পাপ পুণ্যের হিসাব পৃথিবীতেই হবে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পাপ পুণ্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


walk-4378088_1280.jpg



লিংক


সৃষ্টিকর্তা যেমন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক তেমনি এই সৃষ্টিকর্তা আমাদের সকল কর্মের হিসাব লিপিবদ্ধ করে রাখেন। অর্থাৎ এই পৃথিবীতে এসে আমরা যদি সবসময় ভালো কাজ করি তাহলে সেটিও তার নজরে থাকে এবং আমরা যদি সবসময় খারাপ কাজ করি সেটিও কিন্তু তিনি সবসময় হিসাব করে রাখেন। এই পৃথিবীর কোন কিছু কখনো সৃষ্টিকর্তার নজর এড়িয়ে করতে পারেনা। আপনি যদি মনে করেন যে আপনি অন্যের নজর এড়িয়ে খারাপ কাজ করবেন এবং সেই খারাপ কাজ যদি কেউ বুঝতে না পারে কিন্তু এই ভাববেন না যে আপনি পার পেয়ে গেলেন। আমার মনে হয় যে এই পৃথিবীতে আপনি যতটা বেশি পাপ কাজ করবেন ঠিক ততটা বেশি কষ্ট আপনাকে এই পৃথিবীতেই ভোগ করতে হবে। কেউ আপনাকে আর রক্ষা করতে পারবে না।


আসলে এটি কিন্তু আমাদের মুখের কথা নয়। কেননা আমরা অনেক মানুষকে দেখেছি যারা একটা সময় মানুষের উপর অন্যায় অত্যাচার করত এবং বিভিন্নভাবে মানুষের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিত। কিন্তু সেই সব লোকেরা যতই অর্থের মালিক হোক না কেন তারা কিন্তু কখনো জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারেনি। অর্থাৎ তারা তাদের এই পাপ কর্মের জন্য সবসময় শাস্তি পেয়েছে এবং এই শাস্তি যে কতটা ভয়ানক হয়েছে তা একমাত্র তারাই বুঝতে পারে। আসলে বর্তমান সময়ে আমরা দেখি যে এই পৃথিবীতে এখন খারাপ লোকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আর এসব খারাপ লোকেরা সব সময় ভালো মানুষের উপর অত্যাচার করে এবং কি করে তাদের বিপদে ভোলা যায় সেই ধরনের চিন্তাভাবনা করে। তারা কখনো শাস্তির ভয় পায় না।


আর এজন্য তারা তাদের শেষ বয়সে এতটা মারাত্মক শাস্তি পায় যে তাদের দেখে যদি অন্যান্য মানুষেরা শিক্ষা নিয়ে জীবনে পাপ কাজকর্ম ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু তারা এই সমাজে ভালোভাবে বসবাস করতে পারবে এবং শেষ বয়সে এসে সামান্য একটু সুখ উপভোগ করতে পারবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যেসব কর্ম করি না কেন সব কিছু কিন্তু একটু ভালো থাকার জন্য করি। কিন্তু এই ভালো থাকার জন্য যদি আমরা অন্যের ক্ষতি করে নিজেরা সুখে থাকার চেষ্টা করি তাহলে আমরা কখনো সুখে থাকতে পারবো না। আর আমাদের প্রত্যেকটা পাপ কর্মের ফল আমাদের নিজেদেরকে ভুগতে হবে। আর আপনার খারাপ কাজের ফল কিন্তু কেউ ভোগ করতে কখনো আসবে না।


আর এজন্য আমাদের এই পাপ পুণ্যের হিসাব মাথায় রেখে এই পৃথিবীতে সব সময় ভালো কর্ম করে যেতে হবে এবং আমাদের দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে বোঝাতে হবে যাতে করে তারা কোন ধরনের খারাপ কাজকর্মে জড়িয়ে না পড়ে। কেননা সৃষ্টিকর্তা বলে এই পৃথিবীতে একজন আছেন এবং তিনি সবসময় ভাল মানুষের সাথে ভালো কিছু করেন এবং খারাপ মানুষের সাথে সবসময় খারাপ কিছু করেন। আর এইভাবে যদি আমরা পাপ পুণ্যের হিসাব করে সবসময় ভালো কাজ করতে পারি তাহলে এই পৃথিবীতে কেউ আর শাস্তি পাবে না এবং সবাই মিলে সুন্দর পৃথিবীতে আনন্দের সহিত বসবাস করতে পারবে। তাইতো আমাদেরকে সব সময় মানুষের উপকার করতে হবে এবং কোন মানুষ যদি বিপদে আপদে পড়ে তাদেরকে সেই বিপদ আপদ থেকে রক্ষা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 11 days ago 

এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সব কাজের হিসাব রাখেন। আমরা যদি ভালো কাজ করি, সেটা তার কাছে গোনা হয়, আর খারাপ কাজও তার নজরে থাকে। খারাপ কাজের শাস্তি একদিন এই পৃথিবীতেই ভোগ করতে হয়। তাই আমাদের উচিত সৎ ও ভালো কাজ করা, কারণ আমাদের পাপ কর্মের ফল আমরা নিজেরাই ভুগব। যদি আমরা সবাই ভালো কাজ করি, তবে পৃথিবী আরও সুন্দর ও শান্তিপূর্ণ হবে।ধন্যবাদ আপনাকে।