জেনারেল রাইটিং :- কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


boy-1854107_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। আমরা মানুষ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আছে কথা বলতে পছন্দ করে। আবার কিছু মানুষ আছে চুপ থাকতে পছন্দ করে। তবে কথা বলা ভালো। না বুঝে কথা বলা খারাপ। অনেকে আছে নাও বুঝে কথা বলে নিজের ক্ষতি করে এবং অন্যেরও ক্ষতি করে। অনেক সময় দেখা যায় একজন ছাত্র না বুঝে শিক্ষককে প্রশ্ন করে। আবার কিছু ছাত্র আছে তাল মিলিয়ে মাথা নাড়ে এবং প্রশ্ন করে। তবে এইখানে প্রশ্ন করতে গিয়ে না বুঝে করে সময় নষ্ট করেছে এবং শিক্ষকের মাথা গরম করেছে। শিক্ষক হাসিমুখে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছে।

আর জ্ঞানী ছাত্রটি চুপচাপ ছিল এবং সে সময় নষ্ট করে নাই। এখানে ছাত্রটি নিজের গুণ দেখালেন। আবার কিছু মানুষ আছে দেখা যায় একজনের বিপদের সময় শুধু উপদেশ দিয়ে থাকে। আর উপদেশ এমনভাবে দিয়ে থাকে তার কথা না শুনলেও সে মনে কষ্ট নেই। আর এইখানে লোকটি অযথা কথা বলে বিব্রত করেছেন। অথচ পাশে দেখা যায় একজন লোক নীরবে বসে তার দুঃখের কথাগুলো শুনতেছে। আর অন্য লোক না বুঝে শুধু উপদেশ দিতেই রইলো। আর এ ধরনের লোকগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। কারণ কিভাবে কথা বলতে হয় সেটি এই লোক বুঝে নাই। এই কারণে উপদেশ দিয়ে মানুষকে পেরেশানি করার চেষ্টা করেছে। আর হয়তোবা লোকটি মনে করলো সেই উপদেশ দিলে তাকে সবাই ভালো পাবে।

আবার অনেক সময় দেখা যায় কিছু মানুষ অযথা শব্দ করে কথা বলে। অথচ তার শব্দ করে কথা বলার কোন দরকার নেই। এবং সেই শব্দ করে কথা বলে মানুষকে বুঝায় সে অনেক কিছু জানে। আর কিছু লোক আছে শব্দ না করে নীরব থাকে সেটি তার বড় গুণ। আর যে লোক শব্দ করে কথা বলে হয়তো বা ওইখানে তার ওই কথার কোন দরকার নেই। অথচ সেই শব্দ করে বুঝাই সেও জ্ঞানী লোক। আবার অনেক সময় দেখা যায় কিছু মানুষ মনে করে চুপ থাকলে দুর্বলতা মনে করে। এই কারণে বড় বড় করে কথা বলে মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে। এটা বুঝতে হবে সময়ে চুপ থাকা উত্তম। আর সময়তে চুপ থাকলে নিজের গুন বোঝানো যায়। আর বেশি কথা বা শব্দ করে কথা বলে মানুষের ক্ষতি করার কোন দরকার হয় না।

আর বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ মানুষ জ্ঞান দেওয়ার চেষ্টা করে। এই লোকগুলো বুঝতে হবে চুপ থাকা কোন দুর্বলতা নয়। কখনো কখনো চুপ থাকা নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। কারণ চুপ থাকলে সময় মতো কথা বলে ওই লোকগুলোকে অনেকে ভালো পায়। আর যে সারাক্ষণ কথা বলে তাকে অনেকে পছন্দ করে না। অনেক সময় ওই লোককে অনেকে বাচাল বলে। তবে কথা না বলতে পারলে চুপ থাকাটা উত্তম এই কারণে। কারণ চুপ থাকলে নীরবতা অনেক কিছু বোঝানো হয়। আর চুপ থাকাটা অনেক সময় নিজের চরিত্র এবং ভালো গুণকেও বোঝানো যায়। আর অযথা মানুষকে জ্ঞান বা বড় বড় কথা বলে কখনো জ্ঞানী হওয়া যায় না।

আবার কিছু মানুষ আছে চুপ থাকলে নিজেকে ছোট মনে করে। আমার মতে হচ্ছে চুপ থাকলে নীরবতা অনেক কিছু বুঝায়। কারণ চুপ থাকলে মানুষ সময়কে মূল্য করে এবং কথাকে প্রাধান্য দেয়। কারণ নীরবতার মাঝে সেই সঠিক সময় খুঁজে পাই। আর শব্দ করে না বলে নিজের সম্মান নিজে ধরে রাখতে পারে। যদিও এই রকম লোক গুলো এখন খুব কমই দেখা যায়। কারণ বেশিরভাগ মনে করে ধরে এবং মানুষকে জ্ঞান দিতে পারলে তাকে মানুষ ভালো পাবে। তবে এইখানে নীরবতা দিয়ে নিজের গুন বুঝাতে পারে। কারণ নীরব থাকলে মানুষ নিজের আত্মসম্মান রাখতে পারবে। আবার কিছু লোক নিজের গুণের কথা চিন্তা করে কথা কম বলে। কারণ যে মুখে কথা বলবে ওই কথা যদি গ্রহণযোগ্য না হয় তখন নিজেরও সম্মান থাকে না। এই কারণে আমি মনে করি কিভাবে কথা বলতে হয় তা না জানলে চুপ থাকাটা উত্তম। আশা করে আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro

Sort:  
 6 days ago 

Screenshot_2025-07-31-18-45-06-126_com.twitter.android.jpg

Screenshot_2025-07-31-18-41-34-814_com.twitter.android.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 5 days ago 

আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। তবে এটি ঠিক কিভাবে কথা বলতে হয় না জানলে চুপ থাকাই ভালো। তবে কিছু মানুষ আছে অযথা মানুষকে জ্ঞান দেয় এবং কথা না বুঝে কথা বলে। ধন্যবাদ শিক্ষনীয় পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।