" সচেতন ও প্রতিবাদী মানুষ গুলো সবার চোখে ভালো নয় "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে অনেকটা ই ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
সচেতন ও প্রতিবাদী মানুষ গুলো সবার চোখে ভালো নয়ঃ
বন্ধুরা,আজ আবার এসেছি নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ একটি বিষয় নিয়ে নতুন একটি ব্লগ আপনাদের মাঝে তুলে ধরছি।আজকে একটি জেনারেল রাইটিং ব্লগ শেয়ার করবো।আজকের বিষয়টি হলো সচেতন ও প্রতিবাদী মানুষ গুলো সবার কাছে ভালো নয়।আসুন এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করি।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা সৎ,সচেতন ও দায়িত্বশীল।কিন্তু সমাজে কারো চোখে ই কিন্তু এই মানুষ গুলো ভালো নয়।এর কারন আমাদের সমাজের অবক্ষয়।এই সমাজে সচেতন মানুষের কোন জায়গা নেই।এই সমাজের মানুষ অন্ধ হয়ে থাকতেই বেশী পছন্দ করেন।কোন অন্যায়,অবিচার দেখলে তার প্রতিবাদ করা তো দূরেরই ব্যাপার।চোখ বন্ধ করেই সেখান থেকে চলে যায়।আর যারা সচেতন মানুষ আছেন তারা যেখানেই অন্যায় হতে দেখুক না কেন সোচ্চার হয়ে উঠেন।তারা তাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করে প্রতিবাদ করতে পিছ পা হন না।আর তখনই সমাজের কিছু মানুষ এই প্রতিবাদী মানুষ গুলোকে খুব একটা পছন্দ করেন না।যেখানে অন্যায় করতে করতে এতোদূর।সেই সমাজে প্রতিবাদী ভাষা কার ই বা ভালো লাগবে শুনতে।
এভাবে অন্যায়ের প্রশ্রয় ও প্রতিবাদী আচরন না হওয়াতে আমাদের সমাজ আর সমাজের মানুষ রসাতলে গেলেও এক শ্রেনীর মানুষ এখনো আছেন যারা সব সময় অন্যায় ও অবিচারের বিপক্ষে সব সময় থাকেন।তারা জানেন সমাজের বেশীর ভাগ মানুষের চোখে তারা ভালো নয় তারপরেও তাদের জন্য পৃথিবী টিকে আছে এটা মিথ্যা নয়।
আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কে সচেতন থাকতে ই হবে।আর সচেতন থেকে শুধু নিজের নয় সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে।একজন নাগরিককে থাকতে হয় সচেতন ও দায়িত্বশীল।সচেতন মানুষ কখনো কোন অন্যায় দেখে চুপ করে থাকতে পারে না।আর যেকোনো অন্যায়ের প্রতিবাদ যখন সব শ্রেণীর মানুষ এক হয়ে করে সেটা বেশী কার্যকর হয়।কিন্তু আমাদের দেশের বেশীর ভাগ মানুষ এই প্রতিবাদের বিপক্ষে থাকে।আর যারা প্রতিবাদ করে তারা কিন্তু বাকি সব মানুষের কাছে ভালো নয়।প্রতিবাদী মানুষ কে অনেকেই পছন্দ করেন না।কিন্তু তাই বলে কিন্তু প্রতিবাদী মানুষ গুলো থেমে থাকে না।প্রতিবাদের প্রকাশ এই সচেতন কিছু মানুষ সব সময়ই করে যান।আমরা ও সচেতন হয়ে নিজেদের প্রতিবাদের ভাষা গুলো প্রয়োগ করবো।তাই আমাদের সবার উচিত সচেতন থেকে প্রতিবাদী হওয়া।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আমাদের সমাজ বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে এইসব সৎ প্রতিবাদী মানুষদের বিপদ চারিদিকে। কারণ বর্তমানে অসৎ মানুষদেরই রাজত্ব চলছে। তবে আমরা যদি প্রত্যেকেই সৎ এবং প্রতিবাদী হতে পারি তাহলেই সমাজ ভালো পথে এগোবে। আপনি অনেক ভালো মূল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
https://x.com/shimulakter002/status/1911060242609156198?t=BaVaZMbQVgqHCtO4WEsvPg&s=19
https://x.com/shimulakter002/status/1911061686561223005?t=fDp9vYYgjzxW_zojOSDtVw&s=19
https://x.com/shimulakter002/status/1911063599650386139?t=m-isnBmyc6TWFNP0avI2pw&s=19
https://x.com/shimulakter002/status/1911066263566049426?t=T4Hmwu--MZgLG0oq9ZTbUA&s=19
https://x.com/shimulakter002/status/1911068081826246766?t=KkKn2wanHsRLvp9UgGg6mQ&s=19
https://x.com/shimulakter002/status/1911070311723790596?t=m7Q9KoB-Lv631JGK1N0L7Q&s=19
https://x.com/shimulakter002/status/1911073424543260705?t=-GUeutkBv4K-59-Mm5jfLA&s=19
আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু সচেতন আর প্রতিবাদী মানুষকে অনেকে পছন্দ করেন না এটা স্বাভাবিক। আর সচেতন মানুষ আছে বলেই আজও পৃথিবী টিকে আছে। তবে সমাজে প্রতিবাদী মানুষ আছে বলেই দেশ জাতি টিকে থাকে। তাই আমাদের সবার উচিত সচেতন হওয়া। ধন্যবাদ আপু।