সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

sylvester-3036573_1280.jpg

source
প্রথমে জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর আমাদের সবার মনে যেন আনন্দ হাসি এবং আমাদের স্বপ্ন পূরণের আশা আমরা যেন দেখতে পারি এই দোয়া রইল। আসলে পুরাতন বছরকে আমরা বিদায় দিয়েছি, আর এই পুরাতন বছর জুড়েই যেন আমাদের মধ্যে অনেক স্মৃতি রয়েছে। এই বছর আমরা অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু আমরা হারিয়েছি। বিশেষ করে আমরা যেমন আনন্দ এবং সুখের দিনগুলো পেয়েছি, তেমনি কিছু দুঃখের দিনগুলো আমাদের মাঝে ছিল। তাই পুরনো দিনের সকল স্মৃতি আমরা মুছে ফেলে এবং নতুন বছরের দিনগুলোকে আঁকড়ে ধরে সামনের এই নতুন বছরকে আমরা বরণ করে নিয়েছি, পুরাতন বছরে যে যে ভুল আমরা করেছি সেই ভুলগুলো শুধরে নিয়ে, যেন আমরা নতুন বছরের সুন্দরভাবে নতুন ঠিকানার সাথে চলতে পারি এই দোয়া রইল সবার জন্য।


দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। আসলে কিভাবে যে এই দিনগুলো পার হয়ে যাচ্ছে আমরা যেন বুঝতেই পারছি না। এই তো মনে হলো সেদিন ২০২৪ সালকে আমরা বরণ করলাম,বন্ধুরা সবাই মিলে পিকনিকের আয়োজন এর মধ্যে দিয়ে। তাই তো মনে হচ্ছে হঠাৎ করেই যেন ৩৬৫ দিন আমরা পার করেছি। আসলে এই দিনগুলো আমরা পার করেছি অনেক স্মৃতি নিয়ে, প্রত্যেকটা বছরই আমরা পার করি অনেক স্মৃতি নিয়ে। এই স্মৃতিগুলো যেন জমা হয়ে থাকে এভাবেই যেন বছরে পর বছর। একটি বছর আমাদের মাঝ থেকে চলে গেল, আমরা এভাবেই যেন এক সময় আমাদের শেষ বিদায় আমরা এসে পৌঁছাব। তবে এই পৃথিবীতে আমরা সারা জীবনে বেঁচে থাকবো না, এভাবেই নতুন বছরকে আমরা বরণ করে নেব। তাই আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিয়ে আমরা এমন ভাবে কাজ করবো, যেন আমরা যুগের পর যুগ বেঁচে থাকতে পারি। তাইতো পুরাতন বছরে আমরা যে যে ভুল করেছি, পুরাতন বছরে আমরা যতটা সাফল্য অর্জন করেছি। সেই সফলতাকে কেন্দ্র করে নতুন বছরে যেন আমাদের নতুন সূর্য উদয়ের সাথে আমাদের পথ চলাটা আরো আলোকিত হয় এটাই যেন আমাদের প্রত্যেকেরই মনের ভিতরে কাম্য থাকে।


আমরা প্রত্যেকেই হয়তো নতুন বছরকে অনেক আনন্দের সাথে বরণ করে নিয়েছি, কেউবা পরিবারের সাথে হাসি আনন্দ এবং উৎসবের মধ্যে দিয়ে এই নতুন বছরকে বরণ করে নিয়েছি। কেউ বা বন্ধু বান্ধবের সাথে কেউ বা প্রিয় মানুষের সাথে এই নতুন বছরকে আমরা স্বাগতম জানিয়েছি। আসলে আমরা যে যেভাবেই হোক না কেন নতুন বছর পেয়ে অনেক আনন্দিত হয়েছি। আর এই নতুন বছর যেন আমাদের সুখের কারণ হয়ে যায়, এটাই যেন আমরা কামনা করেছি। তাই নতুন বছরের প্রত্যেকটা দিন এবং নতুন বছরের প্রত্যেকটা সময় যেন আমরা সাফল্যতাময় এবং উন্নতি এবং সাফল্য বয়ে আনতে পারি সেই লক্ষ্য নিয়েই আমাদের পথ চলাকে আরো শক্তিশালী করতে হবে।


পুরাতন বছরে আমাদের অনেক দুঃখ কষ্ট এবং আমাদের অভাব থেকে যায়। এই অভাব গুলো নিয়ে যেন আমরা মানসিক শান্তি পায় না। আমরা যদি মনের সাহস রেখে সৎ ভাবে নতুন বছরের সুন্দর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই। তাহলে এই নতুন বছর আমাদের সাফল্য বয়ে নিয়ে আসবে। তাই আমি আমার বাংলা ব্লগের সকল পরিবারের সদস্যদেরকে নতুন বছর শুভেচ্ছা জানাই, সাথে এই নতুন বছর যেন আমাদের পথ চলা যেন আরো সাফল্যময় হয়ে আসে এই জন্য আমরা সকলেই একসাথে মিলে মিশে থাকবো। নতুন বছরের কাজগুলো মন দিয়ে করব এবং নতুন বছর আমরা মিলেমিশে নিয়ে আরো এই পরিবারকে আরো শক্তিশালী করে গড়ে তুলব।


তাই আমার বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি আবারো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। নতুন বছরের প্রত্যেকটা দিন যেন আনন্দ হাসি বয়ে নিয়ে আসে সবার মনে এবং পরিবারের সাথে যেন হাসি আনন্দে এবং স্বপ্ন পূরণের এই বছরটি যেন আমাদের সকলের হয়, এই দোয়া ও ভালোবাসা রইলো।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 3 months ago 

GridArt_20250102_010613800.jpg

 3 months ago 

প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।খুব তাড়াতাড়ি ২৪ সালটা শেষ হয়ে গেল।আমরা এখন ২৫ এ পদার্পণ করলাম। ২৫ সাল আমাদের জন্য অন্যরকম ভাবে হোক।২৫ সাল আমাদের স্বপ্ন পূরণের বছর হোক।নতুন বছরের নিয়ে আমাদের মাঝে সাবলীল ভাষায় শুভেচ্ছা বার্তা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনাকে ভাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শুভ নববর্ষ। নতুন বছরে আমাদের স্বপ্ন গুলো পূরণ হোক। আমাদের প্রতিটি মুহূর্ত যেন খুব আনন্দময় এবং সুখের হয়ে উঠে এই আশা ব্যক্ত করি।

 3 months ago 

নতুন বছরের প্রান ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে।একটা বছর যাওয়া মানে শুধু ৩৬৫ দিন যাওয়া নয় তার সাথে যায় ফেলে আসা স্মৃতি, আবেগ, ভালবাসা।কথাগুলো মনে গেঁথে গেল এত সুন্দর লিখেছেন।ধন্যবাদ আমাদের সাথে নতুন বছরকে ঘিরে আনন্দ এবং পুরনো বছরের স্মৃতি সব মিলিয়ে আমাদের কাছে প্রকাশ করার জন্য।

 3 months ago 

নতুন বছরটি আপনার জীবনেও শান্তিময় হোক এবং পরিবারের সকলকে নিয়ে নতুন বছরের পথ চলা যেন আনন্দময় এই দোয়া করি।