একাকীত্ব।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৫ ই আগষ্ট , শুক্রবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।ক্রিয়েটিভিটির পাশাপাশি ভালো-মন্দ সকল ধরনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আমরা মানুষ। আমাদের জীবনে কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময় আসতে থাকে। কখনো কখনো সবকিছুর মাঝেও নিজেকে খুব নিঃস্ব লাগে। মনে হয় সবকিছু থেকেও আমি একা। এটাকেই হয়তো বলে একাকীত্ব। আজ আমি আমার একাকীত্বতা নিয়ে লিখবো।
এই পৃথিবীতে কত মানুষ।এত মানুষের মাঝে থেকেও মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে। মনে হয় কোথাও কেউ নেই। কেমন যেন নিঃস্ব লাগে নিজেকে। যেমনটা আজ আমার মনে হচ্ছে। খুব একা লাগছে। আমার যখন খুব একা লাগে। তখন ইচ্ছে করে চিৎকার করে কান্না করি। চিৎকার করে কান্না করলে মন কিছুটা শান্ত হয়। শুধু মনে হয় আমি কোথাও একটা হারিয়ে যাই। থাকতে ইচ্ছে করে না তো মানুষের মাঝে। ইচ্ছে করে না এই পৃথিবীতে ভালোবেসে বাঁচতে। এই ছোট্ট জীবনে এতোটুকু বয়সে আমার জীবনে এত কিসের বিষাদ আমি সেটাই বুঝিনা।
আমার তো কোন কিছুর অভাব নেই।আসলে আমি যদি ভাবি আমার অভাব নেই তাহলে অভাব থাকে না। আমি মনে করি এটা শুধু আমি না সবার ক্ষেত্রেই। যাইহোক, তারপরেও কেন জানি না নিজেকে খুব একা লাগে। শুধু মনে হয় পৃথিবীর মানুষগুলো খুবই স্বার্থপর। আসলে এমন অনেক ঘটনা আমার সাথে ঘটেছে যেখানে মনে হয়েছে মানুষগুলো খুবই স্বার্থপর।কারোর না কারোর কাছে আমি নিজেও হয়তো স্বার্থপর।
অনেক মানুষ আমাকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করে। যেটা আমার কাছে খুব খারাপ লাগে।তারা আমাকে স্বার্থে ব্যবহার কর এতে আমার কোন খারাপ লাগে নাই। যদি স্বার্থের পরেও আমাকে সমান গুরুত্ব দিতো তাহলে। একটা সময় অনেক বন্ধু ছিল। তাদেরকে আমি যেভাবে পেরেছি সাহায্য করেছি। একটা সময় পরে আমি যখন বিপদে পড়েছি। তখন তাদের কাউকেই আমি পাশে পাইনি। মানুষ কিভাবে এরকম করতে পারে।
যখন একা একা বসে থাকি। তখন এই কথাগুলো খুব মনে পড়ে। চারিপাশে অনেক মানুষ আছে তারপরেও নিজেকে খুব একা লাগে। মেসে থাকলে বেশি একাকী তো ফিল করি। এখানে পরিবার নেই প্রয়োজন নেই শুধু আছে আমার সমবয়সী কিছু মানুষ। তারাও যদি শুধু নিজের স্বার্থের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে বিষয়টা খুবই দুঃখজনক।
এখন আর কারো সাথে মিশতে ইচ্ছা করে না। কেন জানি না মনে হয় মানুষগুলো হয়তো আমাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করবে। আমরা কেন পারিনা মানুষের সাথে নিঃস্বার্থভাবে মিশতে। নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকতে। আচ্ছা আমি যেমন মানুষকে স্বার্থপর ভাবছি এরকম ভাবে কি অন্য মানুষ স্বার্থপর আমাকে ভাবে? অনেক প্রশ্ন আমার। কিন্তু উত্তর জানা নেই। কেন জানিনা এই পোস্টটি আপনাদের সাথে শেয়ার করলাম। কোন ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1956661637806522519?t=H6oKSbOlqSPY8aWunTAOVg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1956661950324281596?t=O-6vxKUGOmCEcXnKUetT-g&s=19
https://x.com/PurnimaBis34652/status/1956662334472036819?t=io3X5divWKBBFF5allXxAA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1956662712815190246?t=n5M2zIuBUDBybP105akyRA&s=19