বন্ধুর বিয়েতে না যেতে পারার কষ্ট

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

woman-792162_1280.jpg

source

বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। সুখে-দুঃখে, হাসি-কান্নায় বন্ধুরাই আমাদের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে। তাই কোনো বন্ধুর জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত,তার বিয়েতে,পাশে না থাকতে পারা নিঃসন্দেহে এক কঠিন কষ্টের অভিজ্ঞতা। আমি নিজেও এই অনুভূতির মধ্য দিয়ে হেঁটেছি, যখন প্রিয় বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে পারিনি।

দিনটির কথা ভাবলেই বুকের ভেতরটা আজও ভারী হয়ে ওঠে। অনেকদিন আগে থেকেই বিয়ের খবর শুনে আমি আনন্দে ভেসেছিলাম। কত স্বপ্ন ছিল মনে,সঙ্গে গিয়ে হাসি-আড্ডায় মেতে ওঠা, সাজপোশাকে ছবি তোলা, আর একসাথে স্মৃতির ঝুলি ভরিয়ে তোলা। বন্ধুর জীবনের এই নতুন অধ্যায়কে কাছ থেকে দেখব, তার পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করব,এই ছিল অন্তরের ইচ্ছে। কিন্তু নিয়তির খেলায় সব পরিকল্পনা ভেস্তে গেল। হঠাৎ কিছু অপ্রত্যাশিত কারণে যাওয়া সম্ভব হলো না।

বিয়ের দিন যত এগিয়ে আসছিল, আমার মন ততটাই অস্থির হচ্ছিল। চারপাশে সবাই আনন্দের প্রস্তুতিতে ব্যস্ত, আর আমি শুধু চুপচাপ বসে ভাবছিলাম, আমি থাকব না সেই অনুষ্ঠানে। যেদিন বিয়ে হলো, সেদিন মনটা অদ্ভুতভাবে ভারী হয়ে ছিল। ফোনে ছবি আর ভিডিও দেখে হাসিমুখগুলো উপভোগ করেছি, কিন্তু ভেতরে ভেতরে হাহাকার থামেনি। বন্ধুকে দূর থেকে দেখেছি, লাল শাড়ি কিংবা শেরওয়ানির সাজে নতুন জীবনের পথে হাঁটতে,কিন্তু আমি ছিলাম শুধু একজন দর্শক, পাশে থেকে অংশ নিতে পারিনি।

বন্ধুর বিয়ে শুধু আনন্দ নয়, বরং বন্ধুত্বের সম্পর্কের জন্যও এক বিশেষ অধ্যায়। সেখানে উপস্থিত থাকা মানে বন্ধুত্বের বাঁধনকে আরও দৃঢ় করা। তাই না যেতে পারায় মনে হয়েছে, যেন তাকে কোনোভাবে নিরাশ করলাম। যদিও আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল সবকিছু, তবুও এক অদৃশ্য অপরাধবোধ কাজ করেছিল।

তবুও আমি জানি, সত্যিকারের বন্ধুত্ব দূরত্ব দিয়ে মাপা যায় না। আমি যদিও শারীরিকভাবে পাশে ছিলাম না, তবুও অন্তরের গভীর থেকে তার জন্য প্রার্থনা করেছি। শুভেচ্ছা আর ভালোবাসা পৌঁছে দিয়েছি দূর থেকে। আসলেই, সত্যিকারের বন্ধু বোঝে,প্রসঙ্গের চেয়ে অনুভূতিই বড়।

এই অভিজ্ঞতা আমাকে নতুন শিক্ষা দিয়েছে। জীবনের প্রতিটি সুযোগকে আঁকড়ে ধরতে হবে, কারণ সব সময় আরেকটি সুযোগ আসে না। প্রিয়জনের আনন্দঘন মুহূর্তে পাশে থাকার সুযোগ মিস করা সত্যিই বেদনার, তাই আগামী দিনে এমন কোনো মুহূর্ত হারাতে চাই না।

যদিও প্রিয় বন্ধুর বিয়ের দিন আমি পাশে থাকতে পারিনি, তবুও আমার ভালোবাসা, শুভকামনা আর আশীর্বাদ সবসময় তার সাথেই আছে। বন্ধুত্ব এত শক্ত যে একটি দিন না থাকার কারণে তা দুর্বল হয় না। বরং এই কষ্ট আমাকে আমাদের সম্পর্ককে আরও মূল্য দিতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আমরা একসাথে আরও অনেক স্মৃতি গড়ব, আর এই অপূর্ণতাকে আনন্দ দিয়ে ভরিয়ে তুলবো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.