জেনারেল রাইটিং: নিঃস্ব মেয়ে নীলা- শেষ পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৫ শে এপ্রিল, শুক্রবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের বাস্তব জীবনের গল্প গুলো কখনো কখনো অনেক সুখের হয়ে থাকে আবার কখনো কখনো অনেক দুঃখের হয়ে থাকে। জীবন চলতে থাকে জীবনের গতিতে হেলে দুলে। আজকে আমি আপনাদের সাথে বাস্তবতার একটি জেনারেল রাইটিং শেয়ার করবো।
আর তার কিছুদিন পরে জানতে পারলাম মাসির স্বামী অর্থাৎ মেসো হারিয়ে গেছে। আসলে হারিয়ে গেছে বললে ভুল হবে মাসির গহনা সহ অনেক কিছুই বিক্রি করে সে, পালিয়ে গেছে। এমন অবস্থায় মাসির পাশে দাঁড়ানোর মত আসলে কেউ নেই। যদি কাছের কেউ থেকে থাকে তবে তার মেয়ে নীলা আর আমাদের মেসের ছেলেপেলে।
যত দিন রাত ছিল ততই মাসি শারীরিক অবস্থা অনেক খারাপ হচ্ছিল। আমি মাসখানেক আগেও বাড়িতে গিয়ে কুষ্টিয়া শহরে গিয়েছিলাম মাসিকে দেখার জন্য। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি সাহায্য করেছি। শুধু যে আমি সাহায্য করেছি তা নয় আমার সাথে আমাদের মেসের যারা ছিল সবাই সাহায্য করে তাদের সাধ্যমত।
গত রবিবারে আমাদের কুষ্টিয়ার মেসের একদাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানালো যে, মাসি অনেক অসুস্থ হয়তো বেশি দিন আর বাঁচবে না। এমন একটা মেসেজ দেখার পর আমরা সবাই হতভম্ব। তারপর সন্ধ্যার দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আরও একটি মেসেজ দেখলাম। এমন একটা মেসেজ দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না।
সে মেসেজটা ছিল এমন "দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু"। তখন বুঝলাম যে, মাসি সবাইকে ছেড়ে স্বর্গলোকে গমন করেছে। এই সুন্দর পৃথিবী ছেড়ে হয়তো একদিন সবাইকে চলে যেতে হবে। এভাবে হঠাৎ করে কেউ চলে গেলে ভীষণ খারাপ লাগে। আমরা মেসের ছেলেপেলে সবাই মিলে কথা বলে মাসির সৎকারের ব্যবস্থা করলাম।
এখন আমাদের ধর্মীয় নীতি মোতাবেক আচার অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। সব আচার অনুষ্ঠানগুলো আগামী কয়েকদিনের ভিতরেই করা হবে। যারা কুষ্টিয়ার মেসে থাকতাম সবাই মিলেই সাহায্য সহযোগিতা করে এই আচার অনুষ্ঠানগুলো কমপ্লিট করতে হবে।
সব থেকে বেশি খারাপ লাগছে মাসির মেয়ে নীলার জন্য। কিছুদিন পরেই ওর এইচএসসি পরীক্ষা। এই মেয়েটা লেখাপড়ার পাশাপাশি অন্য একটি দোকানে কাজ করে এবং নিজের সংসার সামলায়। এখন থেকেও নিজের বলতে আসলে কেউ থাকলো না। ভাগ্যের নির্মম পরিহাসে সে, এখন শুধুই একা।
আমরা যারা মেসে ছিলাম তারা সবসময়ই নীলার পাশেই আছি। কঠিন সময়ে ওর পাশে থাকাটা আমাদের সবার জন্যই দায়িত্ব ও কর্তব্য। আপনারা সবাই নীলার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেনো নীলার ভবিষ্যৎ সুন্দর হয়।
পোস্টের বিবরন
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1916207453739618745?t=plYWGyWnuVllrkB_JBliTw&s=19
https://x.com/aongkonbd/status/1916207961187471668?t=uOnTVbVTUmxsuUjHStJWUQ&s=19
https://x.com/aongkonbd/status/1916208317313225034?t=oSi6LbeXWi-5FlsUseFAXw&s=19
https://x.com/aongkonbd/status/1916208578744226402?t=EGlswgCk4sACGDs1hqCW7w&s=19