একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম!

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20250411_195450.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছে। পড়াশোনা, পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় ঠিকমতো পোস্ট করার সুযোগ হয়ে উঠছে না আমার তার পরেও চেষ্টা করছি ।নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সময় লাগছে। ঈদের ছুটিতে অনেক ঘোরাঘুরি করেছি, নানির বাড়ি গিয়েছে, খালার বাড়ি গিয়েছে। তবে আমার সবথেকে বেশি যেতে ইচ্ছে করে খালার বাড়ি। কারন আমার খালামণি একজন প্রকৃতি প্রেমিক মানুষ। বরাবরি তিনি গাছ পছন্দ করেন তাই তার পুরো বাড়ি জুড়েই বিভিন্ন রকমের দেশি বিদেশি ফল ফুলের গাছ লাগিয়ে থাকেন। পুরো বাড়িটা সবুজে ঘেরা থাকে তাই যখন তার বাড়িতে যাই মনে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করি আর সবুজের মাঝে হারিয়ে যাই।এবারেও ঈদের দুইদিন পরে সকাল সকাল আমি আর আমার ছোট বোন বাড়ি থেকে রওনা দেই। বাড়ি থেকে বের হওয়ার পথে থেকেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। প্রথমে দেখতে পাই আমাদের বাড়ির সামনের রাস্তা যাকে বলে গ্রাম বাংলার মেঠো পথ।

IMG_20250402_104926.jpg

IMG_20250402_104841.jpg


সবুজে ঘেরা গ্রাম তার মাঝে মাটির রাস্তা, দুপাশের ধানের ক্ষেত, মৃদু বাতাস সবকিছুই মনকে যেন অন্যরকম আনন্দ দিচ্ছে। গ্রামের জমিতে সেঁচ ব্যবস্থা দেখেও ভালো লাগলো। গ্রামের ভ্যানে ওঠার মজাই আলাদা। শহরের বড় বড় গাড়ি, যানবাহ তাদের কালো ধোঁয়া পরিবেশ দূষিত করে। তার চেয়ে গ্রামের ভ্যান গাড়ি অনেক ভালো এবং আরামদায়ক।চারপাশের প্রকৃতি দেখতে দেখতে আর গ্রামের ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে খালার বাড়ি পৌঁছে গেলাম। খালার বাড়িতে ঢুকতে আমার মন আরো ভালো হয়ে গেল তার বাড়ির চারপাশের সবুজ গাছপালা এবং সুন্দর সুন্দর বাহারি রকমের ফুল দেখে।

IMG_20250403_123706.jpg

চারিপাশে ছিল নয়নতারা ফুলের সমাবেশ। কি সুন্দর তো ফুল ফুটে আছে।

IMG_20250403_123647.jpg

তারপরে ছোট ছোট ঘাস ফুল এই ফুলগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ, এরা অনেক জায়গা জুড়ে ছড়িয়ে যায় এবং ছোট ছোট অনেক ফুল ধরে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। বিকেল বেলা সবুজ প্রকৃতির মাঝে বসে বিকেলের নাস্তা করলাম। এ যেন এক অন্যরকম প্রশান্তি যা শহরের এ পাথরের দেয়ালে বারান্দায় বসে যানবাহনের কোলাহলের শব্দে উপভোগ করা সম্ভব নয়।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ফটোক্যানভা অ্যাপ।
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 
Loading...
 last month 

গ্রামের সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে অনেক ভালো লাগে। আপনার খালামনি বেশ প্রকৃতি প্রেমিক মানুষ। সত্যি গ্রামের মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগে।তবে অনেক দিন হলো এভাবে প্রকৃতির মাঝে যাওয়া হয়নি। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last month 

আমাদের চারপাশে যদি সামান্য কিছু সুন্দর থাকে তাহলে প্রকৃতি। প্রকৃতির মাঝখানে আমরা যখন থাকি তখন আমাদের একেবারেই মনে হয় না যে অনেক সৌন্দর্য নিয়ে প্রকৃতি দাঁড়িয়ে আছে। কিন্তু ছবি তুললে এই সৌন্দর্য একেবারেই বদলে যায়। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে। মধুর মধুর লাগছে।

 last month 

গ্রামীন সৌন্দর্য উপভোগ করার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করতে থাকে৷ এই আনন্দ উপভোগ করার যেই আনন্দ থাকে তা একেবারে ভিন্ন ধরনের৷ আজকে আপনি সেই সৌন্দর্যকে ফুটিয়ে তুলে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা দেখে খুব ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last month 

সবুজে ঘেরা এমন প্রকৃতি ফসলের ক্ষেত রাস্তা এগুলো দেখলে নিজের মধ্যে অসাধারণ একটা ভালোলাগা কাজ করে। দারুণ লাগল আপনার পোস্ট টা আপু। সময় টা বেশ চমৎকার কাটিয়েছেন আপনি। এবং আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল।