জেনারেল রাইটিং: অতিরিক্ত বিশ্বাস মানুষের ধ্বংসের কারণ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৬ ই এপ্রিল ২০২৫ ইং
বিশ্বাস একটি মানুষের চারিত্রিক গুণ। এটি সমাজ গঠনের ভিত্তি, সম্পর্কের এবং মানবিকতার প্রতীক। কিন্তু এই বিশ্বাস যখন মাত্রাতিরিক্ত হয়, তখন তা হয়ে ওঠে বিপদের কারণ। অতিরিক্ত বিশ্বাস মানুষকে করে দুর্বল, অন্ধ এবং প্রতারিত হওয়ার পথে নিয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যখন না বুঝে, না যাচাই করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করি, তখন তার ফলাফল অনেক সময় মারাত্মক হয়ে দাঁড়ায়। তবে, সকল মানুষ সমান নয়। কিছু কিছু মানুষ কে বিশ্বাস করা খুবই কষ্টকর। বিশ্বাস আসে মানুষের মন থেকে।আর যখন বিশ্বাস ভেঙ্গে যায়, তখন মানুষের মন মস্তিস্ক একদম ভেঙে পড়ে যায়।
অনেক সময় আমরা কারও মুখের কথা শুনে, কিছুদিনের ব্যবহার দেখে, কিংবা আবেগে ভেসে তার উপর বিশ্বাস স্থাপন করি। কিন্তু মানুষ চেনা বড় কঠিন কাজ। যার মুখে হাসি, অন্তরে তার বিষ থাকতে পারে। আর সেই বিষের শিকার হয় সেই মানুষটি, যে চোখ বুজে বিশ্বাস করে। বন্ধু, আত্মীয়, সহকর্মী—সব ক্ষেত্রেই অতিরিক্ত বিশ্বাস আমাদের ঠকিয়ে দিতে পারে।কেউ যখন আমাদের বিশ্বাস ভঙ্গ করে, তখন শুধু সেই ব্যক্তি নয়, আমাদের ভিতরের আত্মবিশ্বাসও ভেঙে পড়ে। মনে জন্ম নেয় হতাশা, বিষাদ আর অনুশোচনা।
প্রশ্ন জাগে, আমি কেন এতটা বিশ্বাস করলাম? অথচ সময় থাকতেই যদি আমরা একটু সচেতন হতাম, যুক্তিবোধ ব্যবহার করতাম, তাহলে হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।বিশ্বাস অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটার একটা সীমা থাকা দরকার। যাচাই-বাছাইয়ের পর বিশ্বাস করলে তা শক্তিশালী হয় এবং আমাদের রক্ষা করে। আর অন্ধভাবে বিশ্বাস করলে, সেটি এক সময় আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।জীবন আমাদের শেখায়, সবাইকে বিশ্বাস করতে নেই, আবার কাউকেও পুরোপুরি অবিশ্বাস করাও উচিত নয়।
ব্যালেন্সটাই এখানে মূল কথা। কারণ অতিরিক্ত বিশ্বাস যেমন সম্পর্ক নষ্ট করতে পারে, তেমনি নিজেকে ভেঙে ফেলতেও পারে।তাই, বিশ্বাস করো—তবে বুঝে, দেখে, জেনে। কারণ অতিরিক্ত বিশ্বাস অনেক সময় এমন এক ক্ষতের সৃষ্টি করে, যা সারাজীবন বয়ে বেড়াতে হয়। আমাদের জীবনে বিশ্বাস খুবই দামি একটি জিনিস। যেটা একবার নষ্ট হয়ে গেলে আর কখনো ফিরে আসে।তাই আমাদের জীবনে কাউকে বিশ্বাস করতে হলে অবশ্যই আমাদের কে সতর্কতা অবলম্বন করতে হবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1909591970936479745?t=u4uvr3sUgEzydOjcFanuqQ&s=19
https://x.com/Riyadx2P/status/1909592660127760516?t=u4uvr3sUgEzydOjcFanuqQ&s=19
https://x.com/Riyadx2P/status/1909593029910184075?t=u4uvr3sUgEzydOjcFanuqQ&s=19
Screenshot
আপনার পোষ্টের সাথে কিন্তু আমি একমত। অতিরিক্ত বিশ্বাস মানুষের ধ্বংসের কারণ। তবে বিশ্বাস করা ভালো অতিরিক্ত বিশ্বাস করা ভালো না। আর বিশ্বাস ভেঙে গেলে মানুষ কাউকে আর বিশ্বাস করে না। আমরা মানুষের মুখের ব্যবহার হাসিমুখ দেখলে সহজে বিশ্বাস করি মানুষকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।