দায়িত্ব ছেড়ে নিজের আখের গোছানো এক নির্মম বাস্তবতা

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Blue Elegant Minimalist Thank You Card (2).png

মানুষ হলো সামাজিক জীব। সমাজে টিকে থাকতে হলে তাকে দায়িত্ব নিতে হয় পরিবারের, কর্মস্থলের, কিংবা আশেপাশের জনগণের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকেই সুযোগ পেলেই দায়িত্বকে পাশ কাটিয়ে কেবল নিজের স্বার্থসিদ্ধির পথে এগিয়ে যায়। এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়।বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও এক বড় সংকট।এতে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ হারিয়ে যায়,সম্প্রীতি হারিয়ে যায়।

দায়িত্ব পালনের বদলে নিজের আখের গোছানোর প্রবণতা শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। কর্মস্থলে যেখানে একজন কর্মকর্তার উচিত সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করা, সেখানে সে হয়তো ঘুষ গ্রহণ করে বা ক্ষমতার অপব্যবহার করে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করে। একইভাবে, কোনো জনপ্রতিনিধি জনগণের সমস্যার কথা না ভেবে নিজের পকেট ভারী করতে ব্যস্ত থাকেন। এ রকম কাজগুলো শুধু দায়িত্ব এড়ানো নয়, বরং আস্থার চরম অপমান।তাছাড়া পারিবারিক ক্ষেত্রেও অনেক দায়িত্ব থাকে।এই দায়িত্ব গুলোকে পাশে রেখে নিজের স্বার্থসিদ্ধির জন্য সবকিছু বেমিল করতেও দ্বিধাবোধ করে না।

এই প্রবণতার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, আত্মকেন্দ্রিক মানসিকতা।নিজের সুখ-সুবিধার বাইরে অন্য কিছু ভাবতে না পারা। দ্বিতীয়ত, শাস্তির ভয় না থাকা। আমাদের সমাজে অনেক অপরাধের বিচার হয় না, যা দায়িত্বহীনতাকে উৎসাহিত করে। তৃতীয়ত, নৈতিক শিক্ষার অভাব। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে যতটা গুরুত্ব দেওয়ার কথা, তা সবসময় দেখা যায় না।এই শিক্ষাগুলো মানুষ পরিবার থেকে পেয়ে থাকে।পারিবারিক শিক্ষায় স্বার্থপর মানসিকতা থাকলে সেটা সে সবক্ষেত্রে প্রয়োগ করে।

এর ফলাফল ভয়াবহ। দায়িত্ব ছেড়ে শুধু নিজের আখের গোছালে সমাজে অবিশ্বাস, অব্যবস্থা ও দুর্নীতি বাড়ে। যারা প্রকৃত দায়িত্ব পালন করেন, তারাও হতাশ হন। ধীরে ধীরে সমাজে একটা চক্র গড়ে ওঠে।যেখানে সবাই শুধু নিজের স্বার্থ দেখে, আর গোষ্ঠীগত কল্যাণ পেছনে পড়ে যায়।একতা ভুলে যায় সবাই। সবাই স্বার্থান্বেষী হয়ে উঠে।এই স্বার্থপর মনোভাব অন্যের হক নষ্ট করে, অন্যের ভালো থাকাতে ব্যাঘাত ঘটায়। এর জন্য আসলে একজন ব্যক্তির বিবেক এবং শিক্ষাই দায়ী।

শেষ পর্যন্ত, দায়িত্ব এড়িয়ে নিজের আখের গোছানো তাৎক্ষণিক সুবিধা দিলেও এটি দীর্ঘমেয়াদে আত্মবিনাশ ডেকে আনে। সমাজের প্রতিটি মানুষের উচিত নিজের দায়িত্বকে গুরুত্ব দিয়ে দেখা, কারণ দায়িত্বহীন সমাজ কখনোই সুস্থ ও স্থিতিশীল হতে পারে না।দায়িত্ব থেকে পালানো মানুষের সাময়িক শান্তি হলেও পরকালে কোনো ক্ষমা নেই। অন্যের হক নষ্ট করার দায় তাকে দিতেই হবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

Screenshot_20250407-191414_Chrome.jpg