আধুনিক চিন্তাভাবনা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আধুনিক চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


concept-1868728_1280.jpg



লিংক


আমরা বর্তমানে সবাই আধুনিক যুগে বসবাস করছি। যদিও আমরা কিন্তু সবাই এই আধুনিক যুগে জন্মগ্রহণ করিনি। কারণ আমাদের জন্মটা হয়েছিল আধুনিক যুগের ঠিক প্রথমের দিকে। অর্থাৎ তখন থেকে যুগটা আস্তে আস্তে বিভিন্ন ধরনের আধুনিকতার দিকে এগিয়ে গেছে। তাইতো যেহেতু আমরা আধুনিক যুগে বসবাস করছি তাই আমাদের চিন্তা ভাবনা সব সময় আধুনিক রাখা উচিত। অর্থাৎ আমরা যদি যুগের সাথে তাল না মিলিয়ে চলতে পারি তখন কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের আশেপাশের লোক গুলো সব সময় সামনের দিকে এগিয়ে যাবে আমাদের ছেড়ে। আর এভাবে কিন্তু তারা একটা সময় ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে এবং আমরা পড়ে থাকবো পিছনের দিকে।


আসলে এই পৃথিবীতে মানুষ স্রষ্টার দ্বারা কিন্তু সবকিছুই সম্ভব। আপনি যদি প্রতিনিয়ত আধুনিক চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং সবসময় চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং আপনার আশেপাশের লোকজন গুলো আপনাকে দেখে তারা শিক্ষা নিয়ে তারাও চেষ্টা করবে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়।আসলে আপনি যদি আপনার সাথে সাথে আরো দশটা মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং আধুনিক চিন্তাভাবনা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সবাই অনেক বেশি ভালবাসবে এবং আপনার আধুনিক চিন্তাভাবনাকে সবাই সবসময় সম্মান করতে চেষ্টা করবে।


একটা জিনিস অবশ্যই আমাদের ভাবা দরকার যে আধুনিক চিন্তাভাবনা থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে আমরা সবসময় পিছনের দিকে পড়ে থাকবো এবং কেউ আমাদেরকে কখনো ভালবাসবে না। অর্থাৎ অনেকে আমাদেরকে ব্যাকডেটেড মনে করবে। কিন্তু আমরা কখনো চাই না যে আমরা পিছনের দিকে পড়ে থাকি। এছাড়াও আধুনিক যুগের অনেক বেশি সুযোগ-সুবিধা রয়েছে যেগুলো আমরা যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি আরাম আয়েশ কেটে যেতে পারবে। তাইতো আমাদের সব সময় বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলা উচিত এবং আধুনিকতার যুগে আধুনিক চিন্তাভাবনা সব সময় করা উচিত। আর এভাবে আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব।


যে মানুষগুলো সব সময় মনে করে যে আধুনিক জিনিসের মধ্যে কোন ধরনের শিক্ষার বিষয় নেই সে মানুষগুলো কিন্তু অনেকটা মূর্খ ধরনের। অর্থাৎ তারা কখনো নিজেদেরকে আধুনিক করতে চায় না এবং তারা সবসময় পিছনের দিকে পড়ে থাকে। আসলে তাদের এই ধরনের চিন্তাভাবনার জন্য কিন্তু আমাদের সমাজটা এখনো তেমন একটা বেশি আধুনিক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে না। কেননা সমাজের যখন সবাই মিলে আধুনিক চিন্তাভাবনা করতে পারবে তখনই সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তাছাড়া আমরা কখনো একা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না অন্যান্য মানুষদের সাহায্য ছাড়া। তাইতো আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে আধুনিক চিন্তাভাবনার মাধ্যমে নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

@steem-articles, this is a fantastic post that really resonates with the spirit of progress and community on Steemit! Your discussion on embracing modern thinking in our ever-evolving world is so important. I especially appreciate your emphasis on how adopting a forward-thinking mindset can benefit not just ourselves, but also those around us. The idea that lifting others up while advancing ourselves is a powerful message!

The structure of your post, with the image and personal touch, makes it very engaging. Keep sharing your insights and inspiring others to think critically and embrace the future! I'm sure many readers will find your perspective valuable and thought-provoking. What are some small ways you try to adopt modern thinking in your daily life?