জেনারেল রাইটিং :- যে ব্যক্তি সামান্য দিয়ে সন্তুষ্ট নয়, সে কোন কিছু দিয়েই সন্তুষ্ট নয়।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব ।আমার পোস্ট হচ্ছে যে ব্যক্তি সামান্য দিয়ে সন্তুষ্ট নয়, সে কোন কিছু দিয়েই সন্তুষ্ট নয়। আমরা মানুষ আমাদের মধ্যে চাহিদা আছে। তবে কিছু মানুষের চাহিদা অনেক বেশি থাকে। আবার কিছু মানুষের চাহিদা খুব কম থাকে। আর মানুষ বলতে কম-বেশি চাহিদা সবারই থাকে। কিছু মানুষ আছে তারা সামান্য কিছুতে সন্তুষ্ট হয় না। যারা সামান্য কিছুতে সন্তুষ্ট হয় না ওই ব্যক্তি গুলো কোন কিছুতে সন্তুষ্ট হয় না। একটি মানুষ কোন কিছু চাইলো। তখন তার চাহিদা মত হয় নাই। এ কারণে ওই লোকগুলো অসন্তুষ্টি থাকে। অনেক সময় দেখা যায় কিছু ব্যক্তি আছে চাহিদা মত না হলে অন্যকে দোষারোপ করে।
আবার কিছু মানুষ আছে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। তারা অল্পতে সন্তুষ্ট হয় তারা যে কোন কিছুতে সন্তুষ্ট হয়। ওই ব্যক্তিগুলো নিজের জীবন সুন্দর করতে পারে। আর যে ব্যক্তি গুলো কোন কিছুতে সন্তুষ্ট হয় না। ওই লোকগুলো জীবনে তেমন সুখী ও হয় না। কারণ তাদের চাহিদা থাকা অনেক বেশি। এই কারণে যতই পাই তারা ততই আরো পেতে চাই। এই লোকগুলো চাহিদা এত বড় থাকে কোন কিছুতে তারা সন্তুষ্ট হয় না। এ ব্যক্তি গুলো এক ধরনের লোভী। এ কারণে তারা জীবনে তেমন সুখী হতে পারে না। তবে কিছু কিছু লোক আছে ছোট ব্যবসা করে তারা সন্তুষ্ট থাকে। ওই লোকগুলো জীবনের সুখে থাকে।
আবার কিছু মানুষ আছে যত পাই আরো পেতে চেষ্টা করে। আর এই লোক গুলো যদি কোন কিছু চাহিদা পূরণ করতে পারে তারা মহা খুশি থাকে। আর চাহিদা যদি একটু কম পূরণ হয় তখন এই লোক গুলো অসন্তুষ্টি থাকে। এবং আশেপাশের লোকগুলোকে দোষী করে। আবার এই লোকগুলোর সাথে যে লোক চলাফেরা করবে ঐ লোকগুলো অনেক সময় বিপদে পড়ে। কারণ এই লোকগুলো কোন কিছুতে সন্তুষ্ট না। যে ব্যক্তি কোন কিছুতে সন্তুষ্ট না সেই ব্যক্তি কখনো কাউকে বিশ্বাস করে না। কারণ বিশ্বাস এই কারণে বলা হয়েছে তারা সবসময় অসন্তুষ্টি থাকে যে কোন কিছুর উপর। আর কোন কিছু পাইলে আরো বেশি লোক করে পাওয়ার জন্য।
সত্যি বলতে এই লোকগুলো নিজের পরিবারের উপরও সন্তুষ্ট থাকেনা। কারণ নিজের পরিবার থেকে যাহা পাই আরো পাওয়ার জন্য চেষ্টা করে। আর এই এই ব্যক্তি গুলো সব সময় চাহিদা বাড়তে থাকে। তাদের চাহিদা এত বেশি থাকে তারা সব সময় পাওয়ার জন্য চেষ্টা করে। এবং এই লোকগুলো হচ্ছে এক ধরনের লোভী। এবং এই লোকগুলোর ভিতরে লোভ কাজ করে। কিছু কিছু লোক আছে বড় ব্যবসা করে। আর ওই লোকগুলো তাদের ব্যবসার উপর সন্তুষ্ট থাকে না। তারা মনে করে আরও বেশি ব্যবসা চালু করবে। এবং পাশের লোকগুলোকে তারা সবসময় বাঁকা চোখে দেখে। কারণ এই লোকগুলো চাহিদা এত বেশি থাকে যা বলে বোঝানো যাবে না।
তাই আমি মনে করি যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট হয় না। ওই ব্যক্তি গুলো কখনো কোন কিছুর উপর সন্তুষ্ট হয় না। কারণ এই লোক গুলো নিজের পরিবার এবং মা-বাবার উপর সন্তুষ্ট হয় না। কারণ এদের চাহিদা থাকে অনেক বেশি। যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট হয় না। সেই ব্যক্তি হাজার কিছু পেলেও সন্তুষ্ট হবে না। কারণ সে চেষ্টা করবে আরও বেশি পাওয়ার জন্য। মানুষের জীবনে পাওয়া এবং পাওয়া দুটোই থাকে। চাওয়া পাওয়ার মধ্যে লক্ষ্য থাকতে হবে। আর প্রত্যেক মানুষ যে কোন কিছু ছেলে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট না থাকলে লোভে কাজ করে। তাই আমি মনে করি যে ব্যক্তি অল্পতে সন্তুষ্ট না। ওই লোকগুলো কোন কিছুর উপর সন্তুষ্ট হয় না। আশা করি আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1944012013673623901?t=Y_DqkuGOTzqXKYDq5leR1Q&s=19
https://x.com/bdwomen2/status/1944013340193567174?t=Nahn1ZpMhnje16GIlJjfIw&s=19
https://x.com/bdwomen2/status/1944014394234744860?t=USVSeiTus7-MsDRJpIsIug&s=19
https://x.com/bdwomen2/status/1944014730982723640?t=TgA0ZAaTazMHJwswGbwJuQ&s=19
https://x.com/bdwomen2/status/1944015004409508068?t=26s8C76ja9kyiYBejEOygg&s=19