জলের অপচয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জলের অপচয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


faucet-3240211_1280.jpg



লিংক

জলের অপর নাম জীবন। কেননা মানব দেহে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল জল। আসলে আমাদের এই পৃথিবীতে স্থলভাগ অপেক্ষা জল ভাগের পরিমাণ অনেক বেশি। মানুষের দৈনন্দিন কাজে জলের ব্যবহার অনস্বীকার্য। আমরা নদীপথ এবং সমুদ্র পথের মাধ্যমে খুব দ্রুত এবং অল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পরিবহন করতে পারি। আসলে এখন একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখছি যে বর্তমান সময়ে মানুষ যেভাবে জলের আঁধার গুলো বন্ধ করে ফেলছে এতে করে স্থলভাগ থেকে জলের পরিমাণটা অনেক বেশি কমে যাচ্ছে। কেননা মানুষ যদি এই জলের অতিরিক্ত অপচয় করে এর ফলে কিন্তু জলের পরিমাণ কমে যায়। এছাড়া আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠের অনেক গভীরতায় এখন জল পাওয়া যাচ্ছে।


কিছুদিন আগেও আমরা অল্প গভীর নলকূপ স্থাপন করে জল উত্তোলন করতে পারতাম। কিন্তু এখন হাজার ফুট নিচে গেলেও সেই জলের স্তর আমরা এখন আর পারছি না। অর্থাৎ মানুষ তাদের প্রয়োজনে তুলনায় অতিরিক্ত জল উত্তোলন করার ফলে মাটির নিচে জলের স্তর দিন দিন নেমে যাচ্ছে। আসলে এখন আমরা রাস্তার আশেপাশে দেখতে পাই যে কিভাবে রাস্তার পাশের জলের ট্যাপ গুলো সব সময় খোলা রয়েছে। সেখানে সারাদিন একটানা জল পড়ে যাচ্ছে। কেননা এই ট্যাপ গুলো মেরামত করার কেউ নেই। কিন্তু একটা জিনিস মানুষ এখনো বুঝতে পারছে না যে এখন যদি আমরা জলের অপচয় বন্ধ না করি তাহলে একটা সময় আমাদের জলের জন্য হাহাকার করতে হবে। কেননা বিশুদ্ধ জলের অভাব অলরেডি শুরু হয়ে গেছে।


এছাড়াও মানুষ দিন দিন ব্যবহারের জিনিসগুলো বিভিন্ন নলকূপ এবং নদী নালা, খাল, বিলে ফেলে দেওয়ার ফলে সেই সব নদীগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে নদীর গতিপথ যদি এসব আবর্জনার ফলে পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগের সৃষ্টি হয়। অর্থাৎ সব থেকে বেশি সৃষ্টি হয় বন্যার। যেহেতু এইসব আবর্জনা গুলো নদীর তলদেশে গিয়ে নদীর তলদেশের উচ্চতা কমিয়ে ফেলে এবং অতিরিক্ত জল যখন এই নদী নালা গুলোতে প্রবেশ করে তখন এই জল ভূপৃষ্ঠে উঠে আসে। আর এর ফলে প্রতিবছর আমরা বন্যা দেখতে পাই। আসলে এভাবে যদি নদী নালার পাশে কলকারখানা গুলো গড়ে ওঠে এবং কলকারখানার বজ্র পদার্থগুলো এই নদীর জলে মিশে যায় তাহলে জল দূষিত হবে। আর এর ফলে জলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়বে।


তাইতো আমাদের সবাইকে অবশ্যই এই জলের অপচয় সম্পর্কে সচেতন হতে হবে এবং কেউ যেন প্রয়োজনের অতিরিক্ত জল অপচয় না করে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। আসলে আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই জলের অপচয় সম্পর্কে বুঝাতে হবে এবং তারা যাতে ভবিষ্যতে জলের অপচয় না করে বরং জল সঞ্চয় করে সেদিকে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা আমরা যদি এখন জলের অপচয় না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে জন্ম গ্রহণ করে তাদের জলের জন্য বিভিন্ন ধরনের কষ্ট পেতে হবে। আসলে জল মানুষের জীবন বাঁচায়। তাই আমাদের সবার উচিত যেখানে সেখানে জলের ট্যাপ গুলো বিনা কারণে খুলে না রাখা। আর গণমাধ্যমে বোঝাতে হবে যে জলের গুরুত্ব কতটা বেশি এবং কেউ যেন জলের অপচয় না করে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।