সুদীর্ঘ প্রেমের পূর্ণতা পর্ব ১
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
এই গল্পের নায়িকার নাম নিলা আর নায়ক রবিন। নিলা আর রবিন ছিল খালাতো ভাইবোনের সম্পর্কে। তবুও তাদের কারো সাথে কারো কখনো দেখা হয়নি। নিলার শৈশব কাটতো বইয়ের পাতায় ডুবে থেকে। বাবা মা তাকে খুব একটা বাইরে নিয়ে যেতেন না। পড়াশোনাই ছিল তার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু। অন্যদিকে রবিন ছিল পড়াশোনার জন্য শহরের বাইরে তার বোনের বাড়িতে। তাই তাদের পথ একবারও মেলেনি।
হঠাৎ একদিন নানার বাড়িতে প্রথম দেখা হয় নিলা আর রবিনের। রবিন প্রথম দেখাতেই নিলাকে পছন্দ করে ফেলে। কিন্তু নিলা তার দিকে তাকিয়েই দেখেনি। কারণ রবিন ছিল একটু দুষ্টু প্রকৃতির। সে সবার সাথে হাসি ঠাট্টায় মেতে থাকত, বিশেষ করে মেয়েদের সাথে। তাই নিলা তাকে গুরুত্ব দেয়নি। কে জানতো, এই ছেলেটিই একদিন হয়ে উঠবে তার জীবনের একমাত্র সঙ্গী।
ধীরে ধীরে তাদের দেখা হওয়া শুরু হয়। কখনো কথাবার্তা, কখনো একসাথে নানুর বাড়ির উঠোনে বসা। প্রথম দিকে নিলা তেমন কিছু অনুভব করেনি। একবার এক বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা হয়। সেখানেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। ভিড়ের মধ্যে হঠাৎ খাবারের থালা নিলার গায়ের উপর পড়ে যায়। সবাই অবাক হয়ে গেলেও রবিন দ্রুত এগিয়ে আসে। সে নিলার প্রতি যত্ন আর কেয়ার দেখাতে শুরু করে। সেই মুহূর্তে নিলার মনে অচেনা এক অনুভূতির জন্ম হয়। তার ভেতরে প্রথমবারের মতো রবিনকে ভালো লাগতে শুরু করে।
গল্প এখানেই শেষ নয়। বরং এখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়, নতুন এক যাত্রা, যেখানে ধীরে ধীরে তাদের হৃদয়ের দুয়ার একে অপরের জন্য খুলে যেতে থাকে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
কভার ফটো | পিক্সাবে। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
https://x.com/JannatulF57996/status/1965841013244916117
https://x.com/JannatulF57996/status/1965841817414623645