সত্য কথা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সত্য কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


conference-7693055_1280.webp



লিংক

এই পৃথিবীতে সত্য কথা বলার মত সৎ সাহস কিন্তু সবার মধ্যে কখনোই থাকে না। কেননা একজন ব্যক্তি জীবনে যদি সৎ ভাবে চলতে পারে এবং সবার সাথে সত্য কথা বলতে পারে তাহলে তাদের মতো ভালো মানুষ আমরা আর এই পৃথিবীতে একটিও কখনো খুঁজে পাবোনা। একটা জিনিস আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে যারা সবসময় সত্য কথা বলে এবং সত্য কথা বলার মত সৎ সাহস নিজেদের ভিতর রাখতে পারে তারা কখনো কোন কিছুকে কখনোই ভয় পায় না। অর্থাৎ তারা সব সময় অন্যান্য মানুষদেরকে সত্য পথে চলার জন্য চেষ্টা করে এবং নিজেরাও নিজেদের মতো করে একটা সুন্দর জীবন গঠন করতে পারেন। আসলে এই সত্য কথা বলার মতো সৎ সাহস একটা মানুষকে খুব ছোট থেকেই শিখে আসতে হয়।


আসলে একটা জিনিস তো আমরা সবাই জানি যে একটা মিথ্যা কথা কে ঢাকা দেওয়ার জন্য তাকে হাজারো মিথ্যা কথা বলতে হয়। অর্থাৎ আপনি যদি কোন একটা মিথ্যা কথাকে আড়াল করার চেষ্টা করেন তাহলে সেই মিথ্যা কথার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড করতে হবে। আর আপনি যদি সেই ক্ষেত্রে সত্য কথা বলে যান তাহলে আপনি যদিও সেই সময়ের জন্য সামান্য শাস্তি পান তবুও কিন্তু আপনাকে এই একটা সত্য কথা বলার জন্য হাজারো মিথ্যা কথা কখনো বলতে হয় না। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সত্য কথা বলে তাদের মন মানসিকতা কিন্তু অন্যান্য মানুষের মন মানসিকতার থেকে সব সময় আলাদা ধরনের হয়ে থাকে।


আসলে এই পৃথিবীতে আমরা একটা জিনিস দেখি যে বর্তমান সময়ে মিথ্যার জগতে আমরা বসবাস করছি। অর্থাৎ এই জগতের চারিদিকে শুধু মিথ্যা দিয়ে মানুষ চলাচল করার চেষ্টা করছে এবং খুব দ্রুত উপরের দিকে ওঠার চেষ্টা করছেন। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি সব সময় সত্য কথা বলে সৎ পথে চলতে পারি তাহলে মিথ্যা কখনো আমাদেরকে আমাদের সেই অবস্থান থেকে মোটেও সরাতে পারবে না। এজন্য নিজেদের মন-মানসিকতাকে অবশ্যই শক্ত করার প্রয়োজন। কেননা এমন এমন ক্ষেত্রে রয়েছে যেখানে আমরা যদি সত্য কথা বলি তাহলে আমরা এর জন্য হয়তোবা শাস্তি পাব কিন্তু সেই শাস্তি কি আমরা কখনো ভয় পেলে চলবে না। আসলে আমরা সেই শাস্তিকে মাথা পেতে নেব।


কেননা এই পৃথিবীতে মানুষের দ্বারা সব সময় যে সব ধরনের কাজ সঠিকভাবে হবে এমন কোন কথা নেই। আর এজন্য একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে সত্য কথা বলতে পারি এবং সৎ পথে চলতে পারি তাহলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারব যেখানে সবাই মিলে আনন্দে বসবাস করতে পারবো। এজন্য একটা বিষয়ে আমাদের সবাইকে অবশ্যই জ্ঞান লাভ করতে হবে সেটি হল সত্য কথা বলার মত সৎ সাহস। আর আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সত্য কথা বলতে শেখাতে পারি এবং তাদের মধ্যে সত্যকে জাগ্রত করতে পারি তাহলে কিন্তু তারা আস্তে আস্তে জীবনে সৎ পথে চলার চেষ্টা করবে এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। এজন্য আমাদের সব সময় সত্য কথা বলতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Realmente me ha gustado mucho tu tema de hoy .

Hoy la verdad no resulta atractiva, por eso es más fácil mentir. Y es cierto, la verdad requiere mucha valentía.

Lo que si te puedo asegurar es que la verdad nos brinda paz, libertad. Así lo mencionó el gran maestro

"la verdad los hará libre"

Un gran abrazo desde este rincón del mundo llamado Venezuela 🇻🇪