" ইন্টারনেটসহ একাল আর ইন্টারনেট ছাড়া সেকাল "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি জেনারেল পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।
ইন্টারনেটসহ একাল আর ইন্টারনেট ছাড়া সেকালঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি লেখা হয়েছে জেনারেল রাইটিং নিয়ে।প্রতিনিয়ত চেষ্টা করি বন্ধুরা নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করতে।আজকের ব্লগের বিষয়টি আশাকরি আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন।আজকের এই নেটের দুনিয়া নিয়ে একাল আর সেকালের কিছু বিষয় তুলে ধরতে চাই লেখার মধ্যে দিয়ে।আশাকরি সবাই সঙেই থাকবেন।
ইন্টারনেট আমাদের কে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে।এই সময়ে এসে আমরা নেট ছাড়া এক মূহুর্ত ও চলতে ফিরতে পারিনা।একটি দিন যদি ইন্টারনেট না থাকে আমাদের অবস্থা কি হবে তা আমরা সবাই বেশ ভালো জানি।ইন্টারনেট ছাড়া অর্থনৈতিক যেকোনো কাজ,শিক্ষা ব্যবস্থার কোন কিছুই ঠিক মতো হবে না।আজকাল ঘরে - বাইরে সবকিছুতে ইন্টারনেট আমাদের মাঝে জড়িয়ে আছে।আমরা সবাই একালে ইন্টারনেটের দুনিয়ায় বসবাস করছি বলে এখন সবার হাতেই স্মার্ট ফোন।এই যুগে ফোনের মাধ্যমে ই সবাই সবার মনের ভাব প্রকাশ করে নেয়।এখন সবাই সময় কাটায় এই নেটের দুনিয়াতে।মনের ভাব,লেখাপড়া, অনলাইন জব এসব কিছুই এখন অনলাইনের অন্তর্ভূক্ত।
অন্য দিকে সেকালের সেই নেটবিহীন সময়টাতে যদিও আমরা ফিরে যেতে পারবো না।তবে সেই সময়ের সুখ অনুভূতি আজও মনে দোলা দিয়ে যায়। সেই সময়ে কারো হাতে মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ছিলনা।সেই সময়ে মানুষের পারিবারিক ও সামাজিক অবস্থা খুবই হেলদি ছিল মনের ভাব প্রকাশ করতে একজন আরেক জনের সাথে সুখ-দুঃখ ভাগ করে নিতো। সেকালে পারিবারিক, সামাজিক ভালোবাসার বন্ধন অটুট ছিল।সেই সময়ে পারিবারিক ও সামাজিক দায়িত্ব গুলো আমরা কিন্তু সঠিক ভাবেই পালন করে নিয়েছি।সেকালে একজন মানুষ অপর পাশের মানুষের কথা মন দিয়ে শুনতো।কোন সাহায্যের দরকার হলে খুব সুন্দর সলিউশন করে দিতো।
আর এখন এই সময়ে এসে কেউ কারো কথা শুনে তার সঠিক কোন সমাধান দেয়া তো দূরেই থাক।দুটো কথা বলবে সেই সময় টুকু কারো মধ্যে দেখতে পাওয়া যায় না।এই সময়ে সবাই ছুটছে শুধু ছুটছে।বিজ্ঞানের আর্শীবাদে অনেক পরিবর্তন এলেও ফেলে আসা সেই ইন্টারনেট ছাড়া দিনগুলো অনেক বেশী আবেদনময় ছিল।ছেলেবেলা ইন্টারনেট ছাড়া বড় হয়েছি।আর এখন একালে এসে ইন্টারনেট সহ জীবনযাপন করছি।দুটোর আবেদন দু রকম আমার কাছে।বিজ্ঞানের অগ্রগতিতে আমরা এগিয়ে চলেছি সত্যি।কিন্তু তার মধ্যে ও নেট ছাড়া সেই সময়ে মানুষের মধ্যে মানুষের আন্তরিকতা খুব বেশী ছিল।যুগ দুটো ভিন্ন।আর ভিন্ন দুটো সময়ের আবেদন ও ভিন্ন।
তবে আসল কথা হলো যুগের সাথে তালে তাল মিলিয়ে আমরা এগিয়ে গেলেও আমাদের সবার মধ্যে মানবতা,সহনশীলতা ও উপকার করার মানসিকতা নিজেদের মধ্যে জাগিয়ে রাখতে হবে।বিজ্ঞানের এই অগ্রগতিতে আমরা যেনো রোবটিক মানুষ হয়ে না উঠি।জীবন সুন্দর করে তুলতে নিজেদের মধ্যে মানবিকতা কে সব সময় জাগিয়ে রেখে এগিয়ে যেতে হবে।তবেই না এই যুগে নেটের দুনিয়ায় থেকেও আমরা পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে পারবো।
আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
একালের প্রযুক্তির সাথে সেকালের অনুভূতির চমৎকার তুলনা করেছেন। সত্যিই, ইন্টারনেট আমাদের অনেক কিছু দিলেও অনেক কিছু কেড়ে নিয়েছে বিশেষ করে আন্তরিকতা আর সামাজিক যোগাযোগের গভীরতা। আপনার লেখার ভাবনা ও উপস্থাপন খুব ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম পরবর্তী ব্লগের জন্য।
সুন্দর মন্তব্য করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
https://x.com/shimulakter403/status/1921257018678985124?t=5hItWphaVbnadjUp0ntSGw&s=19
https://x.com/shimulakter403/status/1921275892849901839?t=7HkOU5-BG_3DHl-srNVrhw&s=19
https://x.com/shimulakter403/status/1921279723931566161?t=0uSUpDQxjlgbACRvKinj_w&s=19
X-promotion