" অন্যায় কিছু দেখলে আমি রিঅ্যাক্ট করি,এটা কি দোষের "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
অন্যায় কিছু দেখলে আমি রিঅ্যাক্ট করি,এটা কি দোষেরঃ
বন্ধুরা,প্রতিদিনের মতো আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে একটি জেনারেল রাইটিং ব্লগ শেয়ার করবো।প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করার।আজকের জেনারেল রাইটিং ব্লগের বিষয়টি একান্ত ই নিজস্ব কিছু অনুভূতি দিয়ে লেখা।সত্যি কথা বলতে আমরা মানুষ যেমন ভিন্ন,তেমনি আমাদের আচরন, স্বভাব,কথাবার্তা ও ভিন্ন রকমের হবে এটাই স্বাভাবিক।অন্যায় কিংবা উল্টো-পাল্টা কোন কিছু দেখার পর সবার রিঅ্যাক্ট একই রকম হবে এমনটা ও তেমনি ঠিক নয়।অনেকে হয়তো এমন কিছুতে চুপচাপ সয়ে যায়।এমন ও হয় কেউ দেখে ও না দেখার ভান করে চলে যায়।কিন্তু এ ধরনের বিষয় গুলোতে আমার হয় উল্টোটা।আমি রিঅ্যাক্ট করে বসি এমনকিছুতে।
অনেক সময় দেখা যায় অন্যায় কিংবা উল্টো -পাল্টা কিছু কথা আমার সামনে কেউ করে বা বলে।সে যদি হয় আমার বয়সে বড় তখন তাকে খুব সমীহ করে তার ভুলটা বোঝানোর চেষ্টা করি।তাতেও যদি সে না বুঝতে চায় তার ভুল হচ্ছে তখন আর কিছু না বলে সরে আসি।কিন্তু মনে মনে তখন বলতে থাকি,আপনি আমার বয়সে বড় হলেও ভুল কাজটি ই করছেন।যা উচিত নয়।
আর একই কাজ যদি আমার সম বয়সী কেউ আমার সাথে করে তখন তাকে সব ভাবে বোঝানোর চেষ্টা করি তার ভুল হচ্ছে। আর আপনারা তো জানেন যারা ভুল বা অন্যায় কাজ করে তাদের কাছে সেটা ন্যায় কাজ হিসেবেই বিবেচিত হয়।এরপর ও যখন বোঝাতে আমি ব্যর্থ হই।তখন তাকে এভোয়েড করি আমি।কারন অন্যায় কিংবা ভুলকে সাপোর্ট করে সেই মানুষের সাথে চলা আমার জন্য ইম্পসিবল।আর এই একটি কারনে প্রিয় মানুষের লিস্ট আমার খুব অল্প।আমার প্রিয় মানুষের সংখ্যা এই কারনে খুব নগন্য।সব মানুষের সাথে মিশে যেতে পারলেও সবাইকে প্রিয় মানুষের লিস্টে আমি রাখি না।
এই কাজ যদি আমার সাথে কোন ছোট বয়সী কেউ করে তাকে আমি আদর ও ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করি।এমন কি কোন গল্প কিংবা সদ্য ঘটে যাওয়া কোন ঘটনা কে সামনে তুলে ধরে তাকে বুঝাতে চেষ্টা করি।বয়সে সে ছোট তাকে বোঝানো আমাদের মতো বড়দেরই কাজ এটা আমি মনে করি।তাই তাদেরকে এভোয়েড করা যাবে না।তাদেরকে বুঝাতে হবে ন্যায়-অন্যায়,ভালো-মন্দ।এই কাজটি আমি খুব যত্ন নিয়েই করার চেষ্টা করি।
সবশেষে আসল কথা হচ্ছে অন্যায় কে অন্যায় আর ন্যায় কে ন্যায় বলার মানসিকতা আমার মধ্যে অনেক বেশী পরিমানে বিদ্যমান।এখন এটা কি দোষের?আমি যেকোনো অন্যায় কিংবা উল্টো-পাল্টা কাজ দেখলে রিঅ্যাক্ট করি।স্টুডেন্ট থাকা অবস্থায় যতটা করেছি।বয়সের সাথে সাথে এর পরিমান একটু বেশীই বৃদ্ধি পেয়েছে।এটা কি খারাপ কোন গুন আমার?? আজকের এই ব্লগে এই প্রশ্নটাই আপনাদের কাছে রেখে গেলাম --এটা কি দোষের??অবশ্যই সবাই সবার সুচিন্তিত মতামত শেয়ার করবেন।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter002/status/1903575659512999993?t=g7BDlVETGOIAp1HxhnbM_g&s=19
https://x.com/shimulakter002/status/1903671241824735489?t=lGiZWTfhrthYyknWUi8Gkw&s=19
https://x.com/shimulakter002/status/1903809034479960192?t=hAHjXvCR5YuRRlmQ5EEWlQ&s=19
https://x.com/shimulakter002/status/1903812401465798938?t=2OMfUZbF6GYhqb8qv8eDWw&s=19