আমার ছোট্ট সোনা আইয়ানের জন্মদিনের শুভেচ্ছা বার্তা🎂🎂

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজনদের নিয়ে। আশাকরি আপনারাও অনেক ভালো আছেন পরিবার পরিজনদের কে নিয়ে। আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার ছেলে আইয়ান বাবুর আজ জন্মদিন।দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেল।কিছুদিন আগেও দেখতাম আমার বাবু গুটি গুটি পায়ে হেটে বেড়াচ্ছে। আজ আমি অনেক খুশি, আজকের এই দিনটাই সে আমার কোল আলো করে পৃথিবীতে এসেছিল। আজকের দিনটা আমার জীবনে সবচেয়ে স্পেশাল। দোয়া করি আইয়ান বাবা তুমি অনেক বড় হও, মানুষের মত মানুষ হও। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

IMG_20241114_191555.jpg

IMG_20241114_191302.jpg

IMG_20241114_081905.jpg


প্রিয় আইয়ান,

আজকের দিনটি তোমার জন্য বিশেষ, কারণ আজকের এই দিনে তুমি আমার কোল আলো করে পৃথিবীতে এসেছো আমাদের সবার জীবনে আলো ছড়াতে। তোমার হাসি, খুনসুটি আর ছোট ছোট কথা আমাদের প্রতিদিনকে সুন্দর করে তোলে।আমাদের কামনা, তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাও, সবার প্রিয় হয়ে ওঠো। পৃথিবীর সব ভালোবাসা আর আনন্দ যেন ঘিরে রাখে তোমাকে। শুভ জন্মদিন প্রিয় ছোট্ট সোনা।

তোমার জন্মদিনের এই আনন্দময় দিনে রইলো অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা। তোমার জীবন হোক ফুলের মতো সুন্দর, রঙিন আর সুশোভিত। তুমিই আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার, তাই আজকের দিনটা আমাদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রার্থনা তুমি প্রতিটি দিন খুশিতে ভরিয়ে দাও।দেখতে দেখতে তোমার বয়স ৩ বছর হয়ে গেলো। শুভ জন্মদিন ছোট্ট সোনামণি।

তুমি এসেছো আমাদের জীবনে একটি আশীর্বাদের মতো। তোমার ছোট ছোট হাসি, ছোট ছোট কথাগুলো আমাদের মন ভরিয়ে দেয়। আজ তোমার জন্মদিনে তোমার জন্য রইলো হাজারো শুভেচ্ছা।তুমি যেমন আমাদের ভালোবাসায় ভরিয়ে দাও, তেমনি আমরাও তোমার পাশে আছি প্রতিটি মুহূর্তে। এই পৃথিবীতে তুমি এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠো। অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তোমার জন্য। শুভ জন্মদিন আমার ছোট্ট সোনা।

আজ তোমার জন্মদিনে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার জীবনে এই বিশেষ দিনটি যেন বারবার ফিরে আসে আনন্দের রং মেখে, আর প্রতি বছর তুমি নিজেকে খুঁজে পাও নতুন নতুন আনন্দে।তোমার প্রতিটি দিন হোক সুখ, শান্তি, এবং সাফল্যে পরিপূর্ণ। তুমি বড় হও সততা, সাহস আর বিনয়ের সাথে, যেন সবাই তোমার আদর্শে অনুপ্রাণিত হয়। জীবনের প্রতিটি অধ্যায়ে তুমি যেন নিজের মতো করে আলোকিত করতে পারো চারপাশকে, তোমার স্বপ্নগুলো পূর্ণতায় মেলে ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাক।তুমি যেমন প্রতিদিন আমাদের আনন্দে ভরিয়ে দাও, তেমনি তোমার জীবনে ভালোবাসা, খুশি আর শান্তির কোনো অভাব যেন কখনো না থাকে। আমাদের প্রার্থনা, তোমার পথ চলা হোক মসৃণ, আর প্রতিটি মুহূর্তে তুমি খুঁজে পাও নতুন কিছু শেখার ও অনুভবের সুযোগ।


পোস্টের বিষয়জেনারেল রাইটং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9UniEffY71uXAzuZtr4JAgX4jZYiYXQRuSdkfuodMWjy7aJ4htVBWAyaLguDPMFRbZn4zMbUXX3NDtGhNscV41aZJYn.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Sort:  
 5 months ago 

আসলে কেমন জানি বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায়।যাই হোক আপনার বাচ্চাকে জন্মদিনের শুভেচ্ছা। দোয়া করি অনেক বড় হোক।ধন্যবাদ।

 5 months ago 

আপু আপনি ঠিকই বলেছেন বাচ্চারা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। দোয়া করবেন আমার বাবুর জন্য।

 5 months ago 

আজকে আপনার বাবুর জন্মদিন,এই বিষয়টা আমার জানা ছিল না। আপনি এখন সুন্দর এই পোষ্টের মধ্য দিয়ে আমাদের জানার সুযোগ করে দিয়েছেন। আপনার বাবুর জন্য শুভকামনা রইল। দোয়া করি হাসি মাখা মুখে ফিরে আসুক এই দিন আবারো।

 5 months ago 

মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার বাবু যেন সুস্থ সবল থাকে।

 5 months ago 

আয়ান কে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। আপু আপনাদের পরিবার ভরে উঠুক আয়ানের সেই আনন্দঘন মুহূর্ত। দোয়া করি যেন আয়ান সুন্দর ভাবে বড় হয়ে বাবা-মায়ের মতো ভালো মানুষ হয়ে উঠেন। জন্মদিন খুব সুন্দর আনন্দময় একটি মুহূর্ত যা সবার কাছে বেশ ভালো লাগে। এমন সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করে নিলেন যা পড়ে খুবই ভালো লেগেছে।

 5 months ago 

আমার ছেলের জন্য এত সুন্দর দোয়া করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 5 months ago 

প্রথমেই আইয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সৃষ্টিকর্তা তাকে নেক হায়াত দান করুন। তার মুখে মিষ্টি হাসি সবসময়ই লেগে থাকুক এই কামনা করছি।
এটা আমার শুভেচ্ছা বার্তা। আর আপনার শুভেচ্ছা বার্তা অতুলনীয় ছিল।

 5 months ago 

আমার বাবুর জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভাইয়া।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 5 months ago 

আপু আপনার ছেলেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জন্মদিন মানেই অন্যরকম আনন্দ। আর বাচ্চারা জন্মদিনের আনন্দ উপভোগ করতেও ভালোবাসে। আপনার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় এই দোয়াই করছি আপু।

 5 months ago 

আপনি ঠিকই বলেছেন আপু জন্মদিন মানে অন্যরকম একটি আনন্দ। আমার বাবু তো জন্মদিনের আনন্দ উপভোগ করতে পেরে অনেক খুশি হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

ছোট্ট আইয়ানের জন্য শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। অনেক বড় হয়ে উঠুক এবং মানুষের মত মানুষ হয়ে উঠুক। আইয়ানের জন্মদিন নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করলেন আপু। তার জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনাই করি। জন্মদিনের দিন তার মুখে অনেক আনন্দের প্রতিফলন হচ্ছে। এই আনন্দ চিরস্থায়ী হোক।

 5 months ago 

এত সুন্দর ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

আইয়ান বাবুকে অনেক কিউট লাগছে। দোয়া করি ভবিষ্যতে আইয়ান বাবু যেন সুশিক্ষায় শিক্ষিত হয়। সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তারাই আমাদের আগামীর বাংলাদেশ। ধন্যবাদ।

 5 months ago 

আমার বাবুর জন্য এত সুন্দর দোয়া করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 5 months ago 

প্রথমেই আইয়ান বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আইয়ান বাবু বড় হয়ে মানুষের মতো মানুষ হোক সেই কামনা করছি। আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইলো আপু। ভালো থাকবেন সবসময়।

 5 months ago 

আইয়ান বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।