আমার ছেলে ও বউমার প্রতি মায়ের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অনুপ্রেরণার কিছু কথা||~

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/আদাব


--


সকলকে অনাবিল শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।

1000027987.jpg

আমার ছেলে ও বউমার প্রতি মায়ের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অনুপ্রেরণার কিছু কথা---


জীবন কত বিস্ময়কর! একদিন যার ছোট ছোট আঙুল আমার হাত ধরে প্রথমবার হাঁটতে শিখেছিল, যার প্রথম ডাক ছিল "মা", যার ছোট্ট ছোট্ট কষ্টে আমার মন কেঁদে উঠতো, আজ সে নিজের জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছে। আমার Siam, আমার গর্ব, আমার হৃদয়ের একটি অংশ, আজ তুমি আর একা নও—তোমার পাশে আছে একজন জীবনসঙ্গিনী, যে তোমার সুখ-দুঃখের সাথী হবে, তোমার স্বপ্নগুলোর অংশীদার হবে, তোমার যাত্রাকে আরও সুন্দর করে তুলবে।

আমার প্রিয় বউমা, তুমি শুধু আমার ছেলের স্ত্রী নও, তুমি আমার পরিবারে নতুন করে জন্ম নেওয়া আরেকটি মেয়ে। তুমি আমার ছেলের জীবনসঙ্গী, তার বন্ধু, তার পথচলার সাথী, এবং আমাদের সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু। আমি জানি, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু বিশ্বাস করো, এই পরিবার তোমার আপন ঠিকানা, এখানে তোমার জন্য ভালোবাসা আর সম্মানের কোনো কমতি হবে না।

1000027986.jpg

তোমাদের প্রতি আমার ভালোবাসা ও আশীর্বাদ

আমি চাই, তোমরা শুধু স্বামী-স্ত্রী হিসেবেই নয়, বরং একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হও। বন্ধুত্ব যেখানে গভীর, সেখানে ভালোবাসা হয় শুদ্ধতম। জীবনের পথচলায় তোমরা হয়তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, কিন্তু মনে রেখো, একে অপরের হাত শক্ত করে ধরে রাখলেই সব সমস্যা সহজ হয়ে যাবে। জীবন মানেই সুখ-দুঃখের মিশেল, কখনো খুশির রোদ্দুর, আবার কখনো ঝড়ের মতো কঠিন সময় আসবে। কিন্তু সঠিক জীবনসঙ্গী থাকলে, সে ঝড়গুলোও হয়ে ওঠে সহনীয়।

আমি চাই, তোমাদের দাম্পত্য জীবন হয়ে উঠুক শ্রদ্ধা, বোঝাপড়া ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো—বিশ্বাস, সম্মান ও ধৈর্য। একজনের প্রতি অন্যজনের আস্থা যদি অটুট থাকে, তবে কোনো কষ্ট বা ভুল বোঝাবুঝি কখনো স্থায়ী হতে পারে না।

সুখী দাম্পত্য জীবনের কিছু মূলমন্ত্র তোমাদের জন্য:
১. পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হও – ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা থাকলে সম্পর্ক আরও মজবুত হয়।

  1. খোলা মনে কথা বলো – মনে কষ্ট জমিয়ে না রেখে একে অপরের সঙ্গে সব কথা ভাগ করে নাও।
  2. একসঙ্গে স্বপ্ন দেখো – স্বামী-স্ত্রী মানে শুধু জীবনসঙ্গী নয়, একে অপরের স্বপ্নসঙ্গীও।
  3. কঠিন সময়ে একে অপরের হাত শক্ত করে ধরো – জীবন কখনো মসৃণ হবে না, কিন্তু তোমরা একসঙ্গে থাকলে সব বাধা জয় করা সম্ভব।
  4. পরিবারকে গুরুত্ব দাও – ভালোবাসার পরিপূর্ণতা তখনই আসে, যখন পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়া যায়।

1000027969.jpg

সুখী ও সফল দাম্পত্য জীবনের জন্য আমার পরামর্শ

আমি চাই, তোমরা একে অপরকে বুঝতে শেখো, ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। সংসারে শুধু প্রেম থাকলে চলে না, সেখানে দায়িত্ববোধ, ত্যাগ ও বোঝাপড়ারও প্রয়োজন।

জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব, কিন্তু যদি নিজের পরিবারের সুখ ও শান্তি ঠিকমতো রক্ষা করা না যায়, তবে সেই সাফল্যের মূল্য থাকে না। সুখী সংসার মানে শুধু দামী উপহার বা বিলাসিতা নয়, বরং একে অপরের প্রতি আন্তরিকতা, সময় দেওয়া, ভালোবাসা ও শ্রদ্ধা।

তোমাদের দুজনের জন্যই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া—
তোমাদের ভালোবাসা হোক চিরস্থায়ী, তোমাদের জীবনে আসুক অফুরন্ত সুখ, শান্তি, ও সফলতা।

আমার প্রার্থনা:

তোমাদের সংসার যেন হয় অফুরন্ত ভালোবাসায় ভরা।

তোমাদের বন্ধন যেন কখনো কোনো কারণে দুর্বল না হয়।

প্রতিটি কঠিন মুহূর্তে যেন তোমরা একে অপরের হাত শক্ত করে ধরে রাখো।

আল্লাহ যেন তোমাদের পথচলা সহজ করে দেন এবং তোমাদের ভালোবাসার বন্ধন চির অটুট রাখেন।

আমার ছেলে ও বউমা, তোমরা আমার জীবনের আনন্দ, আমার ভালোবাসার প্রতিচ্ছবি। তোমাদের সুখের হাসিই আমার পৃথিবীকে আলোকিত করে তোলে।

সুখে থেকো, ভালো থেকো, একসঙ্গে থেকো—এটাই এক মায়ের চাওয়া।

– ভালোবাসা ও আশীর্বাদসহ, তোমাদের মা

1000027592.jpg





<hr

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ক্রিয়েটিভ রাইটিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last month 

1000011035.jpg

1000011029.jpg

1000011018.jpg

 last month 

তোমার মন ও মানসিকতার প্রতিফলন দেখতে পেলাম। প্রতিটা শাশুড়ি মাই যদি তোমার মত করে ভাবতো তাহলে হয়তো ছেলে বৌমাদের জীবনে স্ট্রাগলটা একটু কম হতো। একটি মেয়ে যখন বউমা হিসেবে আরেকজনের বাড়িতে পৌঁছয় তখন রাতারাতি তার নিজের ঠিকানা আর নিজের থাকে না সম্পূর্ণ অন্য একটি অপরিচিত পরিবেশকে একপ্রকার বাধ্য করা হয় নিজের পরিবেশ বলে মেনে নিতে কেউ সামান্য সময়টুকু দিতে চায় না। তবে তুমি যেভাবে ভেবেছো সত্যিই তোমার ভাবনাকে অন্তর থেকে কুর্নিশ জানাই। আজ তোমার এই লেখাটা পড়ে তোমার প্রতি সম্মান আরো অনেকগুন বেড়ে গেল। জানো তো আমার ঠাকমা বলতেন ছেলে বৌমার সংসার ঠিক থাকার পেছনে অনেকটাই ছেলের এবং মেয়ের মায়ের হাত থাকে। সিয়াম যেমন ছেলে আশা করি খুব একটা কোন সমস্যা হবে না আর হলেও ও সামলে নিতে পারবে। ভালো থেকো সবাইকে নিয়ে এমন প্রত্যাশাই করি।

 last month 

আপনার লিখাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো আপু। সব শাশুড়ি যদি আপনার মত মন মানসিকতার হয় তাহলে সংসারে কখনো অশান্তি হয় না।দোয়া করি আপু সবাইকে একসাথে নিয়ে ভালো থাকবেন।

 last month 

সব কিছুই মেনে চলার চেস্টা করবো আস্মু, অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট করার জন্য