“সত্য আজ বড্ড অবহেলিত মিথ্যা আজ প্রতিষ্ঠিত “

in আমার বাংলা ব্লগ16 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

সত্য আজ বড্ড অবহেলিত মিথ্যা আজ প্রতিষ্ঠিত:


IMG_1033.jpeg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেব একটি জেনারেল রাইটিং পোস্ট।প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে মনের অনুভূতি গুলো শেয়ার করে নিতে।প্রতিনিয়ত নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়।সেই অনুভূতি গুলো কখনো ভালো লাগা বয়ে আনে ,আবার কখনো আমাদের অনুভূতি গুলো কষ্টের হয়ে থাকে।তবে ভালো হোক মন্দ হোক সব কিছুই আমাদের অভিজ্ঞতার ই ফসল।

আজকের লেখার বিষয়টি ”সত্য আজ বড্ড অবহেলিত,মিথ্যা আজ প্রতিষ্ঠিত।”আজকাল সমাজে সত্য বলা ,সত্যকে মেনে নেয়া খুব কমই দেখা যায়।সত্য আজ আমাদের সমাজে অবহেলিত হয়ে পরে থাকে।আর মিথ্যা সমাজে প্রতিষ্ঠিত হয়।মিথ্যার দাপটে সমাজ, দেশ চলে।অন্য দিকে মুখ থুবরে পরে থাকে সত্য আর সত্য বলা মানুষ গুলো।অন্যায় আজ মানুষের রক্তে মিশে গেছে।তাই মানুষ আজ দাপট নিয়েই সত্যকে মিথ্যায় পরিণত করে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।মানুষ বুঝতে ই পারছে না সত্যকে অবহেলা করে কোন জাতি টিকে থাকতে পারে না।একটি সুস্থ সমাজ গঠন করতে হলে সমাজে বা দেশে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে।

আজকাল আমরা যেদিকেই তাকাই ,সেদিকেই অন্যায় আর মিথ্যার উপস্থিতি আমরা লক্ষ্য করি।এটা আসলে ঠিক নয়।এদেশে সত্যকে যারাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারাই পৃথিবী থেকে বিদায় নেয়।আর যারা বেঁচে থাকে তারা ভালো ভাবে জীবনযাপন করতে পারে না।মোট কথা সত্যকে গলা টিপে মেরে সমাজ ও দেশ এগিয়ে চলে।এতে করে দেশ যে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে আমরা কেউ কিন্তু তেমন করে ভাবছি না।আমরা মিথ্যাকে সত্য বলে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত হয়ে পরছি।এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।উঁচু থেকে সাধারণ সকল জনগণ যদি এক হয়ে মিথ্যাকে ধূলিসাৎ করতে না পারি ,তবে কিন্তু আমরা একটি সুশীল ও সভ্য জাতি হিসেবে নিজেদেরকে কখনো দেখতে পাবো না।

মিথ্যার ধ্বংস একদিন হবেই।তাই দেশের কল্যাণে আমরা আমাদের নিজেদের স্বার্থের কথা না ভেবে আসুন দেশের সকল জায়গায় সত্যকে প্রতিষ্ঠা করি।দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াই।দেশের সাধারণ জনগণকে যখন আমরা সহযোগিতা করবো তখন দেশ অনেকটাই উন্নত হয়ে উঠবে।শুধু নিজেই ভালো থাকা মানে ভালো থাকা নয়।বরং সবাইকে নিয়ে এগিয়ে গিয়ে ভালো থাকা মানেই সঠিক ভালো থাকা।

আমরা সবাই জানি সত্যের জয় সর্বত্রই হয়,এই কথাটি জেনেও আমরা কেন মিথ্যার সাথে নিজেদের কে জড়িয়ে ধ্বংস ডেকে আনবো।বরং সত্যকে প্রতিষ্ঠিত করে নিজেরাও ভালো থাকবো আর দেশের ও কল্যাণ করব।একটি শিক্ষিত জাতি হয়ে আমরা ভুল পথ থেকে সরে এসে সমাজের ও দেশের কল্যাণ সাধিত করবো।দেশ ও সমাজের যে কোন স্তরে মিথ্যা কোনো কিছু দেখলে সাথে সাথে প্রতিবাদ করবো।আর সত্যকে সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো।এই অভ্যাস আমাদের একদিনে হবে না।তবে চেষ্টা করে যেতে হবে।আর সবাই মিলে যখন কোনো কিছুর চেষ্টা করা হয় ,সেখানে সফলতা আসে ১০০%।তাই আসুন আমরা অবহেলায় পরে থাকা সত্যকে কাছে টেনে নেই,আর মিথ্যাকে সমাজ ও দেশের সব জায়গা থেকে ধূলিসাৎ করে দেই।জীবন তো একটাই,সেই জীবনটাকে সত্য ও ন্যায়পরায়ণতায় ভরিয়ে তুলি।নিজেও থাকি ভালো দেশ ও হবে উন্নত।আর দেশের অসহায় মানুষ গুলো ও পাবে আস্থার জায়গা।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg