জেনারেল রাইটিং: সময় সবকিছু, মানুষ কিছু নয়।
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে সময় সবকিছু, মানুষ কিছু নয় জেনারেল রাইটিং শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
হারানো সময় আর ফিরে আসে না। আপনি অর্থ হারালে আবার উপার্জন করতে পারেন, কিন্তু এক মুহূর্ত হারিয়ে গেলে তা চিরতরে চলে যায়।সময়ের প্রবাহ স্থির নয়। আপনি থেমে গেলেও সময় থামে না।সময়ের ব্যবহারে গড়ে ওঠে ভবিষ্যৎ। আপনি আজ সময়ের সদ্ব্যবহার করলে আগামীকাল ফল পাবেন। উপেক্ষা করলে, পস্তাতে হবে।মানুষ কেন ‘সবকিছু’ নয় মানুষ মরে যায়, বদলে যায়, ভুলে যায়। যারা আজ আপনার জীবনে গুরুত্বপূর্ণ, তারা কাল আর নাও থাকতে পারে।সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা – সবকিছুর ভিত্তি হলো সময়ের ওপর। সময় পাল্টালেই মানুষ পাল্টে যায়।প্রায়শই দেখা যায়, যখন প্রয়োজন ফুরিয়ে যায়, মানুষ সরে যায়। কিন্তু সময় তখনো একইভাবে চলে।
একসময় খুব কাছের বন্ধু ছিল যারা প্রতিদিন কথা বলতো, সব শেয়ার করত। সময়ের ব্যবধানে সেই বন্ধুত্ব হারিয়ে যায় – হয়ত ব্যস্ততা, হয়ত মনোমালিন্য। কিন্তু সময় ঠিকই কালের খাতা লিখে রেখেছে সেই স্মৃতিগুলো।একজন কর্মচারী বহু বছর ধরে কোম্পানিতে কাজ করলো। কিন্তু একদিন সে অপ্রয়োজনীয় মনে হলে ছাঁটাই হয়ে গেল। মানুষটা কোম্পানির জন্য সবকিছু দিয়েছিল, কিন্তু সময়ের প্রয়োজন পাল্টে গেলে সে ‘কিছু নয়’ হয়ে গেল।এই সত্যকে মেনে নিয়ে আমাদের উচিত এমনভাবে জীবন গড়ে তোলা যেখানে সময়ের মূল্যই হবে প্রাধান্য।
প্রতিটি মুহূর্তকেই জীবনের বিনিয়োগ মনে করে ব্যবহার করুন।সম্পর্ক গড়ুন, কিন্তু নিজের জীবনকে একমাত্র অন্যের হাতে তুলে দেবেন না।সময়কে সঙ্গী করে নিজেকে প্রতিনিয়ত দক্ষ করে তুলুন।শেষমেশ বলতেই হয় – মানুষ আসবে, মানুষ যাবে। কেউ আপনাকে মনে রাখবে, কেউ ভুলে যাবে। কিন্তু সময় কখনও আপনাকে ঠকাবে না। সে তার কাজ করে যাবে – আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন।এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র সময়। আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনি সাফল্যের পথেই থাকবেন। আর যদি অবহেলা করেন, তাহলে যতই সম্পর্ক বা সমর্থন থাকুক, তাতে কোনো লাভ হবে না। কারণ “সময় সবকিছু, মানুষ কিছু নয়।”
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
Comment Link:👇
1.https://x.com/Moto5g638776/status/1925915607649653031?t=63TqHYjWgrF-3zcTO31JWg&s=19
2.https://x.com/Moto5g638776/status/1925916285486919932?t=BpgKYGVai8evG0AQ62BBpQ&s=19