ঈদ আনন্দ আনন্দ যেন শোকে পরিণত না হয়
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০১ ই এপ্রিল ২০২৫ ইং
দীর্ঘ এক মাস রোজা থাকার পর গতকাল আমাদের দেশের মধ্যে ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল।আর এই ঈদ আমাদের সকলের একটি আনন্দের দিন। আমরা এই ঈদের দিন কে বিভিন্ন ভাবে পালন করার চেষ্টা করে থাকি।এই দিনটি কেবলমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক মিলনমেলারও দিন। এই দিনে আমাদের দেশের মানুষেরা একে অপরের সাথে মিলিত হয় এবং যাবতীয় ভাব আদান প্রদান করার চেষ্টা করে। এছাড়া ও অনেকেই এই দিনে অনেকেই বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করার চেষ্টা করেন।
অনেকেই দীর্ঘ দিন পর শহর থেকে গ্রামে চলে আসে ঈদ করার জন্য। তারা গ্ৰামে ঈদ করা উপলক্ষে সকলেই মিলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার ও চেষ্টা করে থাকেন।ঈদ মানেই উৎসব, পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া, সুস্বাদু খাবার খাওয়া ও আনন্দঘন মুহূর্ত কাটানো । কিন্তু মাঝে মাঝে অসচেতনতার কারণে এই আনন্দ বিষাদে পরিণত হয়। ঈদের ছুটিতে অনেক মানুষ গ্রামে বা অন্য কোথাও বেড়াতে যায়।পথে দুর্ঘটনার শিকার হন, অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়।
তাই আমাদের উচিত যাত্রাপথে সতর্ক থাকা, ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত ঝুঁকি না নেওয়া। কেননা সামান্য আনন্দ উপভোগ করার জন্য অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এই দিকে আমাদের সকল কে বেশ ভালো ভাবেই লক্ষ্য করতে হবে। বিশেষ করে আমাদের দেশের মধ্যে বড় বড় ধরনের উৎসবের সময় বড় বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় মানুষেরা।আর এটি প্রায় প্রতি বছরই ঘটে।আর কোন ভাবেই এমন দুর্ঘটনা গুলো এড়ানো সম্ভব হচ্ছে না। এটা আসলেই আমাদের সাধারণ মানুষের জন্য হয়ে থাকে।
যেহেতু আমাদের দেশের মধ্যে জনগণ অনেক টা বেশি।আর যখন কোন ধরনের বড় বড় উৎসব থাকে তখন মানুষেরা যখন একত্রিত হয়ে বাসায় ফিরেন, তখন আমাদের দেশের রাস্তা গুলো অনেক টা জ্যাম লেগে যায়। এতে করে আমাদের দেশের রাস্তা গুলোর মধ্যে রোড এক্সিডেন্ট হওয়ার আশঙ্কা একটু বেশি থাকে।তাই আমাদের সকলের উচিত বিভিন্ন ধরনের বড় বড় উৎসবের সময় অনেক টা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা। এতে করে আমাদের আমরা অনেক টা নিরাপদ থাকতে পারবো।
ঈদের দুই আগে থেকে এখন পর্যন্ত আমি যতবার সোসিয়াল মিডিয়ার মধ্যে স্ক্রলিং করছি, ততবার এ রোড এক্সিডেন্টের দৃশ্য গুলো সামনে আসছে। আসলে এই সব ধরনের দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। বিশেষ করে ঈদের সময় ছেলেরা যখন বাইক গুলো বেপরোয়া গতিতে রাস্তায় চালান, তখন এক্সিডেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। ইতিমধ্যে আজকে আমাদের এলাকার মধ্যে দুজন ছেলে রোড এক্সিডেন্টে মারা গিয়েছে। আশা করছি আমরা খুবই তাড়াতাড়ি এই সব থেকে বের হয়ে আসতে পারবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
link
https://x.com/Riyadx2P/status/1907047075407352275?t=nX6qilgtOGSvqsU2xTc3AA&s=19
https://x.com/Riyadx2P/status/1907107069272244459?t=nX6qilgtOGSvqsU2xTc3AA&s=19
SS