নিজেদের অবস্থার জন্য নিজেরাই দায়ী।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজেদের অবস্থা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


vacations-4336594_1280.jpg



লিংক


এই পৃথিবীতে আমরা যে অবস্থানে রয়েছি সেই অবস্থানে থাকার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। অর্থাৎ মানুষের জন্ম যদি খুব গরিব পরিবারের হয় এবং সে যদি ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে তার নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই জীবনে বড় হতে পারবে। আর সে যদি নিজেকে গরিব বলে মনে করে কোন কাজকর্ম না করে শুধুমাত্র অন্যের সাহায্যের জন্য জীবন যাপন করার চেষ্টা করে তারা কিন্তু কখনো জীবনে বড় হতে পারবে না এবং তারা তাদের নিজেদের অবস্থানকে কখনো পরিবর্তন করতে পারবে না। আর এই জন্য প্রত্যেকটা মানুষ তার নিজের অবস্থানের জন্য নিজেরাই দায়ী। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষ সব সময় অলসভাবে সময় কাটাতে চায়।


একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি অলসভাবে সময় কাটান এবং নিজেদের অবস্থানকে কখনো পরিবর্তন করতে চেষ্টা না করেন তাহলে কিন্তু কেউ আপনাকে এসে সাহায্য করে আপনার এই অবস্থাকে কখনো পরিবর্তন করবে না। অর্থাৎ আপনার নিজেদের জীবনের সুখ দুঃখ কিন্তু আপনারা নিজেরাই ডেকে আনবেন। আপনি যদি ভালো কাজ কর্ম করেন তাহলে আপনার জীবনের সুখ চলে আসবে এবং আপনি যদি খারাপ কাজকর্ম করেন তাহলে আপনার জীবনে সব সময় দুঃখ থাকবে। প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে কি করে জীবনে মানুষের মত মানুষ হওয়া যায় এবং নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা যায়। এজন্য প্রতিনিয়ত সকল শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়ে যায়।


আসলে এই মানুষগুলো যখন একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে তখন কিন্তু সবাই তাদেরকে ভালোবাসে এবং তাদের অনেক বেশি সম্মান করে। আর এই সম্মান পাওয়ার তারা নিজেরাই দায়ী। অর্থাৎ এই অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য কারো কোন ধরনের সাহায্য ছিল না। এজন্য আমরা যদি নিজেদের ভাগ্য নিয়ে নিজেরাই দুঃখ প্রকাশ করি তাহলে এখানে আমাদের ভাগ্য কেউ কখনো বদলে দিতে পারবে না। কেননা আমরা যদি নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই নিজেদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উপরের দিকে ওঠার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমরা সব সময় লক্ষ্য করে দেখি যে এই পৃথিবীতে যারা উঁচু স্থানে পৌঁছে গেছে তারা কিন্তু সবসময় কঠোর পরিশ্রম করেছে।


আসলে এজন্য আমরা যদি ভালো অবস্থানে থাকি তাহলে সেই অবস্থানে থাকার জন্য আমরা অবশ্যই নিজেদেরকে দায়ী মনে করব। আর যদি নিজেরা খারাপ স্থানে থাকি তার জন্য আমরা নিজেরাই দায়ী। এজন্য মানুষ মানুষের নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে যদি কিনা সে কঠোর পরিশ্রম করে। আর এই পৃথিবীতে ভাগ্য বলে আমার কাছে মনে হয় যে কোন কিছুই নেই। আসলে আপনি সবসময় কঠোর পরিশ্রম করে যাবেন দেখবেন যে ভাগ্য আপনার সাথে সবসময় থাকবে। আসলে পৃথিবীতে সবাই কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারে না। অর্থাৎ যারা সুখে শান্তিতে বসবাস করে তারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং যারা দুঃখে বসবাস করে তারা কিন্তু সবসময় অলসের মতো দিন যাপন করে। তাইতো নিজেদের অবস্থাকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Hello @steem-articles!

Your post about personal responsibility and striving for a better life really resonated with me. It's a powerful reminder that our actions shape our destiny, and that hard work is the key to overcoming challenges. I love how you've emphasized that while circumstances may be difficult, we have the power to improve our situation through effort and perseverance.

The inclusion of images and links to resources enhances the post and makes it even more engaging. It's inspiring to see your positive outlook. I believe your words will motivate many in the "আমার বাংলা ব্লগ" community. Thanks for sharing your thoughts and encouraging others to take control of their lives. Keep up the great work!

A very thought-provoking post! I completely agree that we are ultimately responsible for our own destiny. It's easy to fall into the trap of blaming external circumstances, but as the author rightly points out, continuous hard work and a refusal to be idle are what truly elevate us. This piece is a great motivator to strive for personal growth and create the life we desire.