।।জেনারেল রাইটিং।। বিশ্বাস।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বিশ্বাস। শব্দটা কয়েকটা বর্ণের সম্মিলিত রূপ হলেও যার অর্থ ব্যাপক বিস্তর। এই একটি মাত্র শব্দের উপর ভিত্তি করে গড়ে ওঠে হাজারো সম্পর্ক আবার এই একটি মাত্র শব্দের গুরুত্ব না দেওয়ায় ভেঙ্গে যায় হাজারো সম্পর্ক। যা সত্যিকার অর্থেই নিন্দনীয়। আজকে এই বিশ্বাস নামক শব্দটির ভিত্তিতে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন......
আমরা মানুষ তাই আমরা এককভাবে নয় দলবদ্ধ ভাবে বসবাস করতে বেশি ভালোবাসি। আর এই দলবদ্ধভাবে বসবাস করতে গেলে কাজের তাগিদে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করে থাকি বিভিন্ন চাকরী সূত্রে কিংবা ব্যবসায়িক সূত্রে। তারই প্রেক্ষিতে ব্যবসায়িক সেক্টর টায় অনেক সময় পার্টনারশিপ ব্যবসা লক্ষ্য করা যায়। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কারবার হয়ে থাকে। যা কেবলমাত্র দুজনের দুজনের প্রতি বিশ্বাসের সাপেক্ষেই সম্ভব। আবার যখন দুজনের মধ্যেই এই সামান্যতম বিশ্বাস শব্দটা ভেঙ্গে যায় তখন এত বড় একটি সম্পর্ক মুহূর্তের মধ্যেই ভেঙ্গে চুরমার হয়ে যায়।
আজকের বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পারবেন হাজার হাজার মানুষ রয়েছে যাদেরকে আপনি নিজের মন থেকে কোন চিন্তা ভাবনা না করি এক কথায় বিশ্বাস করে নিয়েছেন। আর বিশ্বাস করার খাতিরে তার সাথে এমন কোন বিষয় নেই যেটা শেয়ার করেননি। এমন কোন জিনিস নেই যেটা তার কাছে দেন নি। ক্ষনিকের এই দুনিয়ায় যখন তার স্বার্থে আঘাত লেগে যায় ঠিক তখনই উনার সেই বিশ্বাস করা মানুষটি ঘুরে আপনাকে ছোবল মারে আপনার বলা সেই কথাগুলো দিয়েই আপনার দেওয়া সেই জিনিসগুলো দিয়েই। বিশ্বাস এমন একটি শব্দ যেটার মধ্যে বৃহৎ থেকেও বৃহৎ অর্থ লুকিয়ে আছে। যার অর্থ সবাই উপলব্ধি করতে পারে না।
বিশ্বাসের আরেক রূপ হচ্ছে ভালোবাসা। যা বর্তমান সময়ে কিশোর কিশোরীদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যে ভালোবাসার মধ্যে একজনের থাকে আরেকজনকে পাওয়ার প্রবল ইচ্ছা আর অন্যজনের মনে চিন্তা ভাবনা থাকে কিভাবে আঘাত করা যায়। দুজনের বিশ্বাসের মধ্যেই যেন আকাশ জমিন তফাৎ। অল্প বয়সের মধ্যেই যেন বর্তমানে এই ভালোবাসা জিনিসটা ছড়িয়ে পড়ছে যা প্রত্যেকেই তাদের পরিণত বয়সে গিয়ে ঠিকই উপলব্ধি করতে পারে যে তারা ভুলের মধ্যে ছিল। কেননা কেউ একজন জীবন দিয়ে চায় আরেকজনকে পেতে আর অপরজন শুধুমাত্র একের পর এক কষ্ট এবং আঘাত দেওয়ার চিন্তা করে। যাই হোক এই দুজনের মধ্যেও তথা ভালোবাসার মধ্যেও বিশ্বাস নামক শব্দ টা নিয়ে অনেক গড়াগড়ি হয়ে যায়।
সর্বোপরি এটাই বলব বিশ্বাস জিনিসটা প্রচন্ড পরিমাণের মূল্যবান। তাই আমাদের প্রত্যেকের উচিত বিশ্বাসকে গুরুত্ব দেওয়া। কেউ যদি আপনাকে বা আমাকে বিশ্বাস করে তার বিশ্বাসের যথাযথ মূল্য দেওয়া বিশ্বাসঘাতকতা না করে। তাহলেই সমাজ দেশ এবং জাতি সবকিছুই সাফল্যের শীর্ষতম শিখরে পৌঁছাবে। আজকের মত এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1871609986402632134?t=wyIjYwU6tgBq9rT1QC7ptg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুফ:
আজ আপনি অনেক সুন্দর করে বিশ্বাস নিয়ে পোস্টটা লিখেছেন। যেটা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। বিশ্বাস শব্দটা দেখতে অনেকটা ছোট। কিন্তু এর গুরুত্ব সব থেকে বেশি। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কিছুই টিকে থাকতে পারে না। সবকিছুর মাঝেই রয়েছে বিশ্বাস। তাই বিশ্বাস রাখাটা জরুরী অনেক বেশি।
আসোলেই ভাই যেখানে বিশ্বাস নাই সেখানে কোন কিছুই টিকে থাকতে পারে না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
বিশ্বাস এমন একটা জিনিস যেটার উপর সবকিছুই নির্ভর করে থাকে। প্রতিটা সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস না থাকলে কোনো কিছু টিকে থাকে না সুন্দরভাবে। আর বর্তমানে বিশ্বাসের জন্যই অনেক কিছু হচ্ছে। সবকিছুর মাঝে বিশ্বাস ধরে রাখাটা জরুরী। বিশ্বাস থাকলেই ভালো কিছু হবে।
যেকোনো সম্পর্ক হোক কিংবা অন্য কোন বিষয় তার সবটুকুই কেবলমাত্র বিশ্বাসের উপর নির্ভর করে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।