সবার জীবন একই রকম নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবার জীবন একই রকম নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


life-8661191_1280.webp



লিংক

এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে কিছু কিছু মানুষ আছে সুখে শান্তিতে বসবাস করে আবার কিছু কিছু মানুষ আছে দুঃখের মাঝে তাদের দিন কাটাতে থাকে। অর্থাৎ মানুষের জীবনে যদি লক্ষ্য বলে কোন কিছু না থাকে সেই মানুষগুলো সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অনেকে মনে করে যে এই পৃথিবীতে আমরা যেহেতু গরীব পরিবারের জন্মগ্রহণ করেছি তাই আমাদের জীবন সবসময় কষ্টের মধ্যে যাবে। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষের জীবন কিন্তু কখনো একই রকম হয় না। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে সেই চেষ্টা প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হবে।


একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি সৎভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে পরবর্তীতে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করে আছে। আসলে পৃথিবীতে বেশিরভাগ মানুষ কিন্তু চায় যে তারা কম পরিশ্রম করে জীবনে উন্নতি লাভ করুক। আসলে যারা কাজে ফাঁকি দেয় তাদের জীবনটা বিভিন্ন ধরনের কষ্টের মধ্য দিয়ে কাটতে থাকে। আসলে কিছু কিছু জীবনে আমরা দেখতে পাই যে সেই মানুষগুলো সারা জীবন কঠোর পরিশ্রম করেও তারা তাদের নিজেদের জীবনে উন্নতি নিয়ে আসতে পারে। কেননা তাদের পিছনে যে মানুষগুলো থাকে তারা সব সময় সেই মানুষগুলোর উপর নির্ভরশীল এবং তারা কখনো চায় না যে সেই মানুষটা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে।


আসলে মানুষের সঙ্গী যদি ভালো না হয় তাহলে সেই মানুষের জীবন কখনো একই রকম যায় না। অর্থাৎ তার জীবনে সব সময় দুঃখ থাকে। কিন্তু উঁচু-নিচু বিচার বিবেচনা না করে যদি আমাদের মনবল কে স্থির রেখে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই একদিন না একদিন সামনের দিকে এগিয়ে যাব এবং এর ফলে আমাদের জীবনের অবশ্য উন্নত নেমে আসবে। আসলে যারা শুধুমাত্র বসে বসে ভাবতে থাকে যে কি করে তাদের জীবনে উন্নতি নিয়ে আসা যায় তারা কিন্তু তাদের জীবনে কখনোই কোন উন্নতি নিয়ে আসতে পারে না। একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষকে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে।


আমরা মানুষের যদি কোন উপকার করতে না পারি তাহলে কখনো তাদের ক্ষতি করার চেষ্টা করব না। আর আমরা যদি মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারি উন্নতির দিকে তাহলে সে মানুষগুলো আমাদের সারাজীবন মনে রাখবে এবং সেই মানুষগুলো স্মৃতি আমরা মনে রেখে সারা জীবন আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তাইতো পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করে তাদের জীবনটা এক রকম যায় এবং যারা অলসের মতো দিন কাটায় তাদের জীবনটা আরেক রকম যায়। এভাবে প্রত্যেকটা মানুষের জীবনে পরিশ্রমের উপর নির্ভর করে তাদের বাকি জীবনটা কেটে যেতে থাকে। তাইতো আমাদের সবার উচিত সবসময় উন্নত চিন্তা ভাবনা করা এবং উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করা।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।