জেনারেল রাইটিং।।মানুষের চাওয়া।।10%shy-fox &5%abb-school beneficiary.

in আমার বাংলা ব্লগlast year
৮ ডিসেম্বর ২০২৩ :শুক্রবার
আসসালামুআলাইকুম,

হ্যাল্লো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটিগল্প।সকলের দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ।

Yellow Orange Modern Minimalist Webinar Marketing Banner_20231208_185718_0000.png
Source

আমার আজকের ব্লগ এর বিষয় হচ্ছে"মানুষের চাওয়া"



আমাদের জীবনটাকে নিয়ে গভীর ভাবে ভাবলে বোঝা যায় যে আমাদের এই জীবনটা হচ্ছে অতি ক্ষুদ্র।যার মধ্যে থাকে কিন্তু অসীম চাওয়া আর সীমাহীন পাওয়া।এই চাওয়া পাওয়ার মধ্য দিয়েই পরিচালিত হয় আমাদের এই ক্ষুদ্র জীবন নামক শব্দটি।আর এরই আঙ্গিকে কিছু প্রাসঙ্গিক কথা আজকে বলার চেষ্টা করবো।

নিবিড়ভাবে চিন্তা করলেই বোঝা যায় খুবই সহজ ভাবে যে,আসলে যে মানুষটার চাওয়া যত কম সেই মানুষটাই প্রকৃত সুখী হয়।তাই বলে আমি এটা বলছিনা যে আমরা আমাদের আলস্য জীবন অতিবাহিত করবো বা আমাদের জীবনে কোনো চাওয়া থাকবেনা।আমিও বলছি নিজের জীবনে চাওয়া থাকতে হবে ,কিন্তু সেটা অবশ্যই গতানুগতিক হতে হবে।যেমন ,একজন মানুষের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই ।এখন সেই ব্যাক্তি যদি শিক্ষা মন্ত্রী হতে চায়,তাহলে সেই ব্যাক্তিকে কি বলে সম্বোধন করবেন,তার দায়িত্বটা আপনাদেরকেই দিলাম।অবশ্যই আপনারা তাকে হয় পাগল বলবেন কিংবা মেন্টালি অবস্থার মানুষ বলবেন।এক কথায় সে তার সাধ্যের বাইরে চেয়েছে।আমিও ঠিক আপনাদের কে এমনটাই বোঝাতে চাচ্ছি যে,আমাদের যেমনটাই যোগ্যতা ঠিক তেমনি চাওয়া থাকতে হবে,তাহলেই আমরা সেটা পাওয়াতে নিশ্চিত হতে পারবো।সর্বোপরি আমি এটাই বলবো যে আমাদের চাওয়া গুলা যেনো প্রসঙ্গতিপূর্ণ হয় তাহলেই পাওয়াটা সম্ভব হবে। এখনকার যুগের মানুষের মূলত চাওয়াটা হয়ে গেছে আকাশচুম্বী।

আমাদের চাওয়া গুলো বর্তমান সময়ে এমন হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষ যেনো প্রতিযোগিতামূলকভাবে সবকিছু চায়, সাধারণ অর্থে একটু লক্ষ্য করুন কারোর কাছে যদি ১০ লক্ষ টাকা থাকে তবে তার চিন্তা হবে কিভাবে ২০লক্ষ টাকা পাওয়া যাবে। আবার যদি কারোর পাঁচতলা বাড়ি থাকে ঠিক তার পাশেই কোন ব্যক্তির যদি চারতলা বাড়ি থাকে তবে তার চাওয়া হলো কিভাবে আমার ছয়তলা বাসা হবে। প্রকৃতপক্ষে বলতে গেলে আসলে চাওয়া বেশি থাকতে নেই, চাওয়া আমাদের যত বেশি থাকবে ততটাই আমাদের বঞ্চনা থাকবে কষ্ট থাকবে অশান্তি থাকবে ।আর দুনিয়ার কথা বলতে গেলে মূলত সবাই শুধু বলে আরো লাগবে আরো লাগবে। কি লাভ এত কিছু করে চলেই তো যেতে হবে একদিন। কোন কিছুর জন্যই মূলত আমাদের জীবন আটকায় না।রিক্সা চালুকের দিকে তাকান তারা কত কষ্ট করে টিনের চালা ঘরে বসবাস করে যেখানে বৃষ্টি আসলে পানি পড়ে ।তবু তাদের জীবন চলে যায়,আবার যারা আলিশান বাড়িতে থাকে তাদেরও জীবন চলে যায়। বস্তুত আমাদের চাওয়ার কোন শেষ নেই। আপনাকেই বলি আপনি কি কখনো বলতে পারবেন যে আপনার কোন চাওয়া ছিল না বা এখন পর্যন্ত আপনার কোন চাওয়া নেই? এটার উত্তর হবে অবশ্যই আপনার চাওয়া ছিল আর আপনার এখনো চাওয়া আছে আর ভবিষ্যতেও আমাদের সবাইরে ঠিক একটাই কথা থাকবে আরো চাই আরো চাই।

সর্বোপরি সভ্যতার যত উন্মেষ ঘটেছে এবং এই পৃথিবীর যত বয়স বেড়েছে ততটাই মানুষের চাওয়া পাওয়ার চাহিদাও বেড়ে গেছে এবং এই বিশ্বে ঠিক ততটাই অশান্তি বিরাজ করছে। মূলত আমাদের উচিত হলো চাওয়া গুলো যেন স্বাভাবিক পর্যায়ের থাকে এবং সকলকে নিয়ে যেন আমরা একত্রে বসবাস করতে পারি।

বন্ধুরা আজকের মত এ পর্যন্তই সমাপ্ত করছি। আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোন বিষয় নিয়ে। এতক্ষন পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন ।আল্লাহ হাফেজ।


received_6947720268583036.jpeg

received_1367280553871425.jpeg

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

Sort:  
 last year 

আসলে ভাই বর্তমানে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। মানুষ যদি চাওয়া পাওয়াটাকে আরো সীমিত করতে পারতো তাহলে মানুষের জীবন আরো সুন্দর হয়ে উঠতো। বেশ সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

হুম ভাই, আমরা যদি জীবনটাকে নিয়ে অনেকভাবে ভাবি তাহলে বোঝা যায় জীবনটা ক্ষুদ্র। তাও আমরা জীবনের জন্য কতই না কষ্ট করি, অনেক আশা নিয়ে বেঁচে থাকি। একটা কথা ভালো লাগলো ভাইয়া, মানুষের চাহিদার শেষ নেই।যে মানুষটার চাওয়া কম সেই প্রকৃতপক্ষে সুখী। জীবনে চাহিদা রাখতে নেই, কম চাওয়ার মধ্যেই প্রশান্তি রাখতে হবে তাহলে জীবন সুন্দর। মানুষ এমনই মানুষের যদি চারতলা বাড়ি থাকে, মানুষ আরো আট তালা করতে চাইবে।তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সন্তুষ্ট থাকতে হবে

Posted using SteemPro Mobile

 last year 

আপনিও সঠিক বলেছেন ভাই আমাদের অবশ্যই অল্পতেই পরিতুষ্ট থাকতে হবে তাইলেই সুখী হওয়া যাবে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

মানুষের চাওয়া পাওয়া অবশ্যই থাকবে, কিন্তু সেই চাওয়া পাওয়া নিজেদের সাধ্যের ভেতরেই থাকতে হবে। আমাদের সাধ্যের মধ্যে যা রয়েছে, ততটুকুই চাওয়া উচিত আমাদের। হয়তো আমরা রোজগার করে পাবো ১০০ টাকা কিন্তু তার ভেতর যদি আমরা এক হাজার টাকা আমার চেষ্টা করি তাহলে তা কিন্তু হবে না। আর আমাদের ১০০ টাকা থাকলে আমরা যদি এক হাজার টাকার কোন কিছু কিনতে চাই তা কিন্তু আমাদের সাধ্যের অনেক বাহিরে। আপনি আজকে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। যেটার মধ্যে বাস্তবিক কথা তুলে ধরেছেন। পুরোটা পড়তে আমার কাছে সত্যি ভালো লেগেছে।