জেনারেল রাইটিং -- " অনেকের মাঝে থেকেও যখন আমি একা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
অনেকের মাঝে থেকেও যখন আমি একাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করবো একটি জেনারেল রাইটিং পোস্ট।জীবন আমরা নানা রকমের বিষয়ের মধ্যে দিয়ে পার করি।কখনও আনন্দ কখন ও বা বেদনা ভর করে আমাদের জীবনে।কিন্তু জীবন কিন্তু জীবনের মতোই কেটে যায়।জীবন সুন্দর করে সাজাতে আমাদের একটি পরিবারের দরকার হয়।সমাজে আমরা সামাজিকভাবে বেড়ে উঠি।এই সমাজ ও পরিবারে আমরা নানা রকমের সম্পর্ক মানুষের সাথে গড়ে তুলি।সব সময় সব সম্পর্ক মিষ্টি মধুর ভাবে কাটবে এমনটা কিন্তু নয়।মানুষ মাত্র ই ভুল ত্রুটি নিয়ে জীবন।এক জীবনে মানুষ সব ভালো মানুষের সাথে জীবন কাটাতে পারবে এমন ও কিন্তু নয়।সম্পর্কের মাঝে ও টানা পোড়েন হয়ে থাকে।
একটি পরিবারের সকল মানুষের মন মানসিকতা একই রকম হবে এমনটা কিন্তু নয়।তবে আমাদের উচিত যেকোনো মানুষের ভালো লাগা,মন্দ লাগার গুরুত্ব দেওয়া।আসলে পরিবারের সবাইকে যখন নিজের অনুভূতি গুলো বোঝাতে গিয়ে আমরা ব্যর্থ হই,তখন আমরা অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে একা বোধ করি।
সত্যি কথা বলতে কোন বিষয়ে যখন যুক্তি দিয়ে ও কাউকে কোন কিছু বোঝানো সম্ভব হয়না।তখন সেই স্থান থেকে সরে গিয়ে নিজের সাথে নিজে কথা বলাই শ্রেয়।অযথা কারো সাথে তর্কে জড়িয়ে নিজের মন মানসিকতা খারাপ করার পক্ষে আমি নই।যে বুঝতে চায় না,সেটা তার দুর্বলতা।এজন্য নিজেকে উত্তেজিত করে নিজের মন মানসিকতা নষ্ট করার পক্ষে আমি কখনো ই ছিলাম না এখনো নেই।
আমরা অনেকেই আছি অনেকের মাঝে থেকেও নিজেকে একা ফিল করি।কারন আমরা অন্যায় কিংবা ভুলকে জেনে শুনে মেনে নিতে পারিনা।আর অন্যদিকে অপরপ্রান্তের মানুষকে বোঝাতেও আমরা সম্ভব হইনা।তাই সে ক্ষেত্রে নিজেকে অনেকের মধ্যে রেখেও একা ফিল করি।এই একাকিত্বে ও কিন্তু শান্তি আছে।কারন অপরপ্রান্তের মানুষের অন্যায়কে মেনে না নিয়ে নিজের মধ্যে আত্মতৃপ্তির জন্ম হয়।
আজকের বিষয়টি নিয়ে বেশকিছু লেখা আমি শেয়ার করে নিলাম।অনেকের মাঝে থেকেও একা থাকা অনেক ভালো যদি তাতে অন্যায় না থেকে ন্যায় থাকে।কাউকে কোন বিষয় বুঝাতে না পারলে দূরে সরে যাওয়া ভালো। তবুও কাছে থেকে পাশে থেকে ভুলকে শুদ্ধ ভাবা ভালো নয়।আশাকরি আজকের বিষয়টি আপনাদের মাঝে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং পোস্ট |
---|---|
ক্যামেরা | Galaxy A16 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয়।