কর্তব্যের কাছে সবাই সমান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কর্তব্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


sunset-4749228_1280.jpg



লিংক


একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যেহেতু আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছি এবং আস্তে আস্তে বড় হয়েছি তখন কিন্তু আমাদের জ্ঞান বোধ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর এক সময় আমাদের বিভিন্ন কর্তব্যের সম্মুখীন হতে হয়েছে। যেহেতু প্রথম অবস্থাতে প্রত্যেকটা মানুষকে অল্প অল্প কাজ করতে হতো। কিন্তু যত সময় বেড়েছে ততই কিন্তু মানুষের এই কর্তব্যের পরিমাণটা দিন দিন বাড়তে শুরু করেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই কর্তব্যের ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে সব সময় সঠিক কাজ করে এবং কিছু কিছু মানুষ আছে কখনো খারাপ কাজ করে। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কোন প্রিয় মানুষ যদি কর্তব্য থেকে দূরে থাকে এবং সবসময় খারাপ কাজ করে তাহলে আপনি তাকে কখনো পছন্দ করবেন না এবং ভালো বাসবেন না।


কিন্তু আপনার কোন শত্রু যদি সবসময় ভালো কাজ করে এবং সঠিক পথে চলার চেষ্টা করে অর্থাৎ তাদের কর্তব্য যদি সবসময় সঠিক থাকে তাহলে তাকে কখনো আপনি হিংসা করবেন না। কারণ কর্তব্যের কাছে কিন্তু এই পৃথিবীতে সবাই সমান। ধরেন আপনি জীবনে বড় হয়ে কোন আইনের কর্মচারী হলেন এবং আপনার পরিবারের কোন লোক খারাপ কাজের জন্য সেই আইনের আওতায় পড়ে গেল। আর আপনি যদি আপনার কর্তব্যের ক্ষেত্রে তাদের বাঁচানোর চেষ্টা করেন তাহলে সেটা অবশ্যই ভুল হবে। কেননা মানুষ যে কর্ম করবে তাকে সেই কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। যদি তারা ভালো কর্ম করে তাহলে তাদের কর্মফল ভালো হবে এবং যদি তারা খারাপ কর্ম করে তাহলে অবশ্যই তাদের কর্মফল খারাপ হবে।


তাইতো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে এই পৃথিবীতে কর্তব্যের কাছে আমাদের সবাই সমান। অর্থাৎ আমরা যেমন আমাদের পরিবারের মানুষগুলোর জন্য কাজ করব এবং একই সাথে সমাজে বসবাসকারী অন্যান্য মানুষগুলোর জন্য কিন্তু কাজ করতে হবে। আর যারা সবসময় চেষ্টা করে স্বার্থপরের মত বেঁচে থাকার জন্য এবং তাদের কর্তব্য ছাড়া আর অন্য কোন কর্তব্য করতে রাজি থাকে না সেই সব মানুষেরা সব সময় সমাজের অন্যান্য মানুষের চোখে ঘৃণিত হয়। আর এসব মানুষদেরকে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা। তাইতো এই পৃথিবীতে আমাদের সব সময় ভালো কাজ করতে হবে এবং আমাদের এসব কর্তব্য রয়েছে সেই কর্তব্য গুলো সব সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে।


তাইতো পরিবারের প্রতি আমাদের কর্তব্য এক ধরনের হয়ে থাকে এবং সমাজের প্রতি আমাদের অন্য ধরনের কর্তব্য হয়ে থাকে। প্রত্যেকটা কর্তব্যকে আমাদের সঠিকভাবে পালন করতে হবে এবং এর ফলে কিন্তু আমাদের পরিবারের মানুষগুলো যেমন সুখে শান্তিতে থাকবে ঠিক তেমনি সমাজের কর্তব্য গুলো পালন করলে সমাজের মধ্যে একটা সুশৃঙ্খল বজায় থাকবে। কেননা একটা সমাজ যদি বিশৃংখল ভাবে বসবাস করে এবং কেউ তাদের নিজেদের কর্তব্য গুলো করার চেষ্টা করেন না এবং সেই কর্তব্য গুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই সমাজ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সেই সমাজে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাইতো আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য গুলো সঠিকভাবে পালন করতে হবে ।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।