জেনারেল রাইটিং :- জীবন কঠিন, কিন্তু যখন আপনি বোকা হন তখন এটি আরও কঠিন।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি শিক্ষনীয় জেনারেটর পোস্ট শেয়ার করব। আমার পোষ্টটি হচ্ছে জীবন কঠিন, কিন্তু যখন আপনি বোকা হন তখন এটি আরও কঠিন। আমাদের প্রত্যেক মানুষের জীবন আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটি কিন্তু আমাদের জীবন। আর জীবন কিন্তু অনেক কঠিন। কারণ আপনি জীবন নিয়ে যুদ্ধ করতে হয়। আর জীবন সুন্দর করতে হলে আপনাকে পরিশ্রম করে সফলতা অর্জন করতে। কারণ জীবনকে মানুষ বেশি ভালোবাসে। আর প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে জীবনে অনেক কিছু করবে এবং প্রতিষ্ঠিত হবে। আর সফল ও চালাক মানুষগুলো জীবনে সফলতা অর্জন করার জন্য চেষ্টা করে। আর যত কৌশল হোক তারা জীবনকে সুন্দর করতে বেশি চেষ্টা করে।
আবার কিছু মানুষ দেখা যায় বোকা। তাদের জন্য জীবন আরো কঠিন। অনেকে বলে বোকা মানুষের ঘাড়ে সবাই নিশ্বাস পালাতে চায়। কারণ বোকা মানুষ নিজের জীবন গড়ে তুলতে অনেক সময় ব্যর্থ হয়। আর এই লোকগুলো নিজের মেধা খরচ খুব কম করে। আর বোকা মানুষগুলো পদে পদে ধোঁকা খায়। আর প্রত্যেক মানুষ জীবনকে এত বেশি ভালবাসে জীবন প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু করার চেষ্টা করে। জীবন আছে বিদায় মানুষ চেষ্টা করে সফলতা উচ্চ শিখরে বসতে। আর জীবন মানুষকে হাসায় আবার কাঁদায়। কারণ জীবন যখন সুন্দর করে গড়তে পারে তখন মানুষ হাসে। আর জীবন সুন্দর করে গড়ে তুলতে না পারলে মানুষ কাঁদে। এই কারণে জীবনকে সবাই প্রাধান্য দেয়।
অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ কৌশলে জীবন বদলে ফেলে। মানে জীবনকে সুন্দর করে তুলে। যেমন একজন মানুষ তার পরিবার এবং নিজের জীবন সুন্দর করতে বিদেশ পাড়ি দেয়। আর সব সময় চেষ্টা করে তার জীবন সুন্দর করতে। অনেক পরিশ্রম করে হলেও সেই তার জীবন এবং পরিবারের জীবন সুন্দর করতে চাই। আবার কিছু চালাক মানুষ আছে কষ্ট না করে তার জীবনকে সুন্দর করার চেষ্টা করে। কারণ জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে মনে করে তার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কারণে জীবনকে তারা বেশি ভালোবাসে। আর বোকা হলে তো জীবন আরো বেশি কঠিন হয় তাদের জন্য। কারণ বোকা মানুষকে সবাই পদে পদে ধোকা দিয়ে নিজের জীবন সুন্দর করতে চাই।
অনেক সময় দেখা যায় বোকা মানুষগুলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই কারণে মানুষগুলো সফলতা অর্জন করতে পারে না। কারণ বোকা মানুষ ধোকা খেয়েও শিক্ষা অর্জন করতে পারে না। এই কারণে বোকা মানুষের জীবন অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সত্যি বলতে বোকা মানুষকে সবাই ধোঁকা দিতে চেষ্টা করে। আর প্রত্যেক মানুষ জীবনকে ভালবাসে শুধু সুন্দর করার জন্য। এক্ষেত্রে বোকা মানুষগুলো শুধু একদিনের কথা চিন্তা করে। হয়তোবা তার ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দেয়। এই কারণে বোকা মানুষগুলো বেশি ধোঁকা খায়। এই মানুষগুলোর জীবন খুব কঠিন হয়ে পড়ে চলার পথে।
আর জীবন মানুষের জীবনে অনেক কিছু বদলে দেয়। কারণ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত জীবন নিয়ে লড়াই করে সফলতা অর্জন করার জন্য। চেষ্টা করে জীবন নিয়ে সুন্দর কিছু করতে। আর বেশিরভাগ মানুষ দেখা যায় নিজের জীবন সুন্দর করতে টাকা পয়সা এবং বাড়ি গাড়ি সবকিছু করে। আর তারা কৌশল করে জীবনের সিডি উন্নতি করতে চেষ্টা করে। আর বোকা গুলো তো জীবন নিয়ে অনেক ধোঁকা খাই। কারণ তারা জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারে না এই কারণে ধোঁকা বেশি খায়। এই ক্ষেত্রে প্রত্যেক মানুষ নিজের বিবেক সমানভাবে খরচ করে না। কিছু মানুষ চেষ্টা করে জীবন গড়ে তুলে অনেক কিছু করতে। আর কিছু মানুষ আছে ধোকা খেয়েও জীবন সুন্দর করতে পারে না। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1919021209532162084?t=gQhiA8NL2vvoawYdgj7oLQ&s=19
https://x.com/bdwomen2/status/1919022252936585251?t=X1VmgFfFftf_j2eymoFE3g&s=19
https://x.com/bdwomen2/status/1919022621796028508?t=JrRsCIeXAajezC8pFSUbKQ&s=19
আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। হ্যাঁ জীবন কঠিন যখন কোন মানুষ বোকা হয় তার জীবন আরো কঠিন হয়ে যায়। কারণ বোকা মানুষকে সবাই ধোকা দিতে চায়। আর চালাক মানুষকে সবাই এমনিতে ভয় পায়। আর মানুষের জীবন এমনিতে বিচিত্র কঠিন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।