জেনারেল রাইটিংঃ বদলি জনিত কারণে আমার বিদায় অনুষ্ঠান।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।

আজ ১৪ জানুয়ারি ২০২৪ ইং:।

বাংলায় ৩০ পৌষ ১৪৪৩ খ্রিষ্টাব্দ।

আরবি ০২ রজব ১৪৪৫ হি:।

পোস্টের হেডলাইন দেখেই হয়তো বুঝে গেছেন পোস্টটি কোন বিষয় নিয়ে হতে চলেছে। আজকে আমি আপনাদের আমার চাকরির বদলি জনিত কারণে বিদায় অনুষ্ঠান নিয়ে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম। চলুন তাহলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি।

IMG_20240114_152457.jpg

আমি প্রথম ফায়ার সার্ভিসে যোগদান করি ২০১৯ সালের প্রথম দিকে। সেই হিসাবে আমার চাকরির বয়স প্রায় ৬ বছর হতে চলেছে। আমার প্রথম পোস্টিং হয়েছিলো কালীগঞ্জ ফায়ার স্টেশনে। এখানে প্রায় চার বছর দুই মাস কর্মরত থাকার পর আমার প্রথম বদলি হয়। আমার বদলি হয় অক্টোবর মাসের ৯ তারিখের আদেশে। যখন শুনি আমার বদলি হয়েছে আমি মনে মনে খুবই ভেঙে পড়ছিলাম এবং হতাশ হয়ে পড়েছিলাম। কারণ চাকরির লাইফে এটাই আমার প্রথম বদলি।

IMG_20240114_152343.jpg

যেখানে প্রথম পোস্টিং হয়েছিল সেখানকার সহকারীদের সাথে এক অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল। যার করেন আমার সেখান থেকে আসতে খুবই কষ্ট হচ্ছিলো।
তাছাড়া স্যার এবং ওস্তাদরা খুবই ভালো ছিল তারা আমাকে ভালোবাতো। যদিও আমার চাকরি বয়স ৪ বছর ছিলো কিন্তু স্টেশন হিসেবে আমি স্টেশনের সিনিয়র ছিলাম। এই স্টেশনে যত কর্মী ছিলো তাদের ভেতরে আমি প্রথম স্টেশনে আসি।আর আমি স্টেশনে আসার পর পরে আমার স্যার কে পেয়েছি। প্রথম থেকেই স্যারের আমার প্রতি একটা আলাদা নজর ছিলো। ব্যক্তিগতভাবে স্যার আমাকে খুবই ভালোবাসতো।

IMG_20240114_151147.jpg

যার জন্য আমার ওই স্টেশন থেকে আসার কোন এসআই ছিল না। তবে আমার বদলে হওয়ার কারণে আমি যতটুকু না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট আমাদের স্যার এবং আমার সহকর্মীরা বেশি কষ্ট পেয়েছিলো।

IMG_20240114_151218.jpg

একজন মানুষ যে সবার কাছে ভালো হবে সেটা কিন্তু না। আপনি সবার কাছে প্রিয় হতে পাবেন না। আমি এই জিনিসটা আমার বিদায় অনুষ্ঠানের দিন খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি কারও খারাপ চাইনি কোন দিন। যতটুকু চেষ্টা করেছি সবার মনের মতো করে চলতে। তারপর ও অনেকের কাছে খারাপই হয়ে থাকতে হয়। আসকে দোষটা আমার না বলে আমি মনে করি।

IMG_20240114_150912.jpg

যাই কোন আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার বিদায় অনুষ্ঠান খুব সুন্দর করে আয়োজন করার জন্য। আমি ভাবিনি যে আমার বিদয় অনুষ্ঠানটা এত সুন্দর করে আয়োজন করা হবে। স্যার আমার জন্য স্পেশালি উপহারের ব্যাবস্থা করেছে।

IMG_20240114_150758.jpg

খুব কষ্ট হচ্ছিলো কালিগঞ্জ থেকে আসতে। আমার নিজের এলাকার ৪ জন ভাই ছিলো যাদের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক ছিলো। সোহাগ ভাইকে আমি স্পেশালি খুব মিস করি এখনো করছি। জানি না তার সাথে আমার কিসের এত টান। ব্যক্তিগতভাবে তাকে আমি খুবই ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে।

যাই হোক চাকরি করতে হলে এক স্থান হতে অন্য স্থানে যেতেই হবে। সোহাগ ভাই আমাকে অনকে সাহস দিতো নানা ভাবে। আমি যেন মন খারাপ না করি সেই দিকটা খেয়াল দিতো। সব শেষে সবার সাথে সাক্ষাৎ করে বিদায় নিয়ে অফিস থেকে চলে আসলাম।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। আর কোন দিন সেখানে যেতে পারবো কি না জানি না। যদি যেতেও পারি কিন্তু সেই মানুষ গুলাকে আর আমি পাবো না।

আজ এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। সবার জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হওয়া চাকরির একটা অংশ। বহুদিন এক জায়গায় থাকলে সবার প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। আর সেখান থেকে যদি চলে যাওয়া যায় তাহলে মনে বেশি খারাপ লাগে। আবার পরবর্তীতে যেখানে যাব সেখানে মানে নিতেও একটু কষ্ট হয়। সব মিলিয়ে বলা যায় বদলি হওয়াটা বেশ কষ্টের। তারপরও সবকিছু মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হল মানব জীবন মেনে নিয়ে জীবনকে চলার পথে হলো সংগ্রাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই। এক জায়গা হতে অন্য জায়গায় গেলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার মানেই হলো জীবন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন চাকরি করতে হলে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতেই হয় এটাই নিয়ম । আবার নতুন নতুন সঙ্গী সাথী হয়ে যাবে তখন আর পুরাতনদের কথা তেমন একটা মনে আসবে না । তারপরও আপনি স্পেশালি কাউকে মিস করছেন হয়তোবা তার সাথে আপনার অন্তরঙ্গ টা বেশি ছিল । ঠিকই বলেছেন সব সময় সবাই সবাইকে ভালোবাসে না । সেটা নিয়েই আমাদের চলতে হয় ।

 2 years ago 

এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে গেলে অনেকটাই কষ্ট হয়৷ এক জায়গায় থাকতে থাকতে মানুষের প্রতি একটা ভালোবাসা কাজ করতে থাকে৷ যখন তাদেরকে ছেড়ে চলে যেতে হয় তখন মন অনেকটাই খারাপ হয়ে যায়৷ তবে বদলি হওয়াটা চাকরির একটা অংশ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতেই হয়৷ আপনিও বদলি হয়েছেন৷ এভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।