জেনারেল রাইটিং:- বিড়ম্বনা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
দীর্ঘ অনেকদিন পর আজকে পোস্ট করতে বসলাম। প্রথমত আমি ছুটি ছিলাম আর দ্বিতীয়তঃ একটি বিশাল বিপদের সম্মুখীন হয়েছিলাম। যার ফলে কমিউনিটি সহ পুরো অনলাইন জগত থেকে বিচ্ছিন্ন ছিলাম। ফোন হাতে পাওয়ার পরেও কাজে ফিরতে পারিনি। কেন কাজে ফিরতে পারিনি সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো।
প্রথমত আমার যখন কমিউনিটির ছুটি শেষ হয়ে যায় তারপরপরই আমার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল। যার ফলে কোন কাজেই আমি করতে পারছিলাম না। একদম পঙ্গুর মত অবস্থা হয়ে গিয়েছিল আমার। থানায় জিডি করতে চেয়েছিলাম কিন্তু এক পুলিশ আঙ্কেলের কথায় সেটা থেকে বিরত ছিলাম। অপেক্ষা করতে থাকলাম তার পরবর্তী নির্দেশনার জন্য। এরই মাঝে আমার ফোনে থাকা সিম নাম্বার গুলোতে প্রতিদিন ট্রাই করে যাচ্ছিলাম। হঠাৎ করে একদিন ফোন লেগে যায়। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করে।
অপরপ্রান্ত থেকে কথা বলে একটি অল্প বয়সী ছেলে। সেই ছেলেটি ও ছিল আমার এলাকারই। আশ্চর্যজনক বিষয় হলো আমার মোবাইল ফোনটি আমার এলাকার একটি দোকান থেকেই হারিয়ে গিয়েছিল। আর ফোনটি যে চুরি করেছিল সেই ছেলেটি প্রায় সময় আমার সাথেই ঘোরাঘুরি করতো। যাই হোক সেই দিন ফোনটা ধরে ছিল ওই ছেলের ছোট ভাই। তার কন্ঠ আমি কিছুক্ষণ কথা বলার পরেই চিনে ফেলেছিলাম। সোজা তার বাসায় গিয়ে ফোনটা নিয়ে আসলাম। এর মাঝে আরও অনেক কাহিনী হয়েছে সেগুলো হয়তোবা এখন বলা সম্ভব হচ্ছে না এখানে।
যাই হোক ফোন তো পেয়ে গেলাম কিন্তু ফোন হাতে পাওয়ার পর দেখলাম আমার ফোনের সকল ডাটা ভেনিস। মানে আমার ফোন থেকে ফ্যাক্টরি রিসেট দিয়েছিল। তারপরে আমার জিমেইল দিয়ে লগইন করার চেষ্টা করলাম। সেখানে খেয়াল করে দেখলাম আমার জিমেইলটি হ্যাক হয়ে গিয়েছিল। পড়ে গেলাম সর্বোচ্চ বিপাকে। কেননা স্টিমিটের কি গুলোকেও আমি গুগল ড্রাইভে রেখেছিলাম। তাছাড়াও আরো অনেক ইনফরমেশন ছিল। একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। অনেক চেষ্টা করার পর শরণাপন্ন হলাম আমাদের এবিবির ডিসকোড সার্ভারে। সত্যি বলতে যদি ডিসকোর্ড সার্ভার না থাকতো হয়তো এখন অব্দি আমি আমার জিমেইলটি ফিরে পেতাম না। সর্বশেষ বড় দাদার শরণাপন্ন হয়ে গেলাম।
তিনি ছিলেন শেষ ভরসা। খুব ভালো করেই জানতাম তিনি নানান কাজেই ব্যস্ত থাকেন। তারপরেও তিনি সময় করে একদিন আমার মেসেজের রিপ্লাই দেন। প্রথমের দিক চেষ্টা করে জিমেইলটি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। কেননা সম্পূর্ণরূপে আমার জিমেইলটি হ্যাক হয়ে গিয়েছিল। পরবর্তীতে বড় দাদা পুনরায় আমার জিমেইলটিকে হ্যাক করেন। সেই সাথে রিকভারি করে দেন এবং সকল সেটিংস সেটআপ করে দেন। ফলশ্রুতিতে আজকে পুনরায় আমি আমার সকল ডাটা ফিরে পেয়েছি। সত্যি বলতে বড় দাদা হলেন (super intelligent person)। যতদিন বাচবো বড় দাদার প্রতি কৃতজ্ঞ রইলাম। যদিও বা প্রত্যেকটা বিষয় সুন্দর করে উপস্থাপন করতে পারিনি। তাই চেষ্টা করব রবিবারের স্টেজ শোতে একদিন এই বিষয়টাকে নিয়ে কথা বলার জন্য। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
x promotion
ডেইলি টাস্ক প্রুফ
![1000000513.jpg](https://cdn.steemitimages.com/DQma8xN5B69RFKGkgy5N4sdvH2SLLgZprVM6w3w6QHkwu2y/1000000513.jp
লিংক দেওয়ার বিষয়টি ভালোভাবে বুজে দিয়ে দিবো,,,