শীতের সকালে গ্রামের প্রকৃতির পরিবেশ
আসসালামুআলাইকুম/আদাব
শীতকাল আসলে গ্রাম অঞ্চলে যেন প্রকৃতির সৌন্দর্যে ভরে ওঠে। বিশেষ করে কুয়াশা মাখা শীতের সকালে মিষ্টি রোদে রাস্তাঘাটে হেঁটে যাওয়ার মুহূর্তটা অসাধারণ হয় থাকে। আসলে গ্রাম অঞ্চলের শীত বেশি পরে। যার কারণে গ্রাম অঞ্চলে শীতের সকালে অনেক মানুষকেই হেঁটে যেতে দেখতে পাওয়া যায়। তবে শীতের সকালে পরিবারের যে প্রধান বাবা এবং দাদুরাই যেন বেশি চলাচল করে। কারণ এত শীত আর কুয়াশার মধ্যে তারা পরিবারের জন্য পরিশ্রম করে সংসার চালায়। আর পরিবারের বোঝা তাদের বইতে হবে। যার কারণে শীতের সকালে তারা কুয়াশার মধ্যেই কাজে যেতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই শীতের সকালের মিষ্টি রোদের মুহূর্তগুলো আমার কাছে ভালো লাগে। তবে শীতের কুয়াশার মধ্যে সকাল বেলা স্কুলে যেতে খুবই খারাপ লাগতো আমার।
আমার মতো হয়তো অনেকেই রয়েছে শীতের সকালে স্কুলে যেতে চাইতো না। আবার বেশি যখন শীত পড়ে তখন গোসল দেওয়া নিয়ে অনেক ধরনের বাইনাল করতাম। তবে মায়ের শাসনে সেই বায়না গুলো থাকত না। তবে শীতের মিষ্টি রোদে গ্রাম অঞ্চলে ছেলেরা বাড়ির বাইরে রোদে গোসল দেওয়ার মুহূর্তগুলো অসাধারণ ছিল। এই দৃশ্যগুলো এখন যেন আর চোখেই পড়ে না। তবে গ্রামে গেলে কিছু দৃশ্য আমরা দেখতে পাই। যে শীতের সকাল মিষ্টি রোতে গোসল করার মুহূর্ত আসলে মজার ছিলো।
গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে খেজুরির গাছ যেন অনেক রয়েছে। আর শীতকালে এই গাছ গুলোতে হাড়ি বেঁধে দেওয়া হয়। যার কারণে গাছে গাছে খেজুরের রসের মিষ্টি গন্ধে মন যেন পাগল হয়ে যায়। তাইতো শীতের সকালে বন্ধুদের নিয়ে অনেক খেজুরের গাছের হাড়ি পেরে আমরা খেয়েছি। সেই মুহূর্তগুলো ভাবতেই অনেক বেশি ভালো লাগে। আবার শীতের সকালে গ্রাম অঞ্চলের মানুষদের কাঁধে করে খেজুরের রস বিক্রি করতে সকালবেলায় বাজারে চলে যায়। তাদের কাছ থেকে খেজুরের রস খাওয়ার মজাটাই যেন অন্যরকম ছিল। এই দৃশ্যগুলো সত্যি আমাকে মুগ্ধ করতো।
তারপরে শীতকালে বাড়ি বাড়ি পিঠার আয়োজন করা হয়। তাছাড়া শীতকালে বেশিরভাগই মাহফিলের আয়োজন করা হয়। আর এই মাহফিলকে কেন্দ্র করে গ্রাম অঞ্চলে যেন উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাই। সকল আত্মীয়-স্বজন এক জায়গায় হয়ে শীতের মধ্যে সরো হয়ে গল্প করার মজাটা অনেক আনন্দের। আর সবাইকে সাথে নিয়ে শীতের পিঠা খাওয়ার মজাদার মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে আমার। যার কারণে শীতকাল আমার কাছে অনেক প্রিয়। শীতকালে যেন আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে অনেক আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ করা যায়।
তাছাড়া শীতকালে পরিবেশ আমার বেশি ভালো লাগার কারণ হলো পরিবেশের মধ্যে যেন অন্যরকম একটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে। শীতকালের পরিবেশ অনেক বেশি ভালো লাগে কুয়াশার মধ্যে সকালবেলা পরিবেশ।আর হেঁটে যাওয়ার মজাটাই অন্যরকম। তাছাড়া গাছে গাছে ফুলের সমাহার আর খেজুরের রসের মিষ্টি গন্ধ যেন মুগ্ধ করে আমাকে। যার কারণে শীতের পরিবেশ আমার খুবই ভালো লাগে। আর এই শীতের অনুভূতিমূলক কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগছে। আশা করছি আমার মতে আপনাদের কাছেও শীতের পরিবেশ ভালো লাগে।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1862917134256591178?t=ZqFmxJMWg7w0USO2vDnBZA&s=19
শীতের সকালে গ্রামের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আরো বেশি ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। দেখে অনেক ভালো লাগলো।
শীতের সকালে গ্রামের প্রকৃতির বর্ণনা সত্যিই মনোমুগ্ধকর! খেজুরের রস, কুয়াশা মাখা রাস্তা, আর পিঠার আয়োজন—সব মিলিয়ে গ্রাম্য শীতের সৌন্দর্য অসাধারণভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য