ছোট গল্প হাবিবের জীবন (পর্ব-০৫)।
হাবিবের জীবনের গল্পের আজকে পঞ্চম পর্ব শেয়ার করব। চতুর্থ পর্বে হাবিব তার বোনের বাড়ি যাওয়ার পথে ট্রেন থেকে নামতে না পেরে ভিন্ন এলাকায় চলে যায়। ট্রেনের মধ্যে হাবিব ঘুমিয়ে পড়েছিল যার কারণে নির্দিষ্ট স্টেশনে নামতে পারেনি। হাবিব ছিল মানসিক ভারসাম্যহীন তাই কাউকে তার এলাকার ঠিকানা বলতে পারছিল না তাছাড়া ব্যস্ত শহরে কেউ হাবিবের সাহায্য করার উদ্দেশ্যে এগিয়ে আসেনি। অসহায় হাবিব কি করবে কিছুই বুঝতে পারছিল না এদিকে সকাল বেলা বাসা থেকে বের হয়েছে বিকেল হয়ে গিয়েছে তবুও সে খাওয়া দাওয়া করতে পারেনি। একদিকে বাড়িতে যাওয়ার টেনশন অন্যদিকে হাবিব খুবই ক্ষুধার্ত। কিন্তু তার মনের কথা কাউকে প্রকাশ করতে পারছিল না।
অন্যদিকে হাবিবের বাড়ির লোকজন হাবিবের খোঁজ করছিল। হাবিব সকালবেলা বাসা থেকে বের হয়েছে তবুও বাড়িতে ফেরেনি হাবিবের পরিবারের লোকজন প্রথমে ভেবেছিল হয়তোবা কোথাও গিয়েছে বিকেল বা সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসবে কিন্তু বিকেল শেষে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল তবুও হাবিব বাসায় ফিরলো না। হাবিবের বাবা-মা ভাই সবাই হাবিবের খোঁজ করছিল। স্থানীয় বাজারে যেখানে হাবিব এসে ঘোরাফেরা করতো সবার সাথে চলাফেরা করতো তাদের কাছে হাবিবের খোজ জানতে চাইল কিন্তু কেউই হাবিবের সঠিক খোঁজ দিতে পারল না। এলাকায় বেশ খোঁজাখুঁজি শুরু হল কিন্তু হাবিবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাবিবের মা কান্নাকাটি শুরু করল, তার বাবা-মা চিন্তা করছিল মানসিক ভারসাম্যহীন একটা ছেলে কোথায় হারিয়ে গেল। পুরো এলাকার লোকজন হাবিবকে খুঁজতে শুরু করল।
যখন পুরো এলাকায় হাবিবের খোঁজাখুঁজি চলছে তখন হঠাৎ করেই জানা গেল হাবিব পাশের গ্রামের এক অটো ড্রাইভার এর অটোতে করে রেলওয়ে স্টেশনের দিকে গিয়েছিলাম। হাবিব যখন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল তখন যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল তারাও হাবিবকে নিয়ে আফসোস করছিল আর বলছিল ছেলেটা কালকে সকাল বেলায় স্টেশনের দিকে গিয়েছিল। প্রথমদিকে হাবিবের বাবা-মা স্থানীয় শহরে খোঁজ শুরু করল ভেবেছিল হয়তো বা ট্রেনে শহরকেন্দ্রিক তার বোনের বাড়ির দিকে যেতে পারে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাচ্ছিল না। দিনের পর দিন পার হচ্ছিল কিন্তু হাবিবের কোন খোঁজ খবর কেউই দিতে পারছিল না। এদিকে হাবিবকে হারিয়ে হাবিবের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার লোকজনের সহায়তায় হাবিবের ভাই বাবাসহ তার পরিবারের লোকজনের আপ্রাণ চেষ্টাতেও হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাবিবের পরিবারের লোকজন ধরে নিয়েছিল হয়তো হাবিবকে আর কোনদিন খুঁজে পাওয়া যাবে না। এভাবে দিনের পর দিন পার হতে থাকে হঠাৎ একদিন হাবিবের বাড়িতে একটা খোঁজ আসে। হাবিবের বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হাবিবের মত একটা ছেলের খোঁজ পাওয়া গিয়েছে। যখনই হাবিবের বাবা-মা খোঁজ পায় তখনই তারা সেখানে ছুটে যায়। যে ছেলেটার খোঁজ পায় দেখতে কিছুটা হাবিবের মতোই সবাই মনে করেছিল এটাই হাবিব। কাকতালীয় হলেও এটাই সত্য যে ছেলেটা দেখতে অনেকটা হাবিবের মতই ছিল। ছেলেটাকে হাবিবের বাবা-মা সাথে করে নিয়ে আসে। হাবিব যেমন মানসিক ভারসাম্যহীন ছিল ঠিক একই রকম সেই ছেলেটাও মানসিক ভারসাম্যহীন ছিল তবে হাবিবের যতটা বোধ জ্ঞান ছিল তার চেয়ে এই ছেলেটার বোধ জ্ঞান অনেকটা কম কিন্তু দুঃখের বিষয় তখনও হাবিবের বাবা মা ভেবেছিল এটাই তাদের হাবিব।
হাবিবের বাবা-মা ভাবছিল দীর্ঘদিন বাড়ি থেকে চলে আসার পরে আপন মানুষ গুলোর খোঁজ না পাওয়ায় হাবিবের এমন পরিবর্তন হয়েছে। পরবর্তীতে স্থানীয় থানায় যোগাযোগ করে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসে। যেদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসা হয় সেদিনই এলাকায় ছড়িয়ে পড়ে হারিয়ে যাওয়া হাবিব আবার বাড়িতে ফিরে এসেছে। এলাকার লোকজন হাবিবের বাড়িতে ভিড় জমায়। সবাই হাবিবকে দেখতে আসে কিন্তু চেহারা কিছুটা হাবিবের মত হলেও অঙ্গভঙ্গিতে সবারই কিছুটা সন্দেহ হয়। হাবিব যেমন সবাইকে চিনতে পারতো ভাই বলে সম্বোধন করত ছেলেটা তেমন কিছুই বলতে পারছিল না। এমনকি হাবিবের মাকেও সে সহ্য করতে পারছিল না। হাবিবের বাড়িতে এলাকার লোকজন একের পর এক ভিড় জমাতে থাকে আর তাকে দেখতে আসতে থাকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

গল্পের এই পর্বটা বেশ ইন্টারেস্টিং হাবিবের মত দেখতে হুবহু একটা ছেলে হাবিবের বাড়িতে এসেছে। তাদের বাবা-মা হয়তো বা ধীরে ধীরে বুঝতে পারবে এটা তাদের সন্তান নয়।
0.00 SBD,
0.73 STEEM,
0.73 SP
এমন ঘটনা মাঝে মাঝে এলাকায় ঘটে থাকে। তবে এই গল্পের হাবিব আসলে কোথায় আছে, গল্প শেষ না হলে হয়তো বুঝা যাবে না। আর হাবিবের মত দেখতে এই ছেলেটা কে... প্রশ্ন থেকেই গেলো।
0.00 SBD,
0.65 STEEM,
0.65 SP
আসল হাবিবের সাথে তো আর নকল হাবিব পুরোপুরি মিলবে না। হয়তোবা হাবিবের মা বাবা কিছুদিন পর বুঝতে পারবে, এটা তাদের হাবিব না। দেখা যাক হাবিব বাড়িতে ফিরে আসে কিনা এবং পরবর্তীতে কি হয়। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।
0.00 SBD,
0.63 STEEM,
0.63 SP
হাবিব ভেবে অন্য কাউকে নিয়ে আসলে যেমন সকলের কাছে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তেমনি ওই অজানা ছেলেটির নিজের ব্যবহারও পরিবর্তন করতে পারে না।তবে দেখা যাক তার বাবা মা আসল ছেলেকে খুঁজে পায় কিনা!ধন্যবাদ দাদা সুন্দর গল্প শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.62 STEEM,
0.62 SP
প্রতিটি পর্বই আমার পড়া হয়েছে।এখন অন্য একজন কে হাবিব মনে করে বাড়িতে আনা হলো।আসলে শেষে যে কি হয় তা জানতে আমি খুব অধীর আগ্রহে আছি।আশাকরি খুব শীঘ্রই এর সমাপ্তি টা পড়তে পারবো।ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই গল্পটি শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.61 STEEM,
0.61 SP