মুখস্ত বিদ্যা ভালো নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মুখস্ত বিদ্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


books-155163_1280.webp



লিংক


জ্ঞান মানুষের বুদ্ধিকে বিকশিত করতে সাহায্য করে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি কোন কিছু না বুঝে শুনে শুধুমাত্র মুখস্ত করে ভালো রেজাল্ট করার চেষ্টা করি তাহলে সেখানে আপনার অবশ্যই ভুল হবে। একটা জিনিস প্রত্যেকটা ছাত্রদের মনে রাখতে হবে যে তারা যদি কোন কিছু বুঝে সেই জিনিসটা জীবনে প্রয়োগ করার চেষ্টা করে এবং পরীক্ষার ক্ষেত্রেও তারা সেই জিনিসটা প্রয়োগ করার চেষ্টা করতে পারে তাহলে কিন্তু তারা ভালো রেজাল্ট না করলেও সেই জিনিসটা সম্পর্কে তারা অনেক বেশি জ্ঞানী হতে পারবে অন্য ব্যক্তিদের থেকে। অর্থাৎ মুখস্ত বিদ্যা কখনই কিন্তু ভালো নয়। যে জিনিসটা আমরা মুখস্থ করব সে জিনিসটা কিন্তু আমরা কখনো বোঝার বিন্দুমাত্র চেষ্টা করি না।


আসলে এখন আমরা প্রায় সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে দেখতে পাই যে তারা কোন একটা জিনিস না বুঝে সেই জিনিসটা কিন্তু মুখস্ত করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মুখস্ত বিদ্যা কিন্তু তেমন একটা বেশিদিন কখনো স্থায়ী থাকে না। কিন্তু আপনি যদি কোন একটা বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝে সেই বিষয়গুলো আপনি আপনার নিজের মতো করে প্রয়োগ করার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না। এছাড়াও প্রত্যেকটি শিক্ষক চাই যে তাদের ছাত্র-ছাত্রীরা যাতে কোন জিনিস মুখস্ত না করে সেই জিনিসটা বুঝতে পারে এজন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে। একজন ভালো শিক্ষক তার ছাত্রছাত্রীদের মাঝে কোন কঠিন জিনিস সুন্দরভাবে উপস্থাপন করতে পারে।


অর্থাৎ যে কঠিন বিষয়গুলো আমরা সবসময় মুখস্থ করে চালিয়ে যাই সেই জিনিসগুলো যদি একজন ভালো শিক্ষক আমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারে তাহলে কিন্তু আমরা সেই জিনিসগুলো কখনো ভুলবো না। এজন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন কিছু না বুঝে আমরা মুখস্ত করব না। আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা প্রকৃত ভালো ছাত্র তারা কখনো কোন কিছু মুখস্ত করে না এবং তারা সবকিছু বুঝে শুনে পড়ার ফলে কিন্তু তারা একটা ভালো স্থানে অবস্থান করতে পারে। আর এইসব ব্যক্তিরা কিন্তু সব থেকে বুদ্ধিমান হয়ে থেকে এবং এই ব্যক্তিদের দ্বারাই কিন্তু আমাদের দেশের অনেক বেশি কল্যাণ সব সময় হয়ে থাকে।


এজন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে প্রত্যেকটা জিনিস বুঝে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। একটা জিনিস প্রত্যেকটা ছাত্র-ছাত্রী মাথায় রাখা উচিত যে তারা যদি সময় মতো প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা নিয়ে সেই ধারণাগুলো তারা তাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং অন্যান্য সবার কাছে তারা অনেক বেশি জ্ঞানী হবে। আর জ্ঞান অর্জনের জন্য আমাদের প্রচুর পরিমাণ বই পুস্তক পড়তে হবে। যে যত বেশি বই-পুস্তক পড়তে পারবে সে কিন্তু তত বেশি জ্ঞানী হতে পারবে এবং তাদের বুদ্ধি অন্যান্য ছাত্র-ছাত্রীদের বুদ্ধি অপেক্ষা অনেক বেশি থাকে। এজন্য মুখস্ত বিদ্যাকে ত্যাগ করে আমাদের প্রত্যেকটি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Wow, @steem-articles, what an important topic! Your post on the pitfalls of rote learning and the importance of understanding is resonating, and it's easy to see why! The emphasis on comprehension over memorization is so crucial for students and lifelong learners alike. I especially appreciate how you highlighted the role of good teachers in making complex topics accessible.

The image choices are also spot on. The books give us a visual reference, and the meme adds a light touch.

Readers, what are your experiences with memorization versus understanding? Share your thoughts and experiences in the comments below! Let's discuss how we can encourage deeper learning in our communities. Great work, @steem-articles!