জেনারেল রাইটিং :- মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনই একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব । আমার পোস্ট হচ্ছে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। আমরা মানুষ আর মানুষ হিসেবে আমাদের মধ্যে ব্যবহার এবং গুন আছে। তবে কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। কারণ প্রতিষ্ঠিত মানুষকে বদলায় না। আর প্রতিষ্ঠিত হওয়ার পর বিতরের মানুষটি সামনে চলে আসে তাদের ব্যবহারের কারণে। আর কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ভিতরে মানুষটি দেখা যায় বিশেষ করে ব্যবহারের কারণে। আর কিছু মানুষ আছে গরিব থাকা অবস্থায় তাদের মুখের ভাষা মিষ্টি থাকে।
এবং প্রতিষ্ঠিত হওয়ার পথ তাদের ব্যবহারের ছিন্ন ধরা যায়। কারণ ওই সময় তাদের ব্যবহার থাকে খুব ভয়ঙ্কর। গরিব অবস্থা থাকায় তাদের ব্যবহার অনেক মিষ্টি থাকে। এ কারণে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহার করে ওই ব্যবহার তার মূল ব্যবহার। আর প্রতিষ্ঠিত হলে মানুষের আসল চেহারা ধরা যায়। কারণ ওই আসল চেহারা দিয়ে তারা তাদের ব্যবহার করে থাকে। আর এরকম মানুষগুলো কমবেশি প্রত্যেক জায়গাতে দেখা যায়। কারণ তাদের ব্যবহার গরিব থাকায় একরকম ছিল এবং বড়লোক হলে অন্যরকম হয়। এই লোক গুলো কুৎসিত মনে হয়। কারণ প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ব্যবহার পুরো চেঞ্জ হয়ে যায়। আর এই লোকগুলো ব্যবহারের কারণে মানুষ চিনতে পারে।
এবং কিছু মানুষ প্রতিষ্ঠিত পাওয়ার পর মানুষ হ্যাঁ যেভাবে ব্যবহার করে সেটাই তার আত্মার ভাষা। কারণ ওই সময় তাদের মুখের ব্যবহার সুন্দরভাবে বোঝা যায়। কিছু মানুষ আছে যখন প্রতিষ্ঠিত হয় তখন তাদের কোন নাটক করতে হয় না। ওই সময় কারো মন জয় করতে হয় না। ওই সময় তাদের ব্যবহার থাকে ভিন্ন রকম। আর সফলতার পর যখন একজন মানুষ ব্যবহার আগের মত একই রকম থাকে তাহলে ওই লোক ভালো। এবং সফলতার পর যদি ব্যবহার খারাপ হয় তাহলে ওই লোকের ব্যবহার এমনিতে খারাপ। কারণ কিছু মানুষ আছে সফলতার পথ তাদের ব্যবহার পশুর মত হয়ে যায়। এই লোকগুলোকে কেউ কিছু বলতেও পারেনা। কারণ ওই সময় তারা হারানোর কিছুই নেই। আর ওই সময় তাদের ব্যবহার থাকে একদম ভিন্নরকম।
আর জীবনে সফলতার পর কিছু মানুষ আছে তাদের ব্যবহারের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। কারণ ওই সময় তাদের ব্যবহার থাকে অন্যরকম। এবং প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ব্যবহারের মধ্যে অনেক কিছু বোঝানো হয়। কারণ এসব মানুষগুলো হচ্ছে দোমুখি জাতের। কারণ ওই সময় তাদের ব্যবহার থাকলে মূলত ভিন্ন রকম। আবার কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরও আগের মত ব্যবহার করে মানুষের সাথে। ওই মানুষগুলো মানুষের সাথে মিশার চেষ্টা করে। তবে আগের ব্যবহার যদি মিষ্টি হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যবহার যদি চেঞ্জ হয় ।তাহলে ওই মানুষের মধ্যে পার্থক্য আছে। এতে করে মানুষের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়।
কারণ ব্যবহারের মাধ্যমে মানুষের পরিচয় পাওয়া যায়। আমরা মানুষ আমাদের মুখের ব্যবহারের মধ্যে ভালো-মন্দ বিচার করা হয়। কিছু মানুষ আছে তাদের ব্যবহারের মাধ্যমে ভালো-মন্দ বিচার করা যায়। কারণ প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু মানুষ আছে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেনা। বিশেষ করে দুর্বল লোকদের সাথে তারা ব্যবহার খারাপ করে। কারণ তারা মনে করে তাদের হারানোর কিছু নেই এবং নিজেকে স্বাবলম্বী মনে করে। আমরা মানুষ আমাদের ব্যবহারের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়। তাই আমি মনে করি মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে থাকে সেটাই তাদের আসল ব্যবহার। কারণ ওই সময় তাদের আসল রূপ ধরা যায়। আশা করি আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1944750391587209404?t=ghA21L0WjMOJe9_R-piIJw&s=19
https://x.com/bdwomen2/status/1944750931494703533?t=TgCPmEN8gs8VB4JWIzigRQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে—ব্যবহারের মাধ্যমেই মানুষের প্রকৃত চরিত্র ফুটে ওঠে। সত্যিই, প্রতিষ্ঠিত বা সফল হওয়ার পর অনেকেই তাদের আচরণ বদলে ফেলে, যা তাদের আসল স্বভাবকে প্রকাশ করে। এটি খুবই প্রাসঙ্গিক একটি বিষয়, বিশেষ করে সমাজে যেখানে ক্ষমতা ও সম্পদ মানুষের চরিত্রকে প্রভাবিত করে।আপনি ঠিকই বলেছেন, সফলতার পর মানুষের আচরণই তাকে মূল্যায়নের মাপকাঠি।
আপনার পোষ্টের সাথে কিন্তু আমি একমত। কারণ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহার করে ওই ব্যবহার তার আসল ব্যবহার। আর যারা প্রতিষ্ঠিত হয় তারা মনে করে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের হারানো কিছু নেই। এবং ওই সময় নিচু এবং গরিব লোকদের সাথে ব্যবহার অনেক সময় অনেকে খারাপ করে। যাইহোক সুন্দর ভাষা দিয়ে পোস্টটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।