শুভ জন্মদিন শ্রদ্ধেয় @blacks দাদা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
এটা চরম সত্য যে বছরের ৩৬৫ দিনের প্রতিদিনই এই পৃথিবীতে অনেক মানুষের জন্ম হয়ে থাকে। তাদের মধ্যে অনেকেই হয় জ্ঞানীগুণী এবং সত্যের প্রতীক। আবার অনেকেই হয় অসত্যের প্রতীক বা জঘন্যতম মন মানসিকতা অধিকারী/অধিকারিনী। আজকে আমি আপনাদের মাঝে এক মহান ব্যক্তির সম্পর্কে কিছু কথা শেয়ার করবো। যিনি আজকের এই দিনেই এই ধরায় এসেছিলেন।
আপনারা আমার পোষ্টের টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কার বিষয়ে কথা গুলো লিখতে চলেছি। হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বাংলা ব্লগ কমিউনিটির কো ফাউন্ডার তথা সহকারী প্রতিষ্ঠাতা এবং বিউটি এন্ড ক্রিয়েটিভিটি কমিউনিটির ফাউন্ডার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় @blacks দাদার জন্মদিন। মূলত জন্মদিনের শুভেচ্ছা জানালেই যে মনের ভালোবাসা প্রকাশ পায় তা কিন্তু নয়। বরং মন থেকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে কাউকে সবিনয়ে জ্ঞাপন করলে তবেই সেটা শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে দেয়।
প্রিয় ছোট দাদা,
আমি জানি জীবনে চলতে গেলে অনেক মানুষের সাথে পরিচিত হতে হয়। আমিও অনেক মানুষের সাথেই পরিচিত হয়েছিলাম। কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষকেই পেয়েছি যারা সত্যিকার অর্থেই ব্যক্তিত্বসম্পন্ন এবং শ্রেষ্ঠতম মনুষত্বের অধিকারী। সেই সকল মানুষগুলোর মধ্য হতে আপনি অন্যতম। মন থেকে এটাই প্রার্থনা করছি আপনার জীবনে পথ চলাতে আগামীতে যে সকল বাকবিতণ্ডা, বিড়ম্বনা, দুঃখ-কষ্ট, বিপদ এবং অযাচিত পরিকল্পনা যা কিছুই থাক না কেনো সব যেনো স্রষ্টা মাটির সাথে মিশিয়ে দেন আর আপনার জীবনকে করে দেন সহজবদ্ধ এক পবিত্র ফুলের মত সুচিস্মিতাময়। আগামীর জীবন হোক ফুলে ফুলে ফুলের সুগন্ধিতে ভরপুর।
শ্রদ্ধেয় দাদা,
যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকে সেখানে একজন নেতার প্রয়োজন হয় সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য। সেই জায়গা থেকে আপনি আমাদের ইতিপূর্বে যেভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন, গভীর প্রত্যাশা ব্যক্ত করছি আগামীতেও আমাদেরকে ঠিক সেভাবেই নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক আমরা যেনো বারবার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারি। সেই সাথে জীবনের প্রতিটি ধাপে যেনো আমরা সকলে মিলে মিশে থাকতে পারি।
পরিশেষে আবারও জানাচ্ছি আপনাকে জীবনের নতুন আরো এক নতুন অধ্যায়ের শুভেচ্ছা এবং শুভকামনা, শুভ জন্মদিন শ্রদ্ধেয় ছোট দাদা।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1910948698894520678?t=N2DDPxKHP9mVDBgOXBB0lA&s=19
Daily task