জেনারেল রাইটিং :- স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা। আসলে প্রত্যেক মানুষ স্কুলে শিক্ষা গ্রহণ করে। আর প্রত্যেক মানুষ যখন স্কুলের ছাত্র থাকে তখন স্কুলের শিক্ষক অনেক কিছু শিখায়। আমরা ঐখান থেকে চেষ্টা করি অনেক কিছু শিখতে। তবে স্কুলে অনেক কিছু শিখানো হয়। তবে অনেক ছাত্র অনেক কিছু মনে রাখতে পারে না। দেখা যাক কিছু পড়ালেখা মনে রাখতে পারে। আর এটিই হচ্ছে শিক্ষা। কারণ স্কুলে প্রত্যেকদিন কম বেশি অনেক কিছু পড়াই। আর এই পড়াগুলো অনেকে ভুলে যায়। কারণ জ্ঞান অর্জন করতে সবাই কম বেশি চেষ্টা করে।
আর বর্তমান সময় দেখা যায় জ্ঞান অর্জন করার জন্য অনেক ধরনের পাইভেট বা কোচিং সেন্টারে গিয়ে পড়ালেখা করে। তবে মূলকথা হচ্ছে স্কুলে যা শিখানো হয়। আর ওই পড়া থেকে কিছু মনে রাখতে পারলে সেটি আমাদের জীবনে শিক্ষা। কারণ স্কুলে পড়ালেখাগুলো খেয়াল করে অনেক কিছু ভুলে যাওয়ার পর যেটুকু মনে রাখতে পারবে সেটি আমাদেরকে শিক্ষা দেবে। আর যদিও বর্তমান সময়ে অনেকে মনে করে স্কুলের চেয়ে বাড়িতে ভালো করে পড়ালেখা করালে শিক্ষা অর্জন করা যায় বেশি। তবে শিক্ষা অর্জন করতে হলে মানুষের লেখাপড়ার পাশাপাশি খেয়াল ও মনোযোগ রাখতে হবে। শুধু ক্লাসে গেলে আর পড়ালেখা করলেও আবার শিক্ষা অর্জন করা যায় না। কারণ যে শিক্ষা কিছুক্ষণ পর বা কিছুদিন পর ভুলে যায় সেটা কিন্তু শিক্ষা না।
মূলত ভুলে যাওয়ার পর যেটি মনে রাখতে পারবে সেটি হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা মানুষকে অনেক কিছু শিখায়। কারণ শিক্ষার কারণে মানুষ আচার-আচরণ অনেক কিছু শিখে। আবার শিক্ষা গ্রহণ করলে শিক্ষিত হওয়া যায় না। কারণ শিক্ষার মধ্যে ভদ্রতা এবং অনেক কিছু আছে। একটি ছাত্র যখন একটা বছর ক্লাস করে অনেক কিছু তার মনে থাকে না। আর যেটুকু মনে থাকে সেটি তার শিক্ষা। কারণ ভুলে যাওয়ার পর যেটুকু মনে আছে সেটি তার জীবনের শিক্ষা হিসেবে কাজ করেছে। আর শিক্ষা মানুষকে অনেক কিছু শিখায় এবং অনেক কিছু উপলব্ধি করতে সাহায্য করে। আর শিক্ষা গ্রহণ করলে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সে শিক্ষার স্বাদ গ্রহণ করতে পারে। কারণ শিক্ষা থেকে মানুষ অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে। আবার ওই জ্ঞান দিয়ে সমাজ এবং পরিবারকে আলোকিত করতে পারে।
শিক্ষা এমন একটি হাতিয়ার যেটি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাজে আসে। শিক্ষা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। আর শিক্ষার কারণে বড় ছোট নির্ণয় করা যায়। যেমন দেখা যায় এক ক্লাসের ছেলেমেয়ে থাকে ৫০ জন। তবে ক্লাসে পড়ালেখা খেয়াল করে যেগুলো পড়ালেখা ভালো করে তারা জীবনে সফলতা অর্জন করতে পারে। আর পড়ালেখা গুলো খেয়াল করে যে জ্ঞান অর্জন করে সে তার জীবনের শিক্ষা অর্জন করতে পারে। এবং জীবনে সে ভালো কিছু করতে পারে। আসলে শিক্ষা এমন এক জিনিস মানুষের পদে পদে দরকার হয়। মনে রাখতে হবে ক্লাসে ক্লাস করে যেটি ভুলে যেটুকু মনে রাখতে পারা যায় ওটাই শিক্ষা। শিক্ষা ছোটবড়া সবাই অর্জন করতে পারে।
শিক্ষা আছে বিদায় মানুষ ভালো-মন্দ বুঝতে পারে। শিক্ষা এমন এক জিনিস মানুষের মাথার ভিতরে ভালো-মন্দ বিচার করতে পারে। আর অনেক সময় দেখা যায় অনেক ছাত্র ক্লাসে ক্লাস করেও শিক্ষা অর্জন করতে পারে না। কারণ তারা সবকিছু ভুলে যায়। মূলত শিক্ষা হচ্ছে ক্লাসে বসে যেটুকু মনে রাখতে পারবে সেটি শিক্ষা। কারণ শিক্ষক যদি দশটি ওয়ার্ড শিখায়। ওইখান থেকে দুটি ওয়ার্ড যদি মনে রাখতে পারে ওই দুটি ওয়ার্ডে শিখা হয়েছে তার। তাই আমি মনে করি শিক্ষা থেকে মানুষ নিজেকে এবং সমাজকে আলোকিত করতে পারে। তবে শিক্ষা সঠিকভাবে শিখতে হবে। এই কারণে স্কুলে যা শিখানো হয়। যেটুকু ভুলে যতোটুকু মনে রাখা যায় সেটাই শিক্ষা। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1908165401193705870?t=wpaYYbWN1tvZ7SLpnUy3mg&s=19
https://x.com/bdwomen2/status/1908192593714073831?t=EZ3UocKZEcCuHm3EI3Gbmg&s=19
https://x.com/bdwomen2/status/1908193404766568896?t=AbT_KhIsc-iR60NStrPllQ&s=19