জেনারেল রাইটিং :- যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে । যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও। আমরা মানুষ আমাদের মধ্যে রাগ এবং অহংকার আছে। তবে মানুষ প্রকৃতি অর্থে তখনই মানুষ হতে পারে যখন সে তার রাতে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ যে মানুষ নিজের রাগ এবং লোভ আবেগ ও খারাপ কাজ দমন করতে পারে না। ওই মানুষ নিজের জন্য বিপদ আবার আশেপাশে মানুষের জন্য বিপদ। আর মানুষের আত্মসম্মান হচ্ছে বড়। যে মানুষ নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে তাকে সবাই পছন্দ করে। আবার দেখা যাক কিছু মানুষ আছে তাকে সবাই সম্মান করে এবং তার কথা মানে। ওই মানুষগুলো যখন নিজের রাগ বা নিজেকে দমন করতে পারে না। অযথা মানুষের সাথে খারাপ ব্যবহার করে।
এই মানুষগুলোর কারণে অনেক মানুষ কষ্ট করে। কারণ এ মানুষগুলো সামান্যতে অন্যের উপর রাগ করে এবং অন্যের ক্ষতি করার চেষ্টা করে। কিছু আবার নেতা আছে যারা নিজেকে দমন করতে পারে না। এবং তাদের মুখের কথার কারণে অনেক সময় অনেক ধরনের ঝগড়া হয়। আর এসব নেতাগুলোর কারণে অনেক সময় মানুষ বিপদে পড়ে। কারণ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য যেমন বিপদ অন্যের জন্য তেমন বিপদ। যে মানুষ নিজের আত্মসম্মান চিনে তাকে তাকে সবাই কিন্তু সম্মান করে। কারণ প্রতিটি মানুষের জীবন নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে তাকে কিন্তু সবাই ভালো জানে। আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কিন্তু সব সময় বিপদজনক। সে তার জীবনও বিপদজনক এবং অন্যজনের জন্য বিপদজনক।
আবার দেখা যাক কিছু মানুষ আছে রাগ দমন করতে পারে না। এই মানুষগুলোর কারণে অনেক মানুষের ক্ষতি হয়। তবে সেরকম কিছু লোক পরিবারে কম বেশি দেখা যায়। মানুষগুলো পরিবারের আগমন করতে পারে না সেই মানুষের কারণে পরিবারের মানুষের অশান্তি হয়। কারণ একজন দশজনের ক্ষতি করে। আর এইসব মানুষগুলো অল্পতে মানুষের উপর পেশার সৃষ্টি করে। কারণ রাগ এমন এক জিনিস সেই নিজেকে ধ্বংস করে এবং অন্যকেও ক্ষতি করে। তাই প্রত্যেক মানুষ নিজের রাগ দমন করা দরকার। কার নিজেকে দমন করতে পারলে সেই পরিবারের মানুষের মুখে হাসি উঠাতে পারবে। যে মানুষ অযথা মানুষের উপর রাগ দেখায় বা খারাপ ব্যবহার করে তাদের কারণে অনেকের কিন্তু অশান্তি হয়। তাই আমি মনে করি নিজেকে দমন করা প্রত্যেক মানুষের প্রথম কাজ।
আবার দেখা যায় কিছু মানুষ আছে লোভ এবং আবেগ বেশি দেখায়। ইচ্ছার দাস হল জীবনে অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু ক্ষতিও করতে পারে। যেমন দেখা যায় একজন নেতা সে কিন্তু লোক করে এবং লোভের কারণে মানুষের ক্ষতি করল। আবার দেখা যায় আবেগ দিয়ে বিচার করে মানুষের ক্ষতি করলেন তিনি। তাই আমি মনে করি লোভ এবং আবেগ দিয়ে কখনো কোনো কিছু করা যায় না। কারণ যে মানুষের মধ্যে লোভ থাকে ওই মানুষ নিজেকে কখনো দমন করতে পারে না। আর দমন করতে হলে লোক সারতে হবে এবং আবেগ ছাড়তে হবে নিজের। তাহলে নিজের জন্য ভালো হবে আশেপাশের সমাজের মানুষের জন্য ভালো হবে।
আবার কিছু মানুষ দেখা যায় সমাজের প্রভাব সৃষ্টি করে। তারা যে কথা বলে ওই কথার কোন দাম থাকে না। তারপরও তারা মানুষকে এমন ভাবে কথা বলে মানুষের আত্মার সম্মানে পর্যন্ত আঘাত লাগে। আত্মার সম্মান মানুষের জীবনে বড় কিছু। অনেকে বলে যে মানুষ নিজের সম্মান ধরে রাখতে পারে সে মানুষ জীবনে চাবিকাটে উড়াতে পারে। কারণ মানুষের সম্মান হচ্ছে জীবনে অনেক বড়। আর আমি মনে করি প্রত্যেক মানুষের ধৈর্য থাকা দরকার। কারণ ধৈর্য থাকলে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে। ধৈর্য দিয়ে মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। তাই আমি মনে করি নিজেকে যেমন দমন করা প্রত্যেক মানুষের বড় দায়িত্ব। তেমনি ভালো কাজ করে পরিবার এবং নিজের জন্য কিছু করাই সেটাই বড় দায়িত্ব। আশা করি আমার টপিক পড়ে ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1973965480852664748?t=9UHoCdlMmqot_Xvx-QEN_Q&s=19
https://x.com/bdwomen2/status/1973966310653702305?t=SffMdCZTpaow7nksJ70WJA&s=19