মাতৃভূমির প্রতি দায়িত্ব এবং কর্তব্য।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মাতৃভূমির প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


hand-505277_1280.jpg



লিংক

আমরা যে ভূমিতে জন্মগ্রহণ করেছি সেই ভূমি হল আমাদের কাছে মাতৃভূমি। অর্থাৎ আমাদের শৈশবকাল থেকে আমরা এই মাতৃভূমির উপরে আস্তে আস্তে বড় হয়েছি এবং এই জন্মস্থান থেকে আমরা বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে আজ বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পেরেছি। কিন্তু একটা জিনিস আমরা সব সময় নিজেদের মনের মধ্যে বুঝতে পারি যে আমরা যখন আমাদের জন্মভূমিকে ছেড়ে দূরে কোথাও চলে যায় তখন কিন্তু আমাদের জন্মভূমির প্রতি আলাদা রকমের একটা টান চলে আসে এবং মনে হয় যেন কখন আমরা আমাদের সেই জন্মভূমিতে ফিরে যাই। অর্থাৎ মাতৃভূমি আমাদের শৈশব কালটা এত সুন্দর করেছে এবং তারা আমাদের এমনভাবে লালন-পালন করে বড় করে তুলেছে এজন্য আমরা মাতৃভূমির ঋণ কখনো শোধ করতে পারব না।


আসলে এই পৃথিবীতে আমরা সবাই তার নিজের জন্মভূমির অর্থাৎ মাতৃভূমির প্রতি একটা আলাদা ধরনের টান থাকে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন সে কিন্তু সেই দেশের জন্য সব সময় কাজ করে এবং সেই দেশকে যদি কেউ একটা খারাপ কথা বলে তাহলে কিন্তু অন্য সবাই কখনো মুখ বুজে সহ্য করে না। অর্থাৎ তারা কিন্তু সব সময় চেষ্টা করে কি করে নিজেদের মাতৃভূমিকে অন্যান্য দেশ অপেক্ষা আরো উঁচু স্থানে নিয়ে যাওয়া যায় এবং এমন কোন কাজ কখনোই করে না যে যাতে করে তাদের মাতৃভূমির সম্মান নষ্ট হবে। অর্থাৎ এক একজনের মাতৃভূমির প্রতি ভালবাসা এবং টান এক এক ধরনের হয়ে থাকে। আর এর জন্য তারা তাদের মাতৃভূমির জন্য জীবন দিতে প্রস্তুত।


আসলে যারা মাতৃভূমির জন্য জীবন দিতে প্রস্তুত তারা কিন্তু কোন কিছুর বিনিময় তাদের মাতৃভূমিকে অন্যের কাছে ছোট হতে দেবে না। আসলে এরকমটাই আমাদের সবার হওয়া উচিত। কেননা কেউ এসে আমাদের মাতৃভূমিকে খারাপ বলে যাবে এবং আমরা মুখ বুজে সহ্য করব তা কিন্তু কখনোই নয়। এছাড়া বিভিন্ন মানুষ আছে যারা জন্মগ্রহণ করে কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় চলে যায়। কিন্তু তারা যত দূরেই যাক না কেন তারা কিন্তু সবসময় তাদের মাতৃভূমির জন্য চিন্তা ভাবনা করে এবং সময় পেলে তারা আবার সেই মাতৃভূমিতে ফিরে যেতে চায়। মনে হয় যেন মাতৃভূমির সাথে আমাদের একটা নাড়ির টান রয়েছে। আর এজন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের মাতৃভূমির কি করে উন্নতি করা যায়।


কিছু কিছু লোক আছে যারা কিনা যেখানে জন্মগ্রহণ করেছে সেই ভূমির ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করে। আসলে এরকম বিশ্বাসঘাতক লোকেদের বেঁচে থাকার কোন অধিকার নেই আমার কাছে মনে হয়। আসলে আমাদের মাতৃভূমি হল আমাদের মায়ের সমান। কেউ যদি আমাদের মাকে অপমান করে তখন আমরা যেমন চুপ করে কখনোই থাকি না ঠিক তেমনি কেউ যদি আমাদের মাতৃভূমিকে ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু আমরা কখনোই মুখ বুজে সহ্য করব না। আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই মাতৃভূমির প্রতি ভালবাসা বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে মাতৃভূমি হল তাদের মায়ের সমান। আর এভাবে তাদের মধ্যে দেশপ্রেম গড়ে উঠবে এবং তারা সব সময় তাদের মাতৃভূমির জন্য কাজ করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 days ago 

মাতৃভূমির প্রতি যে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা আপনার লেখায় ফুটে উঠেছে, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সত্যিই মাতৃভূমি আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয়স্থল এবং চিরন্তন সম্পর্কের প্রতীক। জন্মভূমির সম্মান রক্ষা করা এবং তার উন্নতির জন্য অবিচল প্রেরণা সবার থাকা উচিত। আপনার এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় দেশপ্রেমের মহত্ত্ব ও কর্তব্যের গুরুত্ব। ধন্যবাদ এমন মূল্যবান চিন্তা ভাগাভাগি করার জন্য।