জেনারেল রাইটিং :- ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতে ও ফুল ফোটানো যায়।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


flowers-3668089_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতে ও ফুল ফোটানো যায়। আমরা মানুষ আমাদের মধ্যে ভালোবাসা এবং অনুভূতি সহানুভূতি সব আছে। তবে কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে ভালোবাসা নেই বলে চলে। আবার অনেক সময় দেখা যায় ভালোবাসা দিয়ে রাজ্য জয় করে। এখানে মূলত কথা হচ্ছে ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতে ফুল ফুটানো যায়। আসলে আমরা সবাই জানি মরুভূমি বলতে যেখানে গাছপালা কিছুই হয় না। শুধু পাহাড় আর বালু পাথর দিয়ে থাকে। আর ওইসব জায়গাতে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে ফুল ফুটবে।

আসলে মূলত এখানে কথা হচ্ছে ভালোবাসা দিয়ে যে কোন কিছু জয় করা যায়। আর ভালোবাসা আছে বিদায় পৃথিবী এতো সুন্দর। আবার ভালবাসার কারণে পৃথিবী অন্ধকার। আর আমরা যদি আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে এবং যত্ন করি তাহলে তার মন জয় করা যায়। এতে করে অন্য মানুষকেও যখন ভালোবাসা এবং যত্ন করা হয় তাদেরও মন জয় করা যায়। কারণ হিংসা দিয়ে কখনো কিছু করা যায় না। ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব হয়। ভালোবাসার মধ্যে আলাদা একটা শক্তি থাকে। আর আমরা যদি প্রিয় মানুষ এবং আপন মানুষকে যত্ন করি তার মন জয় করতে পারব। কারণ যত্ন করলে ছোট বাচ্চা ও খুশি হয়।

আর ভালোবাসা এবং যত্ন দুটো যদি করে তার মনে ভালোবাসা নেই সে কোন ভালোবাসা জন্মায়। কারণ ভালোবাসা দিয়ে যে কোন কিছু জয় করা সম্ভব। তবে আগেরকার মানুষগুলো বলতো ভালোবাসা দিয়ে রাজার মন জয় করত। অনেক সময় দেখা যায় একদম বৃদ্ধ লোক অসুস্থ। তাকে যত্ন করলে সেবা করলে সে খুশি হয়ে যায়। এবং সে সবসময় দোয়া করে যেন যে তার যত্ন করেছেন তার জীবন সুন্দর হোক। আর একজন অসহায় মানুষকে যদি কেউ হেল্প করে সেখানে ভালোবাসা কাজ করে। কারণ ভালবাসার মাধ্যমে সবকিছু জয় করা যায়। তাই ভালবাসা যত্ন দুটো দিয়ে মানুষ মরুভূমিতে ফুল ফুটাতে পারবে।

আসলে মরুভূমি বলতে মানুষের কঠিন হৃদয় কে বুঝানো হয়েছে। কারণ কিছু মানুষ আছে তাদের হৃদয় অনেক কঠিন। তারা মানুষের জন্য ভালোবাসা বা সম্মান কিছুই তাদের কাছে নেই। ওই মানুষগুলোকে যদি ভালবাসা এবং যত্ন দেওয়া হয় তাহলে তাদের মনে ফুল ফোটে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু পাষাণ লোক ভালোবাসা পেলে পরিবর্তন হয়ে যায়। এবং অনেক মুভিতে দেখা যায় হিংস্র মানুষ ও ভালোবাসা পেয়ে তাদের জীবন পরিবর্তন করে। এতে করে তাদের কঠিন মনে ভালবাসার ফুল ফোটে। তাই আমি মনে করি ভালোবাসা এবং যত্ন দিয়ে সবকিছু জয় করা যায়। এ কারণে যত্ন এবং ভালোবাসা অনেক বড় একটি গুণী কাজ।

আর প্রত্যেক মানুষের মনের ভিতর একটি ভালোবাসার ঘর আছে। আর ওই ভালোবাসা কাউকে দিলে সে ভালোবাসার দামও পাওয়া যায়। আর মানুষকে ভালবেসে যত্ন করলে সে তার মনে জায়গা দেই। এতে করে বোঝা যায় ভালোবাসা এবং যত্ন পেলে মরুভূমিতে ফুল ফোটে। আসলে মরুভূমি এমন একটি জায়গা যেখানে ঠান্ডা আর গাছপালা কিছু নেই। ওইসব জায়গাতে ভালোবাসা পেলে ফুল ফুটাতে পারে মানুষ। আর সে ক্ষেত্রে ভালোবাসা এবং যত্ন মানুষের বড় গুণ এবং বড় অহংকার। কারণ ভালোবাসা দিয়ে যেমন রাজ্য জয় করা যায়। ভালোবাসা না পেলে মানুষ হিংস হয়ে যায়। তাই আমি মনে করি ভালবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতে ফুল ফুটানো যাবে তেমনি মানুষের মন জয় করা যাবে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last month 

IMG_20250222_173734.jpg

 last month 

ঠিক বলেছেন আপু হিংসা দিয়ে কোন কিছু করা যায় না। ভালোবাসার মাঝে অন্য একটি শক্তি আছে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ শুভকামনা রইল।

 last month 

ঠিক বলেছেন হিংসা দিয়ে কোন কিছুই করা কখনো সম্ভব হয় না

 last month 

অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করেছেন আপু পড়ে খুব ভালো লাগলো। এটা সত্যি বলেছেন ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায়। লোভ, লালসা এগুলো দিয়ে কিছুই জয় করা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

চেষ্টা করি ভালো কিছু পোস্ট লিখে আপনাদের মাঝে সবসময় শেয়ার করার জন্য

 last month 

ভালোবাসা ও যত্ন দিয়ে যেকোনো মানুষের মনে ভালোবাসার জন্ম দেয়া যায়। কঠিন মনের মানুষ ও ভালোবাসা ও যত্নে তার মনে ওই মানুষটির প্রতি ভালোবাসা জন্মায়।তাই হিংসা নয় বরং ভালোবাসা আর যত্ন দিয়েই মরুভূমির মাঝে ফুল ফোটানো সম্ভব।

 last month 

ভালোবাসা এবং যত্ন দিয়ে যে কোন মানুষকেই সঠিক পথে আনা যায়

 last month 

আপু, অসাধারণ একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করেছেন, পড়ে সত্যিই মন ছুঁয়ে গেল। আপনি একদম ঠিক বলেছেন ভালোবাসা আর যত্ন দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়, ঠিক যেমন মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব। লোভ আর স্বার্থপরতা কখনো স্থায়ী কিছু গড়তে পারে না, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়। এত সুন্দর একটি লেখা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

 last month 

ঠিক বলেছেন স্বার্থপরতা কখনোই স্থায়ী কিছু গড়তে পারে না

 last month 

আপনি ঠিক কথাই বলেছেন যে ভালবাসা দিয়ে কিন্তু আমরা যে কোন কিছু সম্ভব করতে পারি। আসলে আপনার টাইটেলে একটু স্পেস এর ভুল রয়েছে। অর্থাৎ ও অক্ষরটির আগে কোন স্পেস হবে না। যাই হোক আমরা যদি মানুষকে মন প্রাণ দিয়ে ভালবাসতে পারি তাহলে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে।

 last month 

যত বেশি ভালো কাজ এবং ভালো কিছু করার চেষ্টা করে তাহলেই মানুষ ভালো থাকতে পারবে

 last month 

আপনার পোষ্টের সাথে কিন্তু আমি একমত। আসলে ভালোবাসা এবং যত্ন করলে মরুভূমি হতে যে কোন জায়গাতে ফুল ফুটানো যায়। আর ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়। আর যত্ন করলে যে কোন কিছুর ফুল ফুটানো যায়। সুন্দর ভাষা দিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ঠিক বলেছেন ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা যায় সঠিকভাবে