অসৎ পথে চলা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসৎ পথে চলা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে এখন মানুষ সৎ পথে চলার থেকে অসৎ পথে চলতে অনেক বেশি পছন্দ করে। অর্থাৎ তারা মনে করে যে এই পৃথিবীতে যদি তারা অসৎ পথে চলতে পারে তাহলে তারা খুব অল্প সময় জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং বাকি জীবনটা তারা অনেক বেশি আরাম আয়েশে কাটাতে পারবে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি সৎ পথে থেকে না খেয়েও থাকেন তাহলে কিন্তু আপনি জীবনে সুখী থাকতে পারবেন। কিন্তু আপনি যদি অসৎ পথে চলে হাজারো টাকা ইনকাম করেন তবুও কিন্তু আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের আঘাত পেতে থাকবেন। আসলে এই জিনিসগুলো একমাত্র অসৎ ব্যক্তি রায় জানতে পারে।
কেননা অসৎ ব্যক্তিকে সবসময় অসৎ কাজকর্ম করে এবং এই অসৎ কাজকর্মের জন্য তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আসলে একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি জীবনের সবাই সৎ পথে চলতে পারি এবং একটা সুন্দর জীবন গঠন করতে পারি তাহলে কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আসলে এই পৃথিবীতে এখন মানুষ অসৎ পথে চলে খুব দ্রুত অনেক বেশি ধনী হতে পারে। কিন্তু সেই অবস্থানে মানুষ কখনো দীর্ঘস্থায়ী হতে পারেনা। অর্থাৎ মানুষের সেই অসৎ কর্মকাণ্ড একদিন না একদিন মানুষের সামনে চলে আসবে এবং সেদিন তাদের আর কোন ধরনের কোন পথ থাকবে না। আর তারা সব সময় নিচের দিকে চলে আসবে।
আর যারা আস্তে আস্তে করে জীবনে উন্নতি লাভ করতে করতে উপরের দিকে পৌঁছে যেতে পারে তাদের সেই জীবনটা কিন্তু অনেক বেশি আনন্দের হয়ে থাকে। আসলে আপনি যদি কোন কাজকে এড়িয়ে গিয়ে অন্য একটি কাজ করতে চেষ্টা করেন তাহলে সেটি আপনার সবথেকে বড় একটি ভুল কাজ হবে। কেননা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় সকল ধরনের কাজগুলোকে সমাধান করার চেষ্টা করবো এবং খুব দ্রুত উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করব। আর এভাবে যদি আমরা খুব দ্রুত সকল কাজগুলো সমাধান করে সৎ পথে চলে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের সেই অবস্থানকে কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। আসলে এই জিনিসগুলো আমাদের সবার জীবনে করা প্রয়োজন।
তাইতো এই অসৎ মানুষদের উদ্দেশ্যে আমার একটিমাত্র কথা হলো তারা যেন তাদের এই অসৎ কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে সব সময় ভালো কর্মকান্ড করার চেষ্টা করে। আসলে অসৎ পথে চলে জীবনে বেশি দূর কিন্তু কখনো পৌঁছে যাওয়া যায় না। এজন্য একটা মানুষকে সব সময় অসৎ পথের খারাপ দিক সম্পর্কে জানতে হবে এবং তাদেরকে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে সৎ পথে নিয়ে আসতে হবে। যদিও একজন অসৎ মানুষ যদি চেষ্টা করে তাহলে সে অবশ্যই তার জীবনকে সৎ পথে পরিচালনা করার মত প্রচেষ্টা করতে পারে। আর এর মাধ্যমে তার এই অসৎ কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে জীবন থেকে মুছে যাবে এবং এই সৎ কর্মকাণ্ডের জন্য তার জীবনে চলার পথটা অনেক বেশি সহজ হতে শুরু করবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Wow, @steem-articles, what a thought-provoking post about the importance of honesty and integrity! It's so true that shortcuts and dishonest gains ultimately lead to unhappiness. I especially appreciate how you highlighted the peace of mind that comes from living an ethical life, even when it's challenging. Your message about the fleeting nature of ill-gotten gains and the lasting rewards of honest progress really resonates. Thank you for sharing this important reminder with the community. It's a vital message, especially in today's world. কি সুন্দর! Keep up the great work, and I encourage everyone to reflect on this message and share their thoughts in the comments!