"মুক্তধারা 2025"
নমস্কার
মুক্তধারা 2025:
বন্ধুরা, পোষ্টের টাইটেল দেখে নিশ্চয়ই ভাবছেন এটা কি! হ্যাঁ, সেই বিষয় নিয়েই আমি হাজির হয়ে গিয়েছি---আসলে মুক্তধারা 2025 হচ্ছে আমাদের এই বছরের ইতিহাস বিভাগের স্টুডেন্ট'স কালচারাল ফেস্টিভ্যাল অর্থাৎ ইউনিভার্সিটির সোশ্যাল প্রোগ্রাম যেটি।তো আমি যেহেতু বর্ধমান ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস গোলাপবাগে বর্তমানে এম,এ ফার্স্ট ইয়ারে পড়ছি।সেজন্য এটা আমাদের জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা।
যদিও এর আগে আমাদের কলেজেও প্রতিবছর সোশ্যাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিলো।কিন্তু রাত্রে হওয়ার কারণে আমি সেই আনন্দ উপভোগ করতে পারিনি।আর এই অনুষ্ঠানে বাইরে থেকে জনপ্রিয় শিল্পীদের কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তিকে নিয়ে আসা হয়।যাইহোক তো এই বছরও আমাদের বর্ধমান ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস গোলাপবাগে বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের এবং আরো কিছু জনপ্রিয় শিল্পীদের নিয়ে আসছে।তাদের মধ্যে রয়েছে---সুরজিৎ ও বন্ধুরা ব্যান্ড,সেঁজুতি দাস এবং ট্রাপ ব্যান্ড।
সুরজিৎ, যিনি বাংলার অন্যতম ফোক ফিউসন ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা-র কর্ণধার।এছাড়া সেঁজুতি দাস আধুনিক গান করে থাকেন,যিনি indian idol top 6 এ ছিলেন। সবমিলিয়ে বেশ জমজমাট একটি ফেস্টিভ্যাল আয়োজিত হতে চলেছে মুক্তধারা 2025 এ।যেটি জুলাই মাসের 9,10 এবং 11 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে।তাই আপনাদেরকেও জানাই স্বাগত।
তবে এটিও রাতেই অনুষ্ঠিত হবে এবং এই দিন ক্যাম্পাসে সকল বাইরের স্টুডেন্টদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়।তবে কিছু অনুষ্ঠান দিনে অনুষ্ঠিত হবে,যেগুলো উপরের লিস্টে রয়েছে।যেটা সব ডিপার্টমেন্টকে একত্রে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।এই ডিপার্টমেন্টগুলির মধ্যে রয়েছে---ইতিহাস, বাংলা ও ইংরেজি ডিপার্টমেন্ট।তো কিছু ডিপার্টমেন্ট আবার নিজেদের স্টল সাজাচ্ছে।
যেখানে আমাদের ইতিহাস ডিপার্টমেন্টও একটি স্টল সাজিয়েছে।আর তার জন্য আমাদের সকলের কাছ থেকে 350 টাকা চাঁদা ধার্য করা হয়েছিল।যেটা বেশ সীমিত আর এই টাকার মধ্যে আমাদেরকে একটি করে টি-শার্টও দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে।যদি কেউ টি-শার্ট না নিতে চায় সেক্ষেত্রে 200 টাকা বরাদ্দ করা হয়েছে।যাইহোক আমাদের ইতিহাস ডিপার্টমেন্টের স্টলের থিম হচ্ছে---হারিয়ে যাওয়া সেকালের জীবনযাত্রা। যেটার মাধ্যমে অতীতের পুরোনো বা বিলুপ্ত জীবনযাত্রাকে জীবন্ত করে তোলার প্রচেষ্টা করা হয়েছে।
তো আমরা যারা বাড়ি থেকে যাতায়াত করি তাদের জন্য হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে অবশ্য, কিন্তু দুঃখের বিষয় আমি থাকতে পারছি না এই রাতের প্রোগ্রামগুলিতে।তাই এই সুন্দর মুহূর্তের সুযোগটিও মিস করবো।তবুও আমার ইউনিভার্সিটির টি-শার্ট হাতে পেয়ে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।আর এটাও চেষ্টা করবো আমাদের ইতিহাস বিভাগ থেকে সাজানো স্টলের ছবিগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে।তো বন্ধুরা,আজ এই পর্যন্ত-ই।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|