নিজের অস্তিত্বকে রক্ষা করা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের অস্তিত্ব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে নিজের অস্তিত্বকে রক্ষা করা বড় কঠিন। কেননা সবাই এতটা সামনের দিকে এগিয়ে যায় যে তাদের সাথে সাথে নিজেদেরকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে আমাদের নিজেদের অস্তিত্বটা একদিন না একদিন বিলীন হয়ে যাবে। আর নিজেদের অস্তিত্ব যদি এই পৃথিবীতে না থাকে তাহলে কেউ আমাদেরকে কখনো সম্মান করবে না এবং আমাদেরকে ভালবাসবে না। অর্থাৎ নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হবে এবং অন্যদের সাথে প্রতিযোগিতা করে সব সময় সামনের দিকে এগিয়ে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে থাকতে পারি তাহলে আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবো।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটি দেশ চায় যে কি করে তারা সব সময় সামনের দিকে এগিয়ে যাবে এবং নিজেদের দেশকে উন্নত বলে দাবি করবে। আর এই দেশগুলো সব সময় নিজেদের ক্ষেত্রে অনেক বেশি স্বার্থপর থাকে। কেননা তারা কখন অন্যান্য দেশগুলোকে সাহায্য করতে চায় না। বরং স্বার্থপরের মত তারা সবসময় সামনের দিকে এগিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা যদি নিজের মিলে চেষ্টা করতে পারি তাহলে অন্যান্য দেশের সামনে আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবো এবং আমরাও অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব।
তবুও কিছু কিছু মানুষের জন্য আমরা সবসময় পিছিয়ে থাকি। আর এই শ্রেণীর মানুষগুলো অনেক বেশি অলস প্রকৃত হয়ে থাকে। এই অলস প্রকৃতির লোকগুলো নিজেরা জীবনে কখনো কোন ধরনের উন্নতি করতে চায় না এবং কেউ যদি কোন উন্নতি করতে যায় তাহলে তাদের ক্ষেত্রে তারা সব সময় সমস্যার সৃষ্টি করে। আর এই ব্যক্তি গুলো নিজেদের অস্তিত্ব যেমন এই পৃথিবী থেকে মুছে ফেলে ঠিক তেমনি মানুষের ভালো কাজগুলো তারা খারাপ করে অন্যান্য দেশের সামনে প্রকাশ করার চেষ্টা করে। আসলে নিজের দেশের খারাপ দিকগুলো যখন আমরা অন্যান্য দেশের সামনে প্রকাশ করবো তখন অন্যান্য দেশের কাছে আমরা সবসময় ছোট হয়ে যাব। আর সেই দেশের লোকজন গুলো আমাদেরকে কখনো পছন্দ করবে না।
আর এই জন্য আমরা সবসময় চেষ্টা করব এই পৃথিবীতে নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য। আর নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য একটি মাত্র জিনিসের প্রতি আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর সেটি হল কঠোর পরিশ্রম। কেননা কথা পরিশ্রম একটা মানুষকে তার অস্তিত্ব সারা জীবন ধরে রাখতে পারে। এজন্য আমরা যদি ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম হতে পারি এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনুপ্রেরণা দিতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবে যে কি করে এই পৃথিবীতে তাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করা যায়। কেননা আপনি যদি নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে না পারেন তাহলে আপনার কোন কথা কেউ কখনো পছন্দ করবে না।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Hello @steem-articles!
This is a beautifully written piece reflecting on the importance of striving to protect our existence and making your mark on the world! The message about the necessity of hard work and inspiring future generations is truly powerful. I appreciate how you've tied it to national progress and the dangers of complacency.
The sentiment, "নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করতে হবে" (To protect our existence, we must constantly work hard), resonates deeply. It's a universal truth!
Thank you for sharing your insightful thoughts with the "আমার বাংলা ব্লগ" community. I encourage everyone to read this inspiring post and share their thoughts in the comments. আপনার লিখা খুব সুন্দর! 😊