউ খারাপ সময়ে মুখ ফিরিয়ে নেয়। এমনও হয় যে মানুষটাকে সবচেয়ে আপন ভাবি, সেও একদিন ধোঁকা দেয়, ঠকায়, ক্ষতি করে।এই কষ্টগুলো সহজে ভুলে যাওয়া যায় না। মনে হয়, কেন এমন করলো? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন আমাকে কষ্ট দিলো?
এই প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না। তবে সময়ের সাথে সাথে আমি একটা জিনিস বুঝেছি ক্ষমা করাটাই সবচেয়ে বড় শক্তি। প্রতিশোধ, রাগ, কষ্ট সব কিছু একটা সময় নিজেরই ভেতরকে পুড়িয়ে ফেলে। তাই আমি শিখে গেছি, সবাইকে মাফ করে দিতে। এমনকি তাদেরও, যারা আমাকে ঠকিয়েছে, কাঁদিয়েছে, অথবা আমার ক্ষতি করেছে।
আজ আমি সবার জন্যই দোয়া করি। যারা আমার পাশে থেকেছে, তাদের জন্য যেমন মঙ্গল কামনা করি, তেমনি যারা আমার কষ্টের কারণ হয়েছে, তাদেরও ভালো থাকার প্রার্থনা করি। কারণ আমি জানি, একজন শান্ত মানুষ নিজেকে বড় করতে জানে, অন্যকে ছোট করে নয়।যারা আমাকে আঘাত দিয়েছে, তারা হয়তো তাদের ভুল বুঝতে পারেনি। কিন্তু আমি যদি তাদের জন্য মন্দ কিছু ভাবি, তাহলে আমি তাদের মতোই হয়ে যাই। তাই আমি চাই না কারো জন্য কোনো নেতিবাচক অনুভূতি বয়ে বেড়াতে। আমি চাই আমার মন থাকুক শান্ত, নির্মল।
ভালোবাসা শুধু তাদের জন্য নয় যারা আমাকে ভালোবাসে, বরং তাদের জন্যও যারা আমাকে ভুল বুঝেছে, কিংবা দূরে ঠেলে দিয়েছে। কারণ এই মানুষগুলোও আমাকে শিখিয়েছে কে আমার, আর কে নয়, আর কাকে আঁকড়ে ধরলে নিজেকে ভাঙতে হয়।জীবন অনেক ছোট। এই ছোট্ট জীবনে রাগ, হিংসা, প্রতিশোধের কোনো মানে নেই। তাই আমি চাই, সবাই ভালো থাকুক। তারা যেমনই হোক, আমি আমার জায়গা থেকে ভালো থাকবো এবং দোয়া করবো সবাই যেন সুখী হয়, শান্তিতে থাকে।
আজ যারা আমায় কষ্ট দিয়েছে, কাল হয়তো তারাই নিজের ভুল বুঝবে। আর না বুঝলেও ক্ষতি নেই আমি তো আমার দায়িত্বটা পালন করেছি সবার জন্য ভালোবাসা আর দোয়া রেখে।জীবনের কোন মুহূর্তে কাকে পাবো কাকে হারাবো এসব নিয়ে মাথা ব্যথা নেই।কারণ একটা সময় সবাই নিজের জীবন গোছানো নিয়ে ব্যস্ত হয়ে যায়।জীবনের প্রতি আফসোস না রেখে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের ভীড়ে নিজের জীবনকে এগিয়ে নেয়ার চেষ্টায় নিয়োজির আছি।যাইহোক, মনের মাঝে থাকা কিছু কষ্টের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।