জীবনের কঠিন মুহূর্তগুলোতেই মানুষ চেনা যায়।

in আমার বাংলা ব্লগlast month

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Blue Elegant Minimalist Thank You Card (2).png

জীবনে কঠিন মুহূর্তগুলো আমাদের প্রকৃত প্রকৃতি ও শক্তি তুলে ধরে। যে সময়গুলোতে আমরা সমস্যার সম্মুখীন হই, তখনই প্রকৃত বন্ধু, আত্মীয় বা সহকর্মীর পরিচয় পাওয়া যায়। এই ধরনের পরিস্থিতি মানুষের চরিত্র ও মনোভাব বুঝতে সাহায্য করে। কঠিন মুহূর্তে মানুষ যেমন নিজের সমস্যাগুলো উপলব্ধি করতে পারে, তেমনি অন্যদের প্রতিক্রিয়া বা সহযোগিতাও তাকে অনেক কিছু শেখায়। মানুষ চিনতে সহায়তা করে।

একটু লক্ষ্য করলেই দেখব যে যখন আমরা সুখী থাকি বা সবকিছু স্বাভাবিক থাকে, তখন অনেকেই আমাদের সাথে থাকতে চায়। কিন্তু জীবনের কঠিন সময়ের মাঝে যারা আমাদের পাশে দাঁড়ায়, তারা আসল বন্ধু বা সহায়ক। ধরুন, কেউ যদি আপনার পাশে থাকে যখন আপনি চাকরি হারিয়েছেন বা আপনার প্রিয়জনের মৃত্যু ঘটেছে, তবে সেই ব্যক্তির সহানুভূতি, সমর্থন এবং সহানুভূতির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সে কতটা আপনাকে মূল্য দেয়।আপনার শুভাকাঙ্ক্ষী একমাত্র সেই হতে পারে।

কঠিন পরিস্থিতি আমাদের মানসিক শক্তি পরীক্ষা করে। আমরা যখন কোনো বিপর্যয়ের মুখোমুখি হই, তখন অনেক সময়ই আমাদের মনে হতাশা, উদ্বেগ বা ভয় জমা হতে থাকে। কিন্তু যেসব মানুষ এই মুহূর্তে আমাদের পাশে থাকে, তারা আমাদের অন্ধকারে আলোর মতো দেখা দেয়। তারা শুধুমাত্র সান্ত্বনা দেয় না, বরং তাদের কার্যক্রমে, কথায় এবং উপস্থিতিতে আমাদের সাহস জোগায়। মূলত এই কারণেই বিপদে পড়া প্রয়োজন।

এছাড়া, কঠিন মুহূর্তের মাঝে অন্যদের প্রতি আমাদের মনোভাবও স্পষ্ট হয়ে ওঠে। যখন আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কোন মানুষগুলো সত্যিকার অর্থে সহানুভূতির পরিচয় দেয়। আর কোন মানুষগুলো নিজেদের স্বার্থের দিকে নজর দেয়। অনেক সময় আমরা এমন কিছু অনুভূতি বা আচরণ দেখি, যা আগে কখনো অনুভব করা যায়নি।কারণ আমরা তাদের কাছ থেকে সহানুভূতি এবং সমর্থন পাওয়ার আশা রাখি, কিন্তু তারা তা দেয় না।আর এই কারণেই মূলত মানুষকে চেনা যায়। কে বিপদে পাশে থাকে আর কে নিজেকে গুটিয়ে চলে।

অতএব, জীবনের কঠিন মুহূর্তে আমাদের যেসব মানুষ পাশে থাকে, তারা আসলে আমাদের জীবনের অমূল্য রত্ন। তারা আমাদের সাহস ও শক্তি প্রদান করে। আমাদের মনোবল জোরদার করে এবং সঠিক পথ চলতে সহায়তা করে। জীবনে কঠিন সময় আসলে মানুষের প্রকৃত মূল্য ও সম্পর্কের সত্যিকারের পরিচয় দেয়।এটাই আমাদের বাস্তবতা শেখায়। একধাপ পরীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে যায়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Screenshot_20250402-091710_Chrome.jpg

 last month 

চমৎকার এবং বাস্তব একটি টপিক নিয়ে আজকে লিখেছেন আপু।দুঃসময় কেউ পাশে থাকে না। দুঃসময়টাতেই মানুষের আসল রূপ দেখা যায়। কে সত্যি ভালবাসে আর কে অভিনয় করে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। জীবনে মানুষ চেনার জন্য হলেও দুঃসময় আসা উচিত। চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন আপু। বিষয়টি পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 26 days ago 

ঠিক বলেছেন আপু, দুঃসময়ে মানুষের আসল রূপ চেনা যায়।

 last month 

জীবনের কঠিন মুহূর্ত গুলোতে যারা পাশে থেকে পথ দেখায় তারাই হচ্ছে আসল মানুষ। আমাদের চারপাশের মানুষজন গুলোকে চেনার জন্য হলেও জীবনে দুঃখ আসা উচিত। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 26 days ago 

আপনার সুন্দর গঠনগত মন্তব্য দেখে খুবই ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last month 

কঠিন সময় না এলে আসল মানুষ চেনা দায়।আর এজন্য ই খারাপ সময় গুলো আমাদের জন্য আশির্বাদ স্বরুপ।আমরা কঠিন পরিস্থিতিতে এসে আমাদের আপন মানুষ গুলো কে চিনতে পারি।এছাড়া তো চেনার উপায় নেই।

 26 days ago 

জীবনে বিপদ এবং কঠিন সময় আসা দরকার তাহলে মানুষ চেনা যায়।