বিবেক শূন্য মানুষ।
আমি @rahimakhatun
from Bangladesh
১৩ জুলাই ২০২৫
|
---|
ছোটবেলা থেকে একক পাওয়ার কেন জানি আমার ভালো লাগতো না,একক পাওয়ার মানেই কাকে মেরে বড় হবে এই চিন্তা। তারা মানুষকে মানুষ মনে করে না।তাদের মনে হয় মনুষ্যত্ব নেই। এখন বুঝ হওয়ার পর দেখছি। আরে এখন মানুষের জীবনের কোন দাম নেই। টাকার জন্য মানুষকে মেরে ফেলতে পারে।আচ্ছা এই সব মানুষের একবারো চিন্তা হয় না মরনের কথা
আসলে আমাদের ধর্মে কিন্তু রাজনীতি সম্পর্কে ভালো ভাবে বলা আছে।আমাদের মহানবী এর সময় কত ভালো রাজনীতি ছিলো।কত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতো।কিংবা উমরের সময় কত সুন্দর রাষ্ট্র ছিলো।সব কিছুর জন্য জনগনের সাথে সবকিছুর জবাবদিহি করতো।আর এখন জবাবদিহি তো দূরের কথা রাজনীতিবিদ অপরাধ করলে মানুষ জেনেও ভয়ে চুপ থাকে।
এখন মানুষ কেবল রাজনীতি করতে চায় শুধুৃমাএ সাধারণ মানুষের উপর জুলুম করতে আর একদল মানুষ রাজনীতি একেবারেই পছন্দ করে না।আর কিছু মানুষ নিজের সুবিধার জন্য দল পরিবর্তন করে।যখন যে দল আসে সেই দলের সার্পোট করে।আমাদের এখানে পরিচিত একজন আছে যখন যে আসে সেই দলের সাথে যুক্ত হয় আর সাধারণ মানুষের সাথে পাওয়ার দেখায়।আর রাজনীতি বিদ রাও তাকে পাশেই রাখে।আসলে এমন হতো প্রতিটি কাজের জন্য জনগনের কাছে জবাবদিহি করা লাগতো, কোন ভুল হলেই তার শান্তি সাধারণ জনগনের চেয়ে কঠিন হতো। তাহলে দেশটা সুন্দর হতো।
তাহলে মানুষ অপকর্মে লিপ্ত হতো না, পেপার পএিকা নিউজে প্রতিটি মহুর্তে শুনতে হতো না। আমাদের দেশে নিয়ম আছে ঠিক কিন্তু নিয়মের কোন কার্যকর নেই। অপরাধী র তৎক্ষনাৎ বিচার নেই।
ঠিক এই জন্যই মানুষের অপরাধ দিন দিন বাড়ছে।কথায় আছে সবার উপরে মানুষ সত্যি ,তাহার উপরে নাই। আমাদের প্রতিটি মানুষের উচিত মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর পরে কোন কিছুই কাজে লাগবে না। সব কিছুই পরে থাকবে। সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। আজ আর নয় আবার এসব নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।
Wow, @rahimakhatun, what a thought-provoking post! Your reflection on the erosion of humanity, the pursuit of power, and the state of politics in Bangladesh truly resonates. It's powerful how you contrast the ideal of ethical governance with the current realities, highlighting the lack of accountability and the rise of opportunism.
The questions you raise about morality, mortality, and the value of human life are crucial for us to consider. Your call to remember our shared humanity and the importance of accountability is a message that needs to be heard. The comparison to the "Days of Ignorance" ( আয়মেনে জাহিলিয়াত) is particularly striking.
Thank you for sharing your insightful perspective. It's sparked a lot of thought, and I'm eager to hear what others have to say. What steps do you think we can take, as individuals and as a community, to move towards a more just and ethical society? Let's discuss!