জেনারেল রাইটিং-: সময় কত দ্রুত চলে যাচ্ছে, আমরা যেন টেরই পাচ্ছি না।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
সময় যেন কত দ্রুত চলে যাচ্ছে। অনেক সময় আমরা অনুভব করি আর দিন-রাতের পার্থক্য করতে গিয়ে সময় শুধু হুট করে চলে যাচ্ছে।মনে হয় ছোটবেলায় সময় কাটতো বেশ ধীরে, কিন্তু বড় হলে মনে হয় যেন সব কিছু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আমাদের প্রতিদিনের রুটিন, কাজের চাপ, নতুন নতুন অভিজ্ঞতার মাঝে সময় কখন চলে যায়, তা বুঝতেই পারি না।
যত বেশি কিছু করতে চাই, ততই সময় যেন ছোট হয়ে আসে। এখনকার দিনে প্রযুক্তি, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া আমাদের আরও বেশি ব্যস্ত করে রেখেছে। একদিকে যেমন সময় দ্রুত চলে যাচ্ছে, তেমনি আরেকদিকে সময়ের অভাবে অনেক কিছুই করতে পারি না। এত কিছু করতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের নিয়ে ভাবতেই ভুলে যাই, মন দিয়ে কিছু করার সময় খুঁজে পাই না।
এই দ্রুত চলে যাওয়া সময়ের মাঝে একটা অনুভূতি থাকে, যেন আমরা কিছুতেই টেনে ধরতে পারি না। কাজের চাপ, জীবনের বিভিন্ন চাহিদা, সব কিছু একসাথে মিলে মনে হয় যেন সময় শুধু চলে যাচ্ছে, আমাদের কিছুই করার সুযোগ নেই। কিন্তু যদি একটু থামতে পারি, কিছু সময় নিজের জন্য রাখতে পারি, তবে হয়তো সময়ের সাথে আমাদের সম্পর্কটা আরও সুন্দর হতে পারে। সময়, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই সেটা যতই দ্রুত চলে যাক, আমাদের উচিত তার সদ্ব্যবহার করা, যেন কখনো সময় ফুরিয়ে না যায়।
সময়ের গতি যেন এতই দ্রুত যে, আমরা বুঝতেই পারি না কখন দিন শেষ হয়ে যায়। ছোটবেলায় সময় অনেক ধীরে চলত মনে হয়, কিন্তু এখন বড় হয়ে সময় যেন আমাদের হাত থেকে ফসকে চলে যাচ্ছে। আমাদের জীবনে এত কাজ, দায়িত্ব, আর ব্যস্ততা এসে গেছে যে, কখনোই সময়ের সাথে তাল মিলাতে পারি না। একে একে সব কাজ করতে করতে দিনের শেষে বুঝতে পারি, সময় এত দ্রুত চলে গেছে, কিন্তু কি যে করলাম, সেটা মনে হয় না।
আজকাল আমাদের কাজের চাপ আর প্রযুক্তির প্রতি আসক্তি আমাদের সময়কে আরও কমিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া, নিত্যনতুন নিউজ এসব আমাদের মনোযোগ টেনে নিয়ে যায়, আর আমরাও সময় কাটিয়ে দিই এর পেছনে। তাছাড়া সব কিছুতেই তাড়াহুড়া যেন আমাদের অভ্যাস হয়ে গেছে।তবে, যদি আমরা একটু থামি, নিজেদের জন্য কিছু সময় বের করি, তাহলে হয়তো বুঝতে পারব যে, আমরা কী হারাচ্ছি। সময়কে যেভাবে আমরা ব্যবহার করব, তাতে আমাদের জীবন আরও সহজ এবং সুখময় হতে পারে। তাই যতই সময় দ্রুত চলে যাক, আমাদের উচিত সেটার সঠিক ব্যবহার করা, যেন শেষে আফসোস না করতে হয়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমরা যেই সময়টাতে আছি এই সময়ে আমরা আসলেই অনেক কাজ করে থাকি। যা এই সময়ে করে ওঠা খুবই মুশকিল। তাছাড়া বর্তমানে বেশিরভাগেরই একার সংসার। ফলে নিজেকেই সমস্ত কিছু করতে হয়৷ তাই সময় জোগাড় করা এতো কঠিন হয়ে যায়৷ আর বার বারই মনে হয় সময় দ্রুত চলে যাচ্ছে৷
এখনকার সময় গুলো হিসেব করাও যেন মুশকিল হয়ে যায়। ধন্যবাদ, ভালো লাগলো মন্তব্য দেখে।
....
কথাগুলো একেবারে বাস্তব আপু। সত্যি এটা যেন বুঝতেই পারছি না আমরা। সময়ের গতি বেড়ে গিয়েছে। প্রতিটা দিন একটা মূহূর্তের মধ্যে যেন কেটে যাচ্ছে। মনে হচ্ছে তিন দিন পর পর শুক্রবার আসছে।
জি ভাইয়া একদম ঠিক বলেছেন। সময় খুব দ্রুততায় যাচ্ছে। শুক্রবার গুলো যেন তাড়াতাড়ি চলে আসছে।
ঠিক সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আর আমরা তা ধরে রাখতে পারছি না। ছোটবেলায় সময় ধীরে চললেও বড় হয়ে ব্যস্ততার কারণে সময় কম মনে হয়। প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া আমাদের সময়কে আরও কমিয়ে দিচ্ছে। তাই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা। জীবনে যাতে আফসোস না থাকে, সেজন্য সময়কে ভালোভাবে কাজে লাগানো দরকার।বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছো ধন্যবাদ তোমাকে।
বড় হয়ে সবার ব্যস্ততাকে সময় দিতে দিতেই তো সময় গুলো অনেক দ্রুত চলে যায়। খুব ভালো লাগলো মন্তব্য দেখে।
সময় এবং স্রোত সব সময় চলমান থাকে৷ এই সময়কে আমরা কখনোই ধরে রাখতে পারবো না৷ আর এই প্রযুক্তির আধুনিক যুগে আমরা যেভাবে সময়ের ব্যবহার করছি তা যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি তাহলে আমরা নিজেদেরকে সফল হিসেবে গণ্য করতে পারব৷ আর যদি আমরা হেলাফেলা এই সময় অতিবাহিত করি তাহলে কখনোই আমরা ভালো কিছু করতে পারবো না৷ এই সময় আমাদের জন্য কখনোই থেমে থাকবে না৷ সময় তার নিজের নিয়মে সবসময় চলতে থাকবে৷ শুধু আমাদেরকেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে যদি আমরা ভালো কিছু করতে চাই৷ ধন্যবাদ আজকের এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মনে হয় না সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। যাইহোক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।