সত্যতা যাচাই করতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সত্যতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


typewriter-5516924_1280.jpg



লিংক


মানুষ ভুল কিনা সঠিক তা কিন্তু সহজে বোঝা যায় না। অর্থাৎ একটা জিনিস আমরা সবসময় দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা তাদের ভুলগুলোকে লুকানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে এবং নিজেদের ভুলগুলো অন্যের উপরে চাপিয়ে দেয়ার চেষ্টা করে। আসলে নিজের ভুল যদি আমরা অন্যের উপরে চাপিয়ে দিয়ে মনে হয় যে পার পেয়ে যাই তাহলে এটি সবথেকে এটা বড় বোকামির বিষয়। আসলে এই পৃথিবীতে আমরা যা কিছুই বিবেচনা করি না কেন সবকিছু সত্যতা যাচাই করে করতে হবে। অর্থাৎ আমরা একটা মানুষকে হুট করে তার কখনো দোষ ধরবো না। আসলে এই সমাজের যেসব মানুষগুলো তাদের নিজেদের ভুলগুলো লুকানোর জন্য অন্যের উপরে ভুল চাপিয়ে দেয় তারা কখনো ভালো মানুষ হতে পারে না।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বেশিরভাগ উঁচু শ্রেণীর মানুষগুলো সব সময় মিশু শ্রেণীর মানুষদের উপরে তাদের ভুলগুলো চাপিয়ে দেয়ার চেষ্টা করে। তারা মনে করে যে এতে তাদের কোন ভুল নেই। এছাড়াও আমরা একটা মানুষকে হুট করে তার সত্যতা যাচাই না করে তাকে একটা দোষ দিয়ে দেব এটা কিন্তু কখনোই সঠিক নয়। কেননা একজন মানুষকে দোষ দিতে হলে সর্বপ্রথম তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং তাকে ভালোভাবে চিনতে হবে। এই পৃথিবীতে এমন এমন মানুষ আছে যারা একটা মানুষের দোষ গুণ বিচার না করে অর্থাৎ তার সত্যতা যাচাই না করে তাকে দোষ দিয়ে ফেলে। আসলে এখানে সে ব্যক্তি গুলো তার মূর্খতার পরিচয় সব সময় দিয়ে থাকে।


কেননা একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের দোষগুণ নিয়ে কিন্তু সেই মানুষটা। কারণ এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে জীবনে একবারও কোন রকমের কোন দোষ করেনি। আসলে ভুল কিন্তু সবারই হতে পারে। কিন্তু এই ভুলগুলোকে যারা সহজে স্বীকার করে নেয় তারা কিন্তু জীবনে কখনো বুঝে শুনে কোন ভুল করার চেষ্টা করে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি বুঝে শুনে নিজের ভুলগুলো চাপিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সেই ভুলগুলো কিন্তু কখনো শুধরে যাবে না বরং সেই ভুলগুলোর জন্য আপনার জীবনে আরো অনেক বড় কোন ক্ষতি হতে পারে অথবা অন্যের জীবনেও বড় কোনো ধরনের ক্ষতি হতে পারে।


কারো জন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু পৃথিবীতে সুন্দর ভাবে যেমন পরিচালিত হয় তেমনি মানুষের দোষ গুণ নিয়েই কিন্তু মানুষের জীবনটা পরিচালিত হয়। আর এই জীবনে আমরা সব সময় সব কিছুতে সত্যতা যাচাই করার চেষ্টা করব। আর আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে বদলে নিতে পারে তাহলে কিন্তু আমরা খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং অন্যের চোখে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারব।কেননা মানুষের চোখে যদি আমরা ভালো না হতে পারি তাহলে আমরা মানুষের কাছ থেকে কখনো প্রকৃত ভালোবাসা পাবো না এবং মানুষ আমাদের সব সময় ঘৃণা করবে। তাই সবকিছুর সত্যতা যাচাই করা উচিত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Wow, @steem-articles, this is a truly insightful post on truth and accountability! I appreciate how you've explored the importance of verifying facts and taking responsibility for our actions. Your point about not hastily judging others without understanding their situation deeply resonates.

The message that hiding mistakes can lead to bigger problems is a valuable lesson for everyone. It's refreshing to see content that encourages introspection and ethical behavior. The inclusion of relevant images also enhances the post's appeal.

Keep up the fantastic work on "আমার বাংলা ব্লগ"! For those reading, what are your thoughts on the importance of truth in our daily interactions? Share your experiences and let's discuss!