ঝামেলার যখন শেষ হয় না।

in আমার বাংলা ব্লগ15 days ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ ভাদ্র ১৪৩২

৩০ আগষ্ট ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

arrow-9680464_1280.jpg

source

বিপদ যেন আমাকে ছাড়ে না।আসলে জীবনে বেঁচে থাকলে সমস্যার যেমন শেষ হয় না তেমনি সমাধানের ও শেষ নেই। বেশ কয়েকদিন যাবত ছেলেটাকে নিয়ে বেশ মুশকিলে আছি। আমার ছেলে টা ইদানিং মনে হয় কেমন হয়ে যাচ্ছে।দুষ্টামি যেন পিছুই ছাড়ে না।


মাইর দিলে ও দশমিনিটের বেশি মনে থাকে না,অথচ আমাদের সময় মা একদিন মারলে একমাস অব্দি ভয়ে থাকতাম।বুঝলাম না সব বাচ্চারাই এমন নাকি আমারটাই বেশি করে।যেন কারনে মারি সেই অপরাধ করেই মনে থাকে না।


গত কয়েকদিন ধরে ক্লাসে নিয়ে যাওয়ার সময় আগে আগে দৌড়ে চলে যাচ্ছে, আমি দৌড়ে ও দেখতে পারছি না।পরে ওর শিক্ষকের কাছে বিচার দিলাম পরে বললো আর করবে না।


পরের দিন সে একই কাজ করলো সেইদিন ও বুঝালো ওর বাবা,কিন্তু কিসের কি পরের দিন ও সে এমন করলো।কেন জানি এমন করে কিন্তু আগে এমন করতো না।পরে বাসায় এনে কাল অনেক মেরেছি।


অনেক রাগ উঠেছিলো,তারপর কিছুক্ষন বেশ খারাপ লেগেছে।আমাদের একটা ফ্ল্যাট আছে অনেক দিন যাবত ভাড়া হচ্ছিলো না।আসলে আমাদের ফ্ল্যাটের পাশে আরেকটি বাড়ি হওয়াতে ফ্ল্যাট টা বেশ অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য যেমন চাচ্ছিলাম তেমন পাচ্ছি না।


তাছাড়া আমরা থাকি এক জায়গায় আর ফ্ল্যাট টা অন্য জায়গায় যার জন্য ভাড়াটিয়া আসলেও আমি ঐভাবে কথা বলতে পারছিলাম না।তবে দারোয়ান আছে কিন্তু আগের দারোয়ান গুলো খুব বেশি সুবিধার ছিলো না।আবার হাত টানের অভ্যাস আছে। যাই হোক এই মাস থেকে নতুন দুইটি দারোয়ান আসছে এগুলো আবার ভালোই মনে হচ্ছে। এদের মধ্যে অনেক আগে ছিলো একটা।


যাই হোক এই মাসে বাসা নিবে বলে একটা ভাড়াটিয়া আসলো, কথা বার্তা হচ্ছিলো কিন্তু এখন ভাড়াটিয়া ফ্রম পূরন করা হয়নি তার উপর এডভান্স করেনি।তারা বলছে অক্টোবর থেকে উঠবে।আমরা আবার বলে রেখেছিলাম যদি এর মাঝে যদি সেপ্টেম্বর এ ভাড়া হয় তাহলে আমরা দিয়ে দিব আপনাদের অপেক্ষায় থাকবো না।যাই হোক গত পরশো শুনি যে তারা জিনিসপএ উঠিয়ে রেখেছে।


আমরা তো জানি না কারন আমরা থাকি আরেকজায়গায়।পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে ফোন দিয়ে জানায় এমন এমন অবস্থা আমার তো শুনে খুব ম্যাজাজ খারাপ হয়ে গিয়েছে। উনারা অক্টোবর মাসে অথচ তারা আসবাবপত্র উঠিয়ে রেখেছে আগষ্ট মাসেই তার উপর আমাদেরকে জানানোর মত প্রয়োজন বোধ মনে করেনি।


এই কথা শুনে আমরা ফ্ল্যাটে গেলাম গিয়ে শুনি চাবি নাকি তারা দিয়ে যায় নাই দারোয়ানের কাছে।আমি বাসায় এসে ফোন দেই বলে এডভান্স কালে করবো তাও আবার অর্ধেক।


পরে মনে হলো এরা বেশ ঝামেলার মানুষ। উপায় অন্তর না পেয়ে আমরা তাদেরকে জিনিসপএ নিয়ে যেতে বলছি। এখন বলে একটু উপকার হইতো আমাদের ফ্ল্যাট তো খালিই আছে।


এই মসিবত যে কেমনে কি করবো বুঝতে পারছি না, বেশ রিকুয়েষ্ট করছে বলছে তাদেরকে ভাড়া দিয়ে দেখি ভাড়া টিকমত দিবে আরো না না কথা।

p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ